চকোলেট পুডিং কেক |
---|
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম।
পুডিং আমার অত্যন্ত প্রিয় ও পছন্দের একটি খাবার। আমি প্রায় সময় বাসায় মজাদার পুডিং রেসিপি তৈরি করে থাকি। তবে আমি প্রতিবারের থেকে এইবার আরো ভিন্ন ভাবে ও আরো স্পেশাল ভাবে তৈরি করেছি চকোলেট পুডিং কেক। আমি এবং আমার পরিবারের সকলেই এই চকোলেট পুডিং কেক খেতে অনেক পছন্দ করে। বাচ্চাদের কাছেও এই খাবার অনেক পছন্দের। নতুন নতুন খাবার খেতে কার না ইচ্ছা করে তবে ইচ্ছা করে না শুধু কষ্ট করে বাসায় তৈরি করতে। এখন আমাদের কিছু খেতে ইচ্ছা করলেই দোকান থেকে কিনে এনেই খেতে পারি কিন্তু নিজের হাতে বাসায় তৈরি করে খাওয়ার মজাটাও অন্যরকম।
আজকে আমি বাসায় মজাদার ভাবে ও স্বাস্থ্যকর পরিবেশে সুন্দর ভাবে চকোলেট পুডিং কেক তৈরি করেছি ও সেই সাথে আপনাদের সাথেও সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। চকোলেট পুডিং কেক তৈরি করতে অনেক গুলো উপকরণ প্রয়োজন হয়েছে যা আমি প্রতিটি ধাপে ধাপে আমার পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আমি জানি আমার মতো অনেকেই এই চকোলেট পুডিং কেক অনেক পছন্দ করেন। তাই আপনারা প্রয়োজনীয় উপকরণ গুলো একসাথে করে আমার পোস্ট দেখে খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন বলে আমি মনে করি।
আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে বাসায় তৈরি করেছি চকোলেট পুডিং কেক রেসিপি । চকোলেট পুডিং কেক তৈরি করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ সুন্দর ভাবে একে একে শেয়ার করেছি ও ছবির মধ্যে লিখে দিয়েছি। আপনারা খুব সহজেই আমার পোস্ট দেখে বাসায় এভাবে চকোলেট পুডিং কেক তৈরি করতে পারেন ও শিখে নিতে পারেন। আশাকরি আপনাদের কাছে আমার আজকেরচকোলেট পুডিং কেক তৈরিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক...........
ধাপ-1. |
---|
ধাপ-2. |
---|
ধাপ-3. |
---|
ধাপ-4. |
---|
ধাপ-5. |
---|
ধাপ-6. |
---|
ধাপ-7. |
---|
ধাপ-8. |
---|
ধাপ-9. |
---|
ধাপ-10. |
---|
ধাপ-11. |
---|
ধাপ-12. |
---|
ধাপ-13. |
---|
ধাপ-14. |
---|
ধাপ-15. |
---|
ধাপ-16. |
---|
ধাপ-17. |
---|
ধাপ-18. |
---|
ধাপ-19. |
---|
ধাপ-20. |
---|
ধাপ-21. |
---|
ধাপ-22. |
---|
ধাপ-23. |
---|
ধাপ-24. |
---|
ধাপ-25. |
---|
ধাপ-26. |
---|
ধাপ-27. |
---|
আমার আজকের বাসায় চকোলেট পুডিং কেক তৈরিটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে
আমার অনেক পছন্দের একটি খাবার। এভাবে দেখিয়ে দেখিয়ে খাচ্ছেন এটা কি ঠিক??? কবে খাওয়াবেন বলেন। হাহাহাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার জন্য ফ্রিজে রেখে দিয়েছি এসে খেয়ে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কেকের সাথে পুডিং বা বিষয়টি বেশ মজার তো। এবং পুডিংটি ও বেশ পারফেক্ট হয়েছে কোথাও একটুও ভেঙ্গে যায়নি। পুডিংটি দেখতে সত্যিই খুব লোভনীয় লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে।
আর সবকিছুর পরিমাণ সঠিকভাবে দিতে পারলে ও চুলার তাপ সঠিকভাবে রাখতে পারলে সবকিছু পারফেক্ট ভাবেই হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু নতুন নতুন খাবার খেতে কমবেশি সবার কাছেই ভালো লাগে। আর আমরা এখন অনেক অলস হয়ে গিয়েছে কিছু খেতে মন চাইলেই দোকান থেকে কিনে নিয়ে আসি। নিজের তৈরি জিনিস গুলো খাওয়ার মজাটাই অন্যরকম। আপনার পুডিং দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে কতটা সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ খুব সহজভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। একদিন বাসায় ট্রাই করে দেখব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই এই পুডিং কেকটি অনেক বেশি সুস্বাধু হয়েছে। অবশ্যই আপনি একদিন বাসায় ঠিক এই ভাবেই বানানোর চেষ্টা করবেন,আশাকরি আপনার কাছেও ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক মজার মজার খাবারের রেসিপি শেয়ার করেন, আপু।যা দেখতে খুবই লভোনীয় হয়। এ ধরনের পুডিং খেতে আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আমার সাধ্যমত চেষ্টা করি নতুন নতুন রেসিপি গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চকোলেট পুডিং কেক রেসিপি দেখে জিভে প্রায় জল চলে এলো আপু। মনে হচ্ছে একসাথে দুটি রেসিপি দেখতে পেলাম। আমার মনে হয় বাজার থেকে কিনে খাওয়ার চেয়ে বাসায় তৈরি করে খাওয়া অনেক ভালো। চকোলেট পুডিং কেকের রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও তাই মনে করি যে বাজার থেকে কিনে খাওয়া থেকে নিজে থেকে বাসায় বানিয়ে খাওয়া অনেক স্বাস্থসম্মত ও সাশ্রয়ী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার চকলেট পুডিং কেক টি দেখতে অনেক ইয়াম্মি লাগছে। খেতেও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল । পুডিং কেক এর কালার টা দারুণ আসছে যা বলার বাহিরে। এক কথায় আপনার রেসিপিটি আমার অনেক ভালো লেগেছে। আমি বাসায় এই রেসিপিটি একদিন ট্রাই করবো। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই রেসিপিটি সকলের অনেক পছন্দের। আপনি অবশ্যই আমার এই পোস্টটি দেখে খুব সহজেই বাসায় বানাতে পারবেন বলে আমি মনে করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাইরে থেকে কিনে খাওয়ার চেয়ে বাড়িতে বানিয়ে খাওয়া মজা সত্যিই আলাদা এবং টেস্টের দিক দিয়ে থাকে বিস্তার ফারাক। আমি নিজেও একবার বাড়িতে পুডিং বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু এতটা পারফেক্ট হয়নি যতটা আপনার টা দেখা যাচ্ছে। কোথাও ভেঙ্গেও যায়নি। ধাপগুলোও খুব সুন্দর করে বুঝিয়েছেন। দেখি একদিন বাড়ি চেষ্টা করে দেখব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবকিছুর পরিমাণ যদি পারফেক্ট হয় ও আগুনের তাপের পরিমাণ যদি পারফেক্ট হয় তাহলে আপনার পুডিং কেক তৈরিটিও একদম পারফেক্ট হবে। আমার মত করে বানানোর চেষ্টা করবেন আশা করি হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু এই পুডিং এর পেছনে আপনার কতটা পরিশ্রম আছে দেখেই বোঝা যাচ্ছে। আসলে আমরা এখন হাতে তৈরি করা খাবারের চেয়ে কিনে খেতে বেশি স্বাচ্ছন্দাবোধ করি। তবে যারা রান্না করতে পছন্দ করে তারা স্বাস্থ্যসম্মতভাবে আপনার মত বাসায় তৈরি করে খায়। বেশ কিছু উপকরণ দিয়ে আপনি পুডিং তৈরি করেছেন দারুন হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্য এটা নিজেদের দোষ দিয়ে কোন লাভ নেই, কারণ আমরা সবকিছু দোকান থেকে কিনতে পারি বলেই এখন অলস হয়ে গেছি। বাসায় কোন কিছু কষ্ট করে তৈরি করতে ইচ্ছা করে না। তবে নিজের হাতে বাসায় তৈরি করার আনন্দও রয়েছে। তবে সবাই এটাতে আনন্দ পাই কিনা আমি জানি না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আমি যদি এটি বানাতে যেতাম তাহলে সব একসাথে গুলে এক জাতীয় গরম শরবত হয়ে যেত 😁। যাই হোক আমি খুব ধীরে ধীরে প্রতিটি ধাপ আপনার থেকে দেখে নিয়েছি। আমার মনে হচ্ছে এখন আমি একবার ট্রাই করলেই পারব।পুডিং এবং কেক দুটির স্বাদ একসাথে হলে ব্যাপারটা বেশ মজার হবে। এবং দেখতেও বেশ আকর্ষণীয় লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ পারেনা এমন কিছু নেই, আপনিও আরেকবার চেষ্টা করলে অবশ্যই পারবেন। আমি খুব সহজ ভাবেই দেখানোর চেষ্টা করেছি আমার পোস্টটি দেখে প্রয়োজনীয় উপকরণ গুলো একসাথে করে খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন বলে আমি মনে করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চকলেটের মজাদার পুডিং কেক রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আসলেই এই রেসিপিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। পুডিং কেক আমার খুবই প্রিয়। আর এই রেসিপিটি দেখে শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করব ইনশাল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই চকলেট ক্রিম কেক দেখতে যতটা সুন্দর ও আকর্ষণীয় লাগছে।খেতে ঠিক ততটাই মজাদার ও সুস্বাদু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টেস্টি! 😋আচ্ছা এটার কন্সিসটেন্সি টা কি কেকের মত হয় সলিড নাকি পুডিং এর মত জেলি থকথকে ব্যাপার?আমি বানআব তাহলে একদিন। কিন্তু মা রেগে যায়। বলে কি অনেক গ্যাস অপচয় হয় এসব করতে গেলে! আচ্ছা মাইক্রো ওভেনে করতে পারব? কতক্ষণ টাইম সেট করতে হবে?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাইক্রোওভেনে করতে পারবেন কিনা সেটা আমার সঠিকভাবে জানা নেই। আর অবশ্যই গ্যাসের চুলায় সময় লাগে কারণ কম তাপে অনেকক্ষণ বসিয়ে রাখতে হয়। আর এটি হলো কেক এবং পুডিংয়ের মিশ্রণে নরম তুলতুলে একটি খাবার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচ্ছা। 😊😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মাঝে মাঝে বাসায় ক্যারামেল পুডিং তৈরি করে বাচ্চাদের দেই। চকলেট কেকে তৈরি করেছি কিন্তু কখনো চকলেট পুডিং করা হয়নি, আমি এর আগে কখনো খাইও নি। আপু আপনি খুব মজাদার ও স্বাস্থ্যকর উপায়ে চকলেট পুডিং রেসিপি টি শেয়ার করেছেন আমাদের সাথে,প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন বুঝতে কোন অসুবিধে হবেনা। ধন্যবাদ আপু সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি চেষ্টা করি সব সময় প্রতিটি রেসিপির প্রতিটি ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে শেয়ার করার জন্য যাতে করে সবাই খুব সহজে বুঝতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার তৈরি চকোলেট পুডিং কেকের কালারটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। খুবই পারফেক্ট একটি কেক তৈরি করেছেন আপনি। কেক তৈরির বিবরণ এবং প্রতিটি ধাপের ফটোগ্রাফি অতি চমৎকার ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে বাহ আপু!!!
বাজার থেকে না এনে বাসায় বানিয়ে খাওয়া অনেক ভালো ৷এতে যে প্রোটিন সেটা পাওয়া যায় ৷কেকের সাথে পুডিং বা বিষয়টি বেশ মজার ৷
যদিও বাসায় কখনো বানিয়ে খাও হয় নি ৷
তব্ আপনার বানানো দেখে খুব ইচ্ছে করেছে ৷একদিন নিশ্চই আমিও বানাবো ৷
ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম ঠিক বলেছেন আপু। নতুন নতুন খাবার খেতে কার না ইচ্ছা করে। তবে ইচ্ছা করে না শুধু কষ্ট করে বাসায় তৈরি করতে। এখন আমাদের কিছু খেতে ইচ্ছা করলেই দোকান থেকে কিনে এনেই খেতে পারি। কিন্তু নিজের হাতে বাসায় তৈরি করে খাওয়ার মজাটাও অন্যরকম।
তাইতো আপনার হাতের তৈরি করা এই চকলেট পুডিং কেক টি আমার কাছে অসাধারণ এবং অনন্য মনে হয়েছে। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit