আসসালামু আলাইকুম,
বিসমিল্লাহির রাহমানির রহীম।
তারিখঃ ৩০ শে অগ্রহায়ণ ১৪২৯ খ্রিস্টাব্দ(বাংলা)।
পোস্ট ক্যাটাগরিঃ রিভিউ পোস্ট।
পোস্টের শিরোনামঃ কোটিপতি মেয়ে ফকিরের বউ।
নাটকের নামঃ কোটিপতি মেয়ে ফকিরের বউ।
অভিনয় এবং পরিচালনায়ঃ |
---|
- পরিচালকঃ সোলায়মান
- আনোয়ারুল আলম সজল
- রুবিনা
- মোসাদ্দিক শাহীন
- মোহাম্মদ জাহাঙ্গীর কবির
- এফ এইচ শান
- ব্যপ্তিকালঃ ৪১:৪৬ মিনিট
- প্রাকাশ কালঃ ১৩ ই মার্চ ২০২২ইং
নাটকটির কভার ফটো |
---|
মূলপ্রতিপাদ্যঃ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সমাজের সাধারণ মানুষকে সিঁড়ি করে অনেক উপরে উঠে কিন্তু যখন তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে তখন আর সাধারণ মানুষের কথা মনে থাকেনা। সুতরাং আমাদের প্রতিটি মানুষের উচিৎ সমাজের উচ্চ শ্রেণীর মানুষের সাথে চলা ফেরার ক্ষেত্রে সব সময় একটু ভেবে চিন্তে অগ্রসর হওয়া।
নাটকটি রিভিউ এখান থেকে শুরুঃ |
---|
ইউটিউব থেকে স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে।
নায়িকা(লাইলি) আবার অন্য একটি ছেলেকে ভালোবাসে ছেলেটার একটা ইউটিউব চ্যানেল আছে। ছেলেটি কোন ভাবেই ইউটিউব চ্যানেলটা রান করাতে পারছিলো না। কারণ ছেলেটা এমন কোন কনটেন্ট বানাতে পারছিলো না যাতে করে তার ইউটিউব চ্যানেলটা রান করাতে পারে।
ইউটিউব থেকে স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে।
এই বিষয়ে নায়িকার(লাইলি) সাথে আলাপ করে একটা বুদ্ধি বের করে সেটা হলো- ছেলেটি নায়িকাকে(লাইলি) বললো যে তোমাদের বাসার সামনে যে ভিক্ষুক আছে এই ভিক্ষুকের সাথে তোমাকে নিয়ে যদি একটি কনটেন্ট বানানো যায় এবং সেই কনটেন্টটি যদি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করা যায় তাহলে আমার চ্যানেলটি ভাইরাল হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে।
নায়কের(মজনু) কথা মতো নায়িকা(লাইলি) ভিক্ষুকের সাথে স্বামী স্ত্রীর অভিনয় করে এবং সেটি ছেলেটির ইউটিউব চ্যানেলে পাবলিশ করে, তারপর এই ভিডিওটির কারণে ছেলেটার ইউটিউব চ্যানেলটি ভাইরাল হয়ে যায়। কিন্তু সমস্যা দেখা দেয় তখনই যখন এই ভিডিওটি নায়িকার(লাইলি) আত্নীয় স্বজনদের কাছে পৌছায়। তখন নায়িকার(লাইলি) আত্নীয় স্বজন এই ভিডিওটাসম্পর্কে নেগেটিভ মন্তব্য করে কারণ একজন কোটিপতির মেয়ে একটা ভিকারির সাথে বিয়ে এটা কিছুতেই মেনে নিতে পারছে না।
ইউটিউব থেকে স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে।
কিন্তু নায়িকা(লাইলি) কিছুতেই বোঝাতে পারছে না যে এটা বাস্তব না, এটা ছিলো অভিনয়। আত্নীয় স্বজনদের কাছ থেকে এমন রিএক্ট পেয়ে নায়িকা(লাইলি) ছেলেটাকে ভিডিওটি ডিলেট করতে বলে কিন্তু ছেলেটা তার ইউটিউব চ্যানেল এর কথা চিন্তা করে ভিডিও গুলো ডিলেট করতে অস্বীকৃতি জানান। এভাবে কয়েকবার বলার পরে ও ছেলেটা ভিডিওটি ডিলিট না করলে মেয়েটি ছেলেটার সাথে তার সম্পর্ক শেষ করে দেয়। কিন্তু মুল সমস্যাটা শুরু হয় নায়ক(মজনু) যখন নায়িকাকে(লাইলি) তার বউ হিসেবে দাবি করে এবং বাড়িতে নিয়ে আসত চায়। কিন্তু নায়িকা(লাইলি( কিছুতেই একটা ভিক্ষুকের সাথে সংসার করতে রাজি হয় না।কারণ সে যাটা করেছে সেটা ছিলো অভিনয়। কিন্তু তার এই অভিনয়কে পুজি করে নায়ক যে তাকে সত্যিকারের স্ত্রী হিসেবে দাবি করবে এটা সে চিন্তা ও করতে পারেনি।
ইউটিউব থেকে স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে।
এদিকে নায়ক(মজনু) নায়িককে(লাইলি)পাওয়ার জন্য মেয়েটির বাড়ির সামনে সকল ভিক্ষুকদের নিয়ে জড়ো হয়ে আন্দোলন শুরু করে। সেখানে অনেক সাংবাদিক উপস্থিত হয়ে এবং তাদের সামনে ও নায়ক(মজনু) একই দাবি তুলে ধরে। বাধ্য হয়েই নায়িকার(লাইলি) বাবা মেয়েকে ভিক্ষুক ছেলেটার হাতে তুলে দেয়।
ইউটিউব থেকে স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে।
নায়ক(মজনু)মেয়েটিকে নিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে। এই বাড়িতে মেয়েটি আরও একবার এসেছিলো যেদি মেয়েটি নায়কের সাথে স্ত্রীর অভিনয় করেছিলেন তার শুটিং নায়কের(লাইলি)বাড়িতেই হয়েছিল।
বাড়িতে আসার পর নায়ক(মজনু) মেয়েটিকে(লাইলি) ঘরের ভিতর না নিয়ে তাকে বাহিরে দাঁড় করিয়ে (নায়িকাকে) বলে আমরা গরীব মানুষ বলেই কি আমাদেরকে যেভাবে ইচ্ছে ব্যবহার করবেন তা-ই না, নিজের স্বার্থের জন্য আমার বউ হয়েছেন, আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছেন, এবং সবাই জানে আমরা স্বামী-স্ত্রী, কিন্তু বাস্তবে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে এতো আপত্তি কেন? আপনারা আপনাদের স্বার্থের জন্য সব কিছুই করতে পারেন। আমি জানি আমি আপনার স্বামী নই বা আপনি ও আমার স্ত্রী না। কিন্তু এই কথা গুলো বলার জন্যই আপনাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। এবার আপনি যেতে পারেন, তবে হ্যা আমার মতো আর কাউকেই যেন আপনাদের উপরে উঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করবেন না।
ইউটিউব থেকে স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে।
শিক্ষাঃ বন্ধুরা আমি আজকে যে নাটকটির রিভিউ আপনাদের মাঝে শেয়ার করলাম সেটি আসলে গতানুগতিক ধারার থেকে একটু ভিন্ন রকমের, সেটা আমার কাছে মনে হয়েছে কারণ নাটকটি হাস্য রসাত্বক হলেও এখানে সমাজের নিন্ম শ্রেণীর মানুষের জন্য খুব সুন্দর একটি বার্তা বহন করেছে। ধন্যবাদ আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের, আপনাদের অতি মুল্যবান সময় নষ্ট করে আমার পোষ্টটি পড়ার করার জন্য।
বাংলা নাটক দেখলে ফারহানের নাটকই বেশি দেখি।সজলকে চিনি ফেসবুকের বিভিন্ন ক্লিপ দেখে।
নাটকের কাহিনীটা খুব একটা আনকমন না,সচারাচর যা হয় তাই।
ভালো রিভিউ দিয়েছেন,শুভ কামনা রইলো ❤️🩹
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কমেন্টের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনি খুব সুন্দর নাটকের রিভিউ দিয়েছেন দেখে খুব ভালো লাগলো। নাটক টগ আমার দেখা হয় নি তবে আপনার পোস্ট দেখে মনে হচ্ছে খুবই চমৎকার নাটক। অবশ্যই সময় পেলে দেখে নেবো। খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। এত সুন্দর নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে র ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ের নাটক গুলো অনেক বেশি জনপ্রিয়। প্রতিটি নাটক থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি সেই সাথে নাটকের মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে যা বাস্তবতার সঙ্গে একদম মিলে যায়। খুবই চমৎকারভাবে আপনি একটি নাটক রিভিউ আমাদের মাঝে তুলে ধরেছেন। যদিও এখন পর্যন্ত এই নাটক দেখা হয়নি তবে রিভিউ দেখে আমার খুবই ভালো লেগেছে, আজকে রাত্রে ভাবছি নাটকটি দেখব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন উৎসাহমূলক একটি কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী, ভাই নাটকটি আসলেই একটি শিক্ষনীয় নাটক। দেখলে ভালো লাগবে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কমেন্টের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit