কবিতা - আমার ছোট বেলা !! @shy-fox 10% beneficiary

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি !!

20220704_175943.jpg

ছোটবেলা সকলের জন্য সুন্দর একটা সময়। প্রতিটি মানুষের এই ছোটবেলাকে ঘিরে রয়েছে হাজারো সুন্দর স্মৃতি। আমরা কেউ কেউ এখনো ছোটবেলার গল্প বলে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ি। তবে সকল প্রকার ইচ্ছা থাকলেও কখনো কেউ আর সেই জীবনে ফিরে যেতে পারে না। ছোট বেলাতে রয়েছে হাজারো স্মৃতিময় দিন যা কখনোই ভুলার নয়। আর সেই ছোট বেলাকে কেন্দ্র করে আজ একটি কবিতা লেখার চেষ্টা করেছি ও আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো অনেক সাথে মিলে যাবে ও ভালো লাগবে।

আমার ছোট বেলা


ছোট বেলা মানে,
নিশ্চিন্ত জীবনের সূচনা।
ছোট বেলা মানে,
চারদিকে ছুটে চলার বেকুল আর্থনা।
ছোট বেলা মানে,
মায়ের শাসন আর বাবার ভালোবাসা।
ছোট বেলা মানে,
চকলেট আর এটাসেটা খাওয়ার শত রকম বাহানা।
ছোট বেলা মানে,
বার বার ভুল করে উল্টো জুতো পড়া।
ছোট বেলা মানে,
বাম হাত দিয়ে কলম ধরে লেখার চেষ্টা করা।
ছোট বেলা মানে,
কার্টুন দেখার তীব্র ইচ্ছা।
ছোট বেলা মানে,
বন্ধুদের সাথে পুতুল খেলার আরাধনা।
ছোট বেলা মানে,
সারাদিন লাফিয়ে বেড়ানো আর হইহুল্লোড় করা।
ছোট বেলা মানে,
না খেয়ে খেলার নেশায় আসক্ত হয়ে থাকা।
ছোট বেলা মানে,
মায়ের হাতের মার খেয়ে পড়তে বসা।
ছোট বেলা মানে,
খেলতে গেলে আর কিছুর খবর না থাকা।
ছোট বেলা মানে,
বাবার মুখে রাজকুমার ও রাজকন্যার গল্প শুনা।
ছোট বেলা মানে,
মায়ের মুখে নানু বাড়ির গল্প শুনা।
ছোট বেলা মানে,
সুন্দর কিছু স্মৃতি মাখানো সময়।
ছোট বেলা মানে,
মায়ের আঁচলে মুখ গুঁজে রাখার সময়।
ছোট বেলা মানে,
হাজারো খেলনার সমারোহ।
ছোট বেলা মানে,
বাবার কাঁধে ঘুমিয়ে থাকার স্বপ্ন।
ছোট বেলা মানে,
রাগ দেখিয়ে না খাবার গল্প।
ছোট বেলা মানে,
বাবার মুখে মন ভালো করার কত রকম মন্ত্র।
ছোট বেলা মানে,
বাবার পিঠে চড়ে ঘোড়া বানানোর ইচ্ছে।
ছোট বেলা মানে।
বাবার কাঁধে উঠে ঘুরতে যাওয়ার ইচ্ছে।
ইচ্ছে করে আবারো ফিরে যেতে
কিন্তু ইচ্ছে থাকলেও ফিরে যাওয়ার নেই যে কোনো পথ খোলা !!!

সমাপ্ত

image source



break.png

banner-abb23.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ছোট বেলা মানে,
বাবার কাঁধে ঘুমিয়ে থাকার স্বপ্ন।
ছোট বেলা মানে,
রাগ দেখিয়ে না খাবার গল্প।

ছোটবেলা নিয়ে আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন আপু। আপনার কবিতার মাধ্যমে ছোটবেলার স্মৃতিগুলো বার বার চোখের সামনে ভাসতেছে। আসলে ছোটবেলা বাবার কাঁধে করে কত হাটে যেতাম, কত স্মৃতি রয়েছে। এই কবিতার মাধ্যমে ছোটবেলার সেই দিন গুলো ফুটে উঠেছে। শুভকামনা রইল আপনার জন্য।

সত্যি অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু। আমার কাছে কবিতা টি বেশ ভালো লেগেছে। পড়ার সময় ছোটবেলার সব স্মৃতি যেন মনে পড়ে যাচ্ছিল। প্রতিটি লাইন যেন ছোটবেলার সব গল্প মনে করিয়ে দিচ্ছিল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।

নিজের ছোটবেলা টাকে যেন আপনার কবিতার মধ্য দিয়ে আরেকবার ফিরে পেলাম। প্রতিটা লাইনে ছোটবেলার এক একটা মূহুর্ত আমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন।এই মূহুর্ত গুলোর সাক্ষী আমরা সবাই। যাইহোক দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি আসলেই ছোটবেলার ভুলে যাওয়ার নয়। ছোটবেলার স্মৃতিচারণ গুলো মানুষের মনে হয় ছোটবেলাগুলো আমাদের সবার কাছে খুবই স্মরণীয় করে রাখতে আমরা বিভিন্ন ধরনের কবিতা লিখি। আর আপনার এই কবিতাটির মাধ্যমে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল।

হ্যাঁ ইচ্ছে থাকলেও প্রিয় সেই ছোটবেলায় ফিরে যাওয়ার আর কোনো পথ নেই‌। ছোটবেলা নিয়ে এত সুন্দর অনুভূতি গুলো খুব ভালো লাগলো।

ছোটবেলা মানে অঝোরে ঘুমানো
ছোটবেলা মানে মাথায় নেই কোন বোঝার চাপ
ছোটবেলা মানে সাথীদের সাথে কাঁধে কাঁধ রেখে ঘুরে বেড়ানো।
ছোটবেলা মানে বড় ভাইয়ের শাসন
মায়ের বকুনি
আর বাবার আদর।

অনেক ভালো লাগলো আপু আপনার কবিতাটি পড়ে ধন্যবাদ।

আপনার কবিতাটি পড়ে ছোটবেলার সেই স্মৃতিগুলো বার বার মনে পরছে। আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন আপু। আপনার কবিতা পড়ে আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা। এরকম কবিতা আরো উপহার পাব আপনার কাছ থেকে আশায় রইলাম।

সুন্দর একটি কবিতা রচনা করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার এই কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। কমিউনিটি তো এরকম সকলের সুন্দর কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ছোট্ট বেলার স্মৃতি নিয়ে খুব চমৎকার গুছিয়ে কবিতা উপস্থাপন করেছেন 🤗
ভীষণ ভালো লাগলো ।
বিশেষ করে ছোট বেলার এই স্মৃতিগুলো মনে পরলে কোথায় যেন হারিয়ে যাই।
ভীষণ খারাপ লাগে তখন।😕

আপনার ছোটবেলা নিয়ে লেখা কবিতা পড়তে পড়তে আমি ও চলে গিয়েছিলাম ছোটবেলাতে।কিন্তু আর ফিরে পাওয়া যাবে না শুধু স্মৃতি আকড়ে থাকতে হবে।সুন্দর লিখেছেন, ধন্যবাদ আপু।