সারভাইভ !! নাটকের রিভিউ (শর্টফিল্ম )

in hive-129948 •  2 years ago 

সারভাইভ নাটকের রিভিউ (শর্টফিল্ম )

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো একটি বাংলা নাটককে রিভিও করার চেষ্টা করেছি ও আপনাদের সাথে নাটকের সম্পূর্ণ কাহিনী সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

Screenshot_2023-05-17-19-21-18-06.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

বাংলা নাটকের মতোই কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে শর্ট ফিল্ম তৈরি করা হয় যে গুলো সত্যি অনেক বেশি ভালো হয়ে থাকে ও অনেক কিছু শেখার থাকে। একটা সময় ছোট ছোট এমন শর্ট ফিল্ম অনেক বের হতো তাই হয়তো দেখাও বেশি হতো। এখন আর আগের মতো এত শর্ট ফিল্ম বের হয়না তাই হয়তো দেখা হয়না। নাটকের সংখ্যাটাই একটু বেশি। যাইহোক অনেক দিন পর আমি একটা শর্ট ফিল্ম দেখলাম যেটা দেখে আমার কাছে বেশ ভালো লাগলো তাই শর্ট ফিল্ম পুরো কাহিনী সুন্দর ভাবে নিজের মতো করে রিভিউ করার চেষ্টা করলাম।


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামসারভাইভ
প্লাটফর্মইউটিউব
পরিচালকএস কে অমিত
অভিনয়েজোপারি লুসাই ও আরো অনেকেই।
প্রকাশিত০৪ মে ২০২৩
সময়১৯:১৫ মিনিট
নাটকের বিবরণ
বান্দরবান থেকে আগত একটি মেয়ে ভালো একটা কলেজে পড়াশোনা করার জন্য অনেক স্বপ্ন নিয়ে ঢাকা শহরে প্রথম বার আসে। আর এখানে এসেই রাস্তা থেকে শুরু করে হোস্টেল পর্যন্ত সকল জায়গায় অত্যাচারের মধ্যে দিয়ে তাঁর দিন যাচ্ছে সেখান থেকে সে কিভাবে বের হয়েছে ও কিভাবে নিজেকে সারভাইভ করেছে ও নিজেকে সকলের মাঝে সুন্দরভাবে মিলিয়ে নিয়েছে। ভাল থাকার জন্য চেষ্টা করেছে তেমন একটি শিক্ষণীয় বিষয় নিয়ে এই নাটকের কাহিনী।
নাটকের মূল কাহিনী শুরু
নাটকের শুরুতেই আমরা দেখতে পাই বান্দরবান থেকে আগত একটি মেয়ে ঢাকা শহরে নতুন এসেছে। সে ছোট্ট এক টুকরা কাগজে ঠিকানা লিখে সেই ঠিকানায় যাওয়ার চেষ্টা করছে কিন্তু রাস্তাঘাট কোন কিছুই সে চিনছে না কারন সেই প্রথম ঢাকা শহরে এসেছে। মেয়েটি বেশ কয়েকজনকে টুকরো কাগজে লেখাটি দেখিয়ে ঠিকানা জানতে চাইলে চিনেনা বলে দেয়। এরই মধ্যে হঠাৎ করে একটা লোক মেয়েটার সামনে এসে বলে আমি আপনাকে অনেকক্ষণ ধরে ফলো করছিলাম। ভয়ের কিছুই নেই ও মেয়েটি সম্পর্কে অনেক কিছু জানে ও শুনে। আর এদিকে মেয়েটি ভয়ে পুরাই অবস্থা খারাপ হয়ে যায়। আমারো মনে হয়েছিল ছেলেটি খারাপ মানুষদের মধ্যে একজন যে কিনা এখন মেয়েটির সাথে ছিনতাই কিংবা খারাপ কিছু করতে যাবে কিন্তু না শেষে ছেলেটি আসলেই ভালো ছিল ও পরোপকারী ছিল। ছেলেটি ঠিকানা বরাবর মেয়েটির হোস্টেলের সামনে এনে দিয়ে যায়।

Screenshot_2023-05-17-19-21-41-34.jpg

Screenshot_2023-05-17-19-22-02-69.jpg

Screenshot_2023-05-17-19-22-32-41.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

এরপর মেয়েটি ছেলেটিকে ধন্যবাদ জানিয়ে হোস্টেল সুপারভাইজারের সাথে কথা বলে সে রুমে যায়। সেই রুমে ছিল আরো দুইজন আর এই মেয়েটির রুমে প্রবেশ করার সাথে সাথেই দুইজন থেকে একজন মেয়ে তাকে দেখে নাক ছেটানোর মত অবস্থা শুরু করেছে। তাকে এখনই রুম থেকে বেরিয়ে যেতে বলছে, কারণ সে দেখতে একটু ভিন্ন রকম তার পোশাক তাদের মত না, তার চেহারা তাদের মত না, তার ভাষাও তাদের মত না, তাই সে কোনোভাবেই মেয়েটিকে পছন্দ করতে পারছেন না। আর এদিকে এই মেয়েটি নতুন হওয়াতে মেয়েটি কাউকে কিছুই বলতে পারছে না। ভিতরে ভিতরে কষ্ট চেপে রাখছে।

Screenshot_2023-05-17-19-22-55-98.jpg

Screenshot_2023-05-17-19-23-26-06.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

রুমে থাকা আরেকটি মেয়ে ছিল ভালো সে মেয়েটিকে রুমের ভিতরে আসতে বলে ও তার বিছানা গুছিয়ে নিতে বলে। পরের দিনের ঘটনা, পরের দিন সে তার বিছানায় বসেছিল সেই মেয়েটি বাহির থেকে রুমে আসলো ও এসে দেখে নতুন মেয়েটি রুমে বিছানায় বসে আছে। আর এই দেখে সে খুব খারাপ ব্যবহার করল ও রুম থেকে এখুনি বেরিয়ে যেতে বলল। আর এই নতুন মেয়েটির চুপচাপ রুম থেকে বের হয়ে গিয়ে ছাদে গিয়ে একা একা কান্না করছিল। তখন রুমে থাকা অপর মেয়েটি ছাদে গিয়ে তাকে অনেক বুঝিয়ে বললো তুমি কষ্ট পেয়ো না তুমি নিজেকে সার্ভাইভ করতে শেখো। তখন সেই মেয়েটিই নতুন মেয়েটিকে অনেকগুলো কৌশল ও কথা শিখিয়ে দেই। যে তোমার এসব কথা ও খারাপ ব্যবহারের প্রতিবাদ করতে হবে না হয় তুমি এখানে থাকতে পারবে না। সে কিভাবে তার জীবনের প্রতিটি বিষয় সার্ভাইভ করবে ও নিজেকে সকলের মাঝে ভালোভাবে টিকিয়ে রাখবে সেই পন্থা শিখিয়ে দেয়।

Screenshot_2023-05-17-19-23-52-19.jpg

Screenshot_2023-05-17-19-24-15-52.jpg

Screenshot_2023-05-17-19-24-44-30.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

এরপর নতুন মেয়েটি যখন রুমে যায় তখন আবারো সেই মেয়েটি চিল্লাপাল্লা শুরু করে। এরপর এই মেয়েটির ঘুরে দাঁড়ায় ও প্রতিটি কথার উত্তর দিয়ে বুঝিয়ে দেয় যে সেও মানুষ, সেও এদেশের নাগরিক ও সেও অনেক স্বপ্ন আশা নিয়েই এই শহরে পড়াশোনা করতে এসেছে। সে পাহাড়ি অঞ্চলের মেয়ে বলে যে সে মানুষ না কিংবা তুচ্ছ একজন ব্যক্তি বিষয়টি এমন নয়। আর এসব কথা শুনে সেই মেয়েটি একদম চুপ হয়ে যায় ও নিজের ভুল বুঝতে পারে ও এরপর তাঁদের মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে।

Screenshot_2023-05-17-19-25-11-32.jpg

Screenshot_2023-05-17-19-25-20-15.jpg

Screenshot_2023-05-17-19-26-10-80.jpg

Screenshot_2023-05-17-19-26-23-27.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

ব্যক্তিগত মতামত
এই নাটোর থেকে আমরা শিক্ষা নিতে পারি যে সত্যিই আমরা সকলেই মানুষ এটাই আমাদের সবচেয়ে বড় একটা পরিচয়। আমাদের কখনোই জাত, ধর্ম, চেহারা, সুন্দর-কালো কিংবা কুচ্ছিত এগুলো দেখে একজন আরেকজনের বিবেচনা করা মোটেও ঠিক নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ আর অবশ্যই আমরা মানুষ হয়ে অপর আরেকটি মানুষের উপকার করবো। উপকার করতে না পারলেও তখনও আমরা অপকার করবো না কারণ প্রতিটি মানুষেরই প্রয়োজন অন্য আরেকটা মানুষের।
নাটকটির ইউটিউব লিংক

ব্যক্তিগত রেটিং
9/10

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু খুব সুন্দর শর্ট ফিল্ম শেয়ার করেছেন। আমি গতকাল রাতে ভেবেছিলাম দেখবো কিন্তু ঘুম চলে আসাতে আর দেখা হয়নি। তবে আজ আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। সত্যিই জাত ধর্ম বলতে কিছু নেই আমরা সবাই মানুষ এটাই সবচেয়ে বড় পরিচয়। ধনী, গরিব বলতে কিছু নেই আমাদের উচিত সবার সাথে ভালো ব্যবহার করা। আপু খুব সুন্দর রিভিউ দিয়েছেন পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

বাহ্ অসাধারণ একটা শর্ট ফিল্ম আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। আপনার পুরো রিভিউ পড়ে আমাকে খুব ভালো লাগলো,মন চাচ্ছে এখনি সেই নাটকটি দেখি।আসলে আমরা সবাই মানুষ কারো চেহারা বা কারো ভাষা নিয়ে এগুলো ভুল বুঝাবুঝি করা আমাদের উচিত নয়।আমরা সবাই মানুষ সবাইকে এক চোখে দেখতে হবে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর একটা পোস্ট করার জন্য।

একদম ঠিক বলেছেন আপু জাত ধর্ম ও সুন্দর অসুন্দর নিয়ে একজন অন্যজনকে বিবেচনা করা ঠিক নয়। আপনার আজকের নাটকের রিভিউ দেখে অনেক ভালো লাগলো। আমিও সময় পেলে এই নাটকটি একবার দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইল।

শর্ট ফিল্ম গুলো আসলে অনেক সুন্দর হয়। এসব ছবিতে অনেক শিক্ষণীয় বিষয় থাকে। আমিও মনে করি যে জাত ধর্ম সুন্দর অসুন্দর এর ভিত্তিতে মানুষকে ট্রিট করা ঠিক না। মানুষকে মানুষ হিসেবে ভাবতে হবে। আপনার রিভিউ দেখে মনে হচ্ছে একবার শর্ট ফিল্মটি দেখা উচিত।