আটটি সৌন্দর্য বর্ধক গাছের র‍্যান্ডম ফটোগ্রাফিঃ

in hive-129948 •  2 years ago 
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ও ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ফটোগ্রাফি পোস্ট করেছিলাম। সবার কাছ থেকে আশানুরূপ অনুপ্রেরণা পেয়েছি এবং সেই অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আজকে আমি আবার একটি সৌন্দর্য বর্ধন গাছের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ফটোগ্রাফি সবার কাছেই অনেক ভালো লাগে। আমি ও তার ব্যতিক্রম কেউ না। আমি আজকে আমার বাসায় পাশের কয়েকটি সৌন্দর্য বর্ধন গাছের ফটোগ্রাফি আমার ক্যামেরায় বন্দি করেছি। আমার মনে হয় শহর এলাকায় ফটোগ্রাফি পোস্ট করা অনেক কঠিন একটি কাজ। তারপর ও চেষ্টা করেছি জানিনা কেমন হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক-
পোস্ট ক্যাটাগরিঃ ফটোগ্রাফি।
পোস্টের শিরোনামঃ কয়েকটি সৌন্দর্য বর্ধক গাছের ফটোগ্রাফি।
তারিখঃ ২০শে আশ্বিন ১৪২৯ খ্রিস্টাব্দ(বাংলা)।

img_1664976596655.jpg

আটটি সৌন্দর্য বর্ধক গাছের সম্মিলিত চিত্র
প্রতিটি সৌন্দর্য বর্ধক গাছের ফটোগ্রাফি আলাদা আলাদা নিন্মে তুলে ধরা হলোঃ
ফটোগ্রাফি-১
IMG_20221005_064646_151.jpg
ফটোগ্রাফিক-২
IMG_20221005_064752_603.jpg
ফটোগ্রাফি-৩
IMG_20221005_064134_487.jpg
ফটোগ্রাফি-৪
IMG_20221005_065001_714.jpg
ফটোগ্রাফি-৫
IMG_20221005_064855_873.jpg
ফটোগ্রাফি-৬
IMG_20221005_064938_200.jpg
ফটোগ্রাফি-৭
IMG_20221005_064918_511.jpg
ফটোগ্রাফি-৮
IMG_20221005_065127_952.jpg
বন্ধুরা, আজ আমার ফটোগ্রাফিতে যে গাছগুলোকে ক্যামেরা বন্দী করা হয়েছে, সেগুলো হচ্ছে মিরপুর দুই এর এইচ ব্লকের কয়েকটি ছবি। এই গাছগুলো বিভিন্ন বাড়ির সামনে থেকে তোলা হয়েছে। আমি যখন ফজরের নামাজ পড়ে, সকালের বিশুদ্ধ হাওয়ার মাঝে নিজেকে খুঁজে ফিরছিলাম তখনই আমি পোস্ট করার উদ্দেশ্যে ছবিগুলো তুলেছিলাম। অবশ্য অনেকদিন ধরেই আমি নিয়ত করে রেখেছিলাম যে আমি এই সৌন্দর্য বর্ধক গাছগুলোকে নিয়ে একটি পোস্ট করবো, তাই আমি সাথে করে আমার মোবাইল ফোনটা নিয়ে গিয়েছিলাম। কিন্তু ছবিগুলো তুলতে গিয়ে আমি অনেক ভয়ে ভয়ে ছিলাম। কারণ, আমি হলাম এই এলাকায় একেবারে অপরিচিত। আর এমন অপরিচিত মানুষ হয়ে অন্যের বাড়ির সামনে থেকে এত সকালে ছবি তোলাটা আসলেই বিপজ্জনক। তার উপর আবার প্রায় সবার বাড়ির সামনেই সি সি ক্যামেরা লাগানো আছে আবার কোন কোন বাড়ির সামনে কুকুর ও ছিল। যাই হোক আল্লাহর রহমতে শেষমেষ কোন বিপদ হয়নি। আমার বাংলা ব্লগের ভালোবাসায় অনুপ্রাণীত হয়ে শেষ পর্যন্ত সফল হয়েছি। আর এভাবেই আমি আমার আজকের ফটোগ্রাফি পোস্ট শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।
পোস্টের সাথে জড়িত যা কিছুঃ
ডিভাইস

Tecno pouvoir 4

ক্যামেরা

13M QUAD

ক্যামেরায়

@azizulmiah

স্থান

মিরপুর-ঢাকা।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQXhYEttnX1KKh1bDpnfJQ9XE52hBiZnn6J1QrQxWt34Vv6BDtNXArCZWNiRA18nt5eQYaA3Kmg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9rrJ7XyVNTSa1iNMV1HLEdGN9BVzpqr9qD8n9c6Cnsw4ig5kmwCUdZ2cXfBkqCk6bnMVXsU.png

ধন্যবাদ সবাইকে
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি সকাল সকাল নামাজ পড়ার পর এই ফটোগ্রাফি গুলো করেছেন। সকালবেলায় আবহাওয়াটা বেশ দারুন লাগে আমার কাছে। আমিও আপনার মত সকল বেলায় ফটোগ্রাফি করে থাকি। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন আমাদের মাঝে। এক কথায় অসাধারণ ছিল।

ধন্যবাদ ভাইয়া। এমন সুন্দর একটি কমেন্টে করার জন্য।

ফটোগ্রাফি দেখতে কার না ভালো লাগে। তবে এভাবে নতুন জায়গায় গিয়ে ফটোগ্রাফি করাটা আসলেই বিপদজনক। সকালবেলায় শীতল হাওয়ার মাঝে নিজেকে খুঁজে বেড়ানোটা দারুন একটা মুহূর্ত যদিও সবার সেই সৌভাগ্য হয় না। খুবই সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো। তবে আমার মনে হয় আপনার হেডলাইনে একটু ভুল আছে‌। দয়া করে সংশোধন করে নিবেন। বিষয়টা খারাপ চোখে দেখবেন না, ভাই হিসেবে নিবেন। আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য শুভকামনা রইল।

ভাই, ভুলটা লিখে দিলে বেশি খুশি হতাম। ভুল হতেই পারে। আর আপনারা সিনিয়ররা ভুলটা ধরিয়ে দিবেন এটাই স্বাভাবিক। ধন্যবাদ ভাইয়া।