আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রাহমানির রহীম।
বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটি পোস্ট নিয়ে। আমার বাংলা ব্লগে পোস্ট করা এখন নেশার মতো হয়ে গেছে। পোস্ট না করলে যেন ভালোই লাগে না।
সবগুলো চিত্রের সম্মিলিত রুপঃ
হ্যালো বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক-
চিত্রঃ ১
চিত্রঃ ২
আজও আমি আপনাদের মাঝে শেয়ার করবো ঈদ সম্পর্কিত একটি পোস্ট। আমার আজকের পোস্টের নাম দিয়েছি-
চিত্রঃ ৩
কারণ আমরা যারা গ্রামে ঈদ উদযাপন করতে যাই তারা৷ কিন্তু সচারাচর ঢাকার এই চিত্র সরাসরি একেবারেই দেখতে পাই না। হয়তো বা বিভিন্ন সংবাদ পত্রে বা ভিডিতে অনেক সময় দেখা হতে কিন্তু সরাসরি না, আপনারা হয়তো দেখতে পারেন কিন্তু আমি দেখিনি। কিন্তু কোন একটা কারণে আমার আজকের ঢাকার এই দৃশ্যটা দেখার সৌভাগ্য হয়েছে। তাই আমি আমার বাংলা ব্লগের মাধ্যমে আপনাদের সকলের মাঝে ঈদ পরবর্তী ঢাকাকে তুলে ধরলাম।
চিত্রঃ ৪
বন্ধুরা আমার বাড়ি মাদারীপুরে। তো মাদারীপুর থেকে ঢাকার কদমতলী পর্যন্ত আসতে ঈদ এবং নরমল সময়ে একই সময় লাগে কিন্তু আসল জ্যাম বা অতিরিক্ত সময়টা লাগে বাবু বাজার ব্রিজ থেকে ঢাকায় ঢুকতে। তো এদিন বাবু বাজার থেকে উত্তরা ঢুকতে আমার সময় লেগেছে ৩০ মিনিট। প্রচেষ্টা গাড়ি গুলিস্তান দিয়ে মালবাগ, বাড্ডা, খিলক্ষেত হয়ে তারপর উত্তরায় আসে। পুর্বে আমি কখনো ঈদের পরেরদিন ঢাকায় আসিনি, তাই এরকম ভ্রমণের ফিলিংটা যে কত মধুর সেটা আগে বুঝিনি। এবারের ঢাকায় আসার অভিজ্ঞতাটা ছিলো একেবারে ভিন্ন। মনে হচ্ছিলো আমি হাওয়ায় চড়ে ঢাকায় আসলাম।
চিত্রঃ ৫
পুরো রাস্তাটাই ছিলো একেবারে ফাঁকা। হাতে গোনা কয়েকটি গাড়ি ছিলো মাত্র। তখন মনে হচ্ছিলো ঢাকার শহরটা যদি এমনই থাকতো তাহলে কতই না মজা হতো। আমরা স্বপ্নের মতো এই শহরে বাস করতে পারতাম। আমাদের কতো সময় বেঁচে যেত, জনজীবনে আসতো গতি। মনে থাকতো অফুরন্ত ফুর্তি এবং আনন্দ।
চিত্রঃ ৬
আমরা কি পারিনা আমাদের রাজধানীটাকে একটা নির্ভেজাল শহর বানাতে। চেষ্টা করলে সবই সম্ভব কিন্তু আমরা জাতি হিসেবে কেমন সেটা সবারই জানা। তারপরও মানুষের আশার শেষ নেই, আশা করি আমাদের পরের প্রজন্ম হয়তো আর ও সুন্দর এবং সাজানো গোছানো একটা দেশ হয়তো পাবে। ধন্যবাদ সবাইকে।
পোস্টের সাথে সম্পর্কিত যা যাঃ |
---|
ডিভাইস | Techo provoir 4 |
---|---|
ক্যামেরা | 13MQUAD |
ক্যামেরায় | @azizulmiah |
লোকেশন | উত্তরা ঢাকা |
ঈদ পরবর্তী ঢাকার রাস্তা অনেক ফাঁকা দেখছি ভাই। এমন ঢাকা যদি সারা বছর থাকতো তাহলে তো মানুষকে আর দুর্ভোগ পোহাতে হতো না। সত্যি বলেছেন ভাই এমন ঢাকা শহরে যদি বাস করা যেত তাহলে আর সময় নষ্ট হতো না। সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit