আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম।
হ্যালো,
বন্ধুরা আমি আপনাদের মাঝে শেয়ার করব স্মার্ট ফোন ব্যবহারে আমি কতটা সতর্ক শিরোনামের ২য় খন্ড। বন্ধুরা স্মার্ট ফোন আমাদের সবার দরকার এবং সবার জন্য প্রয়োজন কিন্তু এই ফোনের সঠিক ব্যবহার কি আমরা করছি? জানিনা কেউ করছে কিনা কিন্তু আমি মোটেই করতে পারছি না, কারণ আমি কারণে অকারণে, প্রয়োজন ও অপ্রয়োজনে স্মার্ট ফোন ব্যবহার করে যাচ্ছি।
যেমন আমার খবার সময় আমি মোবাইল ফোন নিয়ে বসে গেছি, খাচ্ছি আর মোবাইল ফোন দেখছি যেখানে আমার খাওয়াটা পরিপূর্ণ হচ্ছে না বা আমি খেয়ে ও তৃপ্তি পাচ্ছি না। আবার আমি কোন একটা কাজ করছি সেখানে মোবাইল ফোন ব্যবহার করছি যাতে করে আমার কাজটা সঠিক সময়ে শেষ করা যাচ্ছে না, আমি বাজারে গেলে স্মার্ট ফোন ব্যবহার করছি, হাটে গেলে স্মার্ট ফোন ব্যবহার করছি, ববন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় স্মার্ট ফোন ব্যবহার করছি।
মানে স্মার্ট ফোন ছাড়া আমার একটি মুহুর্ত ও যেন কাটছে না। সারাদিনের ক্লান্তি শেষে আমি যখন রাতে ঘুমাতে যাচ্ছি সেখানে শুয়ে শুয়ে মোবাইল ফোন দেখছি যেখানে আমার ঘুমের সময় চলে যাচ্ছে আমি সময় মতো ঘুমাতে পারছি না। সকালে উঠার পরে মনে আমি শত বছরের একজন না ঘুমানো মানুষ, একজন অসুস্থ মানুষ।
আপনি বা আমি যখন মোবাইল দেখতে থাকি তখন মনে হয় এইতো আর এক মিনিট দেখেই রেখে দিবো অথবা আর একটা ভিডিও দেখেই রেখে দিব কিন্তু অতো সহজে আর রাখা হয় না এর একটি কারণ ও আছে বটে সেটা হচ্ছে বিভিন্ন যে সোস্যাল মিডিয়া থেকে আমরা যে ভিডিও বা অন্য যা কিছুই দেখি না কেন সেখানে মনে হয় এখন সেটা দেখছি তার থেকে সামনের ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং এভাবে একের পর এক ইন্টারেস্টিং ভিডিও দেখতে দেখতে আর ও কয়েক ঘন্টা চলে যাচ্ছে কিন্তু আমি কিছুই বুঝতেছি না। এতে করে আমার যে সময়ের অপচয় হচ্ছে সেটা পুশিয়ে নেওয়া আমার পক্ষে কোন ভাবেই সম্ভব হচ্ছে না।
যার কারনে আমার সময়ের ব্যবহার এর ব্যাপারে আমি সিরিয়াস হতে পারছি না, এতো গেলো শুধু সময়ের হিসাব এছাও স্মার্ট ফোনের ব্যবহারে আরও যে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে সে বিষয়গুলো আরও কয়েকটি খন্ডে আমি আপনাদের মধ্যে শেয়ার করবো।
বন্ধুরা, স্মার্ট ফোনের ব্যবহারে শুধু কি আমার ক্ষেত্রেই এমনটি হয় নাকি আপনাদের বেলায় ও এমন হয় তা একটু কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন এবং এর থেকে প্রতিকারের কোনো উপায় থাকলে সেটা ও জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো আপনাদের পরামর্শ অনুযায়ী চলা। ধন্যবাদ সবাইকে, পরবর্তী পর্বে আবার দেখা হবে। আল্লাহর হাফেজ।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit