আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রাহমানির রহীম |
---|
আমার গ্রামের বাড়ি মাদারীপুর, কিন্তু শহরে না, শহর থেকে অনেক ভিতরে একেবারে গ্রামে। মাদারীপুর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার ভিতরে। আমি শুক্রবার সকালে বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে যাওয়ার পরে আমি প্রায় নেট থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমার মোবাইলে একটা গ্রামীণ এবং একটা banglalink সিম একটিভ করা আছে।
আমি বেশিরভাগ সময় বাংলালিংকেই নেট ইউজ করে থাকি। কারণ আমার মনে হয় আমার এলাকায় banglalink এবং গ্রামীন সমান ভাবেই নেট সাপোর্ট দেয়। কিন্তু এবার বাড়িতে যাওয়ার পর দেখলাম কোন সিমেই নেটওয়ার্ক কভার করতে পারছে না। দুইটা সিমে ২জি উঠে বসে থাকে। যেটা দিয়ে আসলে কোন কিছুই করা সম্ভব না। তো আমার তো নেট ছাড়া এক মুহূর্ত চলে না, তার উপর আমি আবার আমার বাংলা ব্লকে কাজ করছি, সেখানে পোস্ট করার বিষয়ে আছে কমেন্ট করার বিষয় আছে, আরো অনেক কাজ আছে যেগুলো না করলেই নয়।
সাধারণত প্রতিবার আমার বাড়ি থেকে একটু দূরে গেলে আমি নেটওয়ার্ক কভার করতে পারি। কিন্তু এবার কি যে সমস্যা হলো আমি বুঝতে পারিনি। এবার বাড়ি থেকে অনেক দূরে গিয়েও আমি একটা কমেন্টস করতে পারিনি বা একটা পোস্ট দেখতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি পোস্ট করার জন্য বা কমেন্টস কার জন্য। কিন্তু পারিনি। শেষমেশ না পেরে আমি আমার মডারেটর নওরিন ম্যাডামকে বিষয়টি অবগত করলাম। কিন্তু নওরিন ম্যাডাম আমাকে জানাই যে, আমি এখন তার অধীনে নাই। ম্যাডাম আমাকে স্বাগতা ম্যাডামের সাথে যোগাযোগ করতে বলেন। তারপর সাথে সাথেই আমি একটা সাপোর্ট টিকিট ক্রিয়েট করি এবং স্বাগতা ম্যাডামকে বিষয়টি অবগত করি। কারণ আমি পোস্ট বা কমেন্টস করতে না পেরে আমার ভেতরটা অস্থির হয়ে যাচ্ছিল।
আমি আমার কাজের ব্যাপারে সব সময় সিন্সিয়ার। সেটা যে কোন প্রেক্ষাপটেই হোক না কেন। তারপর আমি একজন ভেরিফাইড মেম্বার। এবং আমার বাংলা ব্লগের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমি কাজ করে যাচ্ছি, সেহেতু অবশ্যই আমাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমি স্বাগতা ম্যাডামকে ব্যাপারটা জানানোর পর ম্যাডাম আমাকে বলেছে সমস্যা নেই। তখন আমি একটু স্বস্তি পেলাম। আমি হয়তো বিষয়টি ম্যাডামকে না বললেও পারতাম। কিন্তু আমার দায়িত্বের জায়গা থেকে মনে হল অবশ্যই অবশ্যই বিষয়টি আমি যার অধীনে আছি তাকে জানানো উচিত। এভাবেই আমার বিগত দুটি দিন শুক্রবার এবং শনিবার নেটবিহীন কেটেছে যা আমার জন্য একেবারেই অতিষ্ঠ ছিল।
তো আমার বাংলা ব্লকের বন্ধুরা, এ থেকে আমার একটি শিক্ষা হয়েছে যে আমি এরপর যদি কোথাও যাই অবশ্যই সিওর হব সেখানে আমার নেটওয়ার্ক কাজ করে কিনা। এবং আপনারা যারা কাজ করেন তারাও অবশ্যই বিষয়টি শিওর হয়ে নেবেন তাহলে আমার বাংলা ব্লকের পোস্ট কমেন্টস এবং অন্যান্য বিষয়গুলো সম্পূর্ণ করতে আমার মনে হয় না কোন সমস্যা হবে। ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টে ভিজিট করার জন্য।
আমি আজিজুল মিয়াঁ, আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোট বেলা থেকেই কম-বেশি লেখা-লেখি করতাম। লেখা-লেখির পাশা-পাশি আমি ঘুরতে এবং খেলা-ধুলা করতে অনেক পছন্দ করি। সময় পেলেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হই। অতিরিক্ত কথা বলা এবং মিথ্যা কথা বলা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি।
গ্রামে গেলে নেটওয়ার্কের অনেক প্রবলেম করে এখানে অনেকেই আছে যারা প্রায় সময় এ ব্যাপারটা শেয়ার করে থাকে। তবে দুদিন পোস্ট না করলে কোন সমস্যা হয় না আপনি জানিয়ে ভালো করেছেন। আপনি অসুস্থ আছেন শুনে খারাপ লাগলো দোয়া করছি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠেন। আসলে আমরা যারা আমার বাংলা ব্লগে কাজ করি তাদের জন্য ফোন একটিভ থাকাটা খুবই জরুরী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান যে সময় চলছে প্রায় সবাই অসুস্থ হয়ে পরছে।। সবারই ঠাণ্ডা, জ্বর, সর্দি-কাশি লেগেই রয়েছে। সর্বোপরি আপনার সুস্থতা কামনা করছি। ইন্টারনেটের সমস্যার কথা আর কি বলবো ভাই!! বাংলাদেশের যে প্রান্তেই যান না কেন এই ইন্টারনেটের সমস্যা লেগেই থাকে। এই ইন্টারনেটের সমস্যার জন্য সময়মতো অনেক কাজেই আমি সম্পাদন করতে পারিনা। যাইহোক তারপরও চেষ্টা করবেন যেখানে ইন্টারনেট সংযোগ ভালো থাকে সেখানেই কাজ করার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমত বলব ইন্টারনেট ছাড়া এখন আমরা একদমই অচিল। কারণ নেট না থাকলে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আর এটি অনেক ভালো একটি কাজ করেছেন স্বাগতা দিদির আন্ডারে রয়েছেন, ওই হিসেবে দিদিকে টিকেট কেটে আপনার সমস্যার কথা জানিয়েছেন।আসলে আমাদের সকল সমস্যা যদি আমাদের মডারেটর ও এডমিন বৃন্দ জানেন, তাহলে অবশ্যই তারা বিষয়টি বিবেচনা করেন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামে গেলে নেটওয়ার্কের এই সমস্যাগুলো খুবই বিরক্ত লাগে। আমিও গতবার আমার শ্বশুরবাড়িতে গিয়ে এই বিড়ম্বনায় পরেছিলাম। বাংলালিংকের নেট চালু করে নিয়ে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি যে রুমের মধ্যে বাংলালিংকের নেট কাজই করেনা। তারপর আবার জিপিতে নেট নিয়ে কাজ করতে হয়েছিল। তাছাড়া আপনি ভাল কাজ করেছেন যে সাপোর্ট টিকিট কেটে জানিয়ে দিয়েছেন। এতে একটা মানসিক শান্তি পাওয়া যায়। নেট ছাড়া দুইদিন থাকা আসলেই কষ্টকর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit