বিসমিল্লাহির রাহমানির রহিম, আসসালামু আলাইকুম। |
---|
আজ আমার জন্ম, মৃত্যু এবং আমি শিরোনামের যে পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করছি সেটির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের জন্ম থেকে মৃত্যু এই যে মাঝখানের একটা সময় পেলাম, এই সময়টাতে আমরা কি করেছি সে বিষয়গুলো তুলে ধরা।
Copyright free image source:pixels
পোস্টের ক্যাটাগরিঃ সাধারণ পোস্ট। |
---|
পোস্টের শিরোনামঃ জন্ম, মৃত্যু এবং আমি। |
---|
পোস্টের তারিখঃ ২৭শে কার্তিক ১৪২৯ খ্রিস্টাব্দ। |
---|
বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আজকের পোস্টের বিস্তারিত- |
---|
আমি নোংরা এক ফোঁটা নাপাক পানি থেকে দশ মাস দশ দিন মায়ের গর্ভে থেকে তারপর এই দুনিয়াতে এসেছি। এই দুনিয়ায় একজন মুসলিম হিসেবে আমার যাত্রা শুরু হয়েছে একটি আজান এবং একামতের মধ্যে দিয়ে। দুনিয়াতে আসার পর আমি প্রথমেই আমার মায়ের বুকের দুধ পান করেছি। আমি তখন কিছুই বুঝতে পারতাম না। দিনে দিনে আমি বড় হচ্ছি, আমার মা বাবা আমাকে অনেক যত্নে বড় করে তুলছেন।
মা জন্মের আগে যেমন কষ্ট করেছেন এখন তার চেয়ে আরও বেশি কষ্ট করছেন। মা আমাকে একটু কষ্ট পেতে দেননি, কারণ আমি আমার মায়ের কাছে তার জীবনের চেয়ে ও বেশি দামী। মা আমাকে ঘরের নিরাপত্তা দিয়ে যাচ্ছে অন্যদিকে বাবা আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে বাহিরে কষ্ট করে যাচ্ছেন।
Copyright free image source:pixels
বাবার তুলনায় মা কষ্টটা অনেক বেশিই করে থাকেন।
কারণ মা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন আর বাবা তাতে যোগান দিয়ে যাচ্ছেন। মোট কথা মা-বাবা উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বেড়ে ওঠা।
আমি আস্তে আস্তে বড় হচ্ছি- এক সময় আমি কথা বলতে শিখি, প্রথমে মা-বাবাকে ডাকতে শিখি, তারপর একে একে আমি সবকিছুই বলতে শিখি। এক সময় আমি লেখা পড়া করার জন্য স্কুল অথবা মাদ্রাসায় যাই।
এবার শুরু হলো আমার মূল জীবন। এবার আমকে নিয়ে আমার মা-বাবা ভাই-বোন, আত্নীয়-স্বজন সকলের টেনশন শুরু হয়। শুরু হয় আমার জীবনের প্রতিযোগিতা। সবাই আমার রেজাল্ট বা কর্মের দিকে চেয়ে থাকে। আমি ভালো করলে সবাই খুশি, সবাই আমাকে আদর করে, আমাকে গিফট দেয়। কিন্তু আমি যখন খারাপ করি তখন সবাই আমার কাছ থেকে দূরে সরে যায়, আমাকে কেউ আদর করে না, সহপাঠীরা ও আমার সাথে খেলা করতে আসে না বা আমার সাথে মিশে না।
এখন আমার কথা হচ্ছে আমাকে যে শুধু ভালো রেজাল্ট করতে হবে এমনটি কেন? আমি তো একজন মানুষ, আমার মধ্যে ভালো মন্দ দুটোই থাকতে পারে, কিন্তু ভালোর ভাগটা সবাই নিবে মন্দের ভাগটা কেউ নিবে না এমন কেন?
Copyright free image source:pixels
এখন আমি বুঝতে শিখেছি, জানতে শিখেছি, বলতে শিখেছি। সুতরাং একজন মুসলিম হিসেবে এখন আমাকে আমার ভালো মন্দ, পাপ-পূণ্য করে তারপর জীবন ধারণ করতে হবে। যেহেতু আল্লাহতায়ালা আমাকে মুসলিম হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তাই অবশ্যই এই পৃথিবীতে আমাকে আল্লাহর নিয়ম-নীতি এবং বিধান মত চলতে হবে। কারন আমাকে সব সময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যেহেতু আল্লাহু আমাকে পাঠিয়েছেন সেহেতু মৃত্য আমার অবধারিত.....(চলবে)
আমরা সৃষ্টির সেরা জীব। তাই তো সৃষ্টিকর্তা আমাদের অনেকগুণ দিয়েছেন। আমাদের পারিপার্শ্বিক অবস্থার সাথে নিজেকে মানিয়ে নিতে হলে নিজের প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। আর বিদ্যা অর্জন যেমন গুরুত্বপূর্ণ তেমনি একজন ভালো মানুষ হওয়াও গুরুত্বপূর্ণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ সৃষ্টির সেরা জীব বলে আল্লাহ তাল্লাহ মানুষকে সম্পূর্ণ শক্তি দান করেছেন। পৃথিবীটা আসলে এমনি সবাই শুধু ভালোটাই দেখে। ভালো কিছু করতে হলে পড়াশোনা তো করতে হবে। পড়াশোনার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন ভালো মানুষ হওয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit