ঈদ মোবারক
বন্ধুরা, ঈদ মানে আনন্দ আর এই আনন্দটা আমাদের সবার জন্য। কিন্তু আমরা চাইলে ও সবাই এই আনন্দ উপভোগ করতে পারি না। কারণ এই আনন্দের মুল উৎস হচ্ছে নতুন পোশাক। সেই পোশাক কেনার টাকা আমাদের অনেকের হয়তো নাই। এই বাস্তব সত্যকে নিয়ে আমার আজকের কবিতা।
ইমেজটি ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।
চলুন তাহলে শুরু করা যাকঃ
কবিতার নাম- “ঈদের চাঁদ”
লেখক- আজিজুল মিয়া(@azizulmiah)
একটি মাসের রমজান শেষে
উঠলো ঈদের চাঁদ।
ছোট্ট শিশুরা সব দেখছে তাকিয়ে
দেখাচ্ছে বাড়িয়ে দুই হাত।
কেউ বলেছে ওই দেখা যায় চাঁদ
দেখতে সুতোর মতো,
কেউ বলছে কই আমি তো দেখিনা
দেখানা আমায় ভালো মতো।
বলছে কেউ ওই দেখ না কত বড় চাঁদ
গাছের ফাঁকে দেখা যায়,
তুই তো দেখি চোখেই দেখিস না
চাঁদ দেখবি কিভাবে হায়!
সবাই যখন চাঁদ দেখার আনন্দে
খুশিতে মাতোয়ারা,
কেউ আবার তখন ফুটাচ্ছে বাজি
ঈদকে বরণ করছে তারা।
অনিচ্ছা সত্ত্বে ও পাশের বাড়ির
ছোট্ট ছেলেটি ও আজ,
দেখতে এসেছে খুশির ঈদের চাঁদ
ভুলে দু:খ ব্যাথা লাজ।
সবাই যখন খুশিতে আত্মহারা
পড়বে নতুন পোশাক,
ছোট্ট শিশুটির মুখটি কালো কারণ
নেই যে তার নতুন শার্ট।
সব ছেলেরা টিপ্পনি কাটে ছেলেটিকে
তোর চাঁদ দেখে কি লাভ,
নতুন পোশাক ই কিনতে পারোস নি
গরীব যে তোর বাপ।
ছোট্ট শিশুটি এবার নিরবে কাঁদে
চোখে গড়িয়ে পড়ে অশ্রু,
গরীব আমি তাই বলে কি আজ
পাবো না ঈদের বস্ত্র।
সবাই পরবে নতুন পোশাক
খাবে ফিরনী সেমাই,
আমার বাবা গরীব বলেই কি
ঈদ আনন্দ আমার নাই?
তাহলে কেন ইসলাম বলে
ধনী গরীব সব সমান,
উঠেনা কেন দুটো চাঁদ আকাশে
ঘোচাতে ধনী গরীবের ব্যবধান।।
বন্ধুরা, এটাই ছিল ঈদের চাঁদ নিয়ে লেখা আমার কবিতা। আশা করি সবার ভালো লাগবে। ভালো বা মন্দ যাই লাগুক না কেন অবশ্যই একটা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।
উঠলো ঈদের চাঁদ।
ছোট্ট শিশুরা সব দেখছে তাকিয়ে
দেখাচ্ছে বাড়িয়ে দুই হাত।
কেউ বলেছে ওই দেখা যায় চাঁদ
দেখতে সুতোর মতো,
কেউ বলছে কই আমি তো দেখিনা
দেখানা আমায় ভালো মতো।
বলছে কেউ ওই দেখ না কত বড় চাঁদ
গাছের ফাঁকে দেখা যায়,
তুই তো দেখি চোখেই দেখিস না
চাঁদ দেখবি কিভাবে হায়!
সবাই যখন চাঁদ দেখার আনন্দে
খুশিতে মাতোয়ারা,
কেউ আবার তখন ফুটাচ্ছে বাজি
ঈদকে বরণ করছে তারা।
অনিচ্ছা সত্ত্বে ও পাশের বাড়ির
ছোট্ট ছেলেটি ও আজ,
দেখতে এসেছে খুশির ঈদের চাঁদ
ভুলে দু:খ ব্যাথা লাজ।
সবাই যখন খুশিতে আত্মহারা
পড়বে নতুন পোশাক,
ছোট্ট শিশুটির মুখটি কালো কারণ
নেই যে তার নতুন শার্ট।
সব ছেলেরা টিপ্পনি কাটে ছেলেটিকে
তোর চাঁদ দেখে কি লাভ,
নতুন পোশাক ই কিনতে পারোস নি
গরীব যে তোর বাপ।
ছোট্ট শিশুটি এবার নিরবে কাঁদে
চোখে গড়িয়ে পড়ে অশ্রু,
গরীব আমি তাই বলে কি আজ
পাবো না ঈদের বস্ত্র।
সবাই পরবে নতুন পোশাক
খাবে ফিরনী সেমাই,
আমার বাবা গরীব বলেই কি
ঈদ আনন্দ আমার নাই?
তাহলে কেন ইসলাম বলে
ধনী গরীব সব সমান,
উঠেনা কেন দুটো চাঁদ আকাশে
ঘোচাতে ধনী গরীবের ব্যবধান।।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক। আপনার এত সুন্দর কবি প্রতিভা দেখে আমি মুগ্ধ। খুব সুন্দর ভাবে আপনি আজকে একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন তাই অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কমেন্টের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit