বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম।
চিত্রঃ ছেলের হাতে বিয়ের উপহার
গতকালকে শনিবার ছিলো কলির বিয়ে। বলে রাখা ভালো যে এটা ছিলো আমাদের চাচাতো বোনদের মধ্যে শেষ বিয়ে। সেটা ও একটা কারন বশতঃ কারণটা হচ্ছে আমার চাচাতো বোনটা হচ্ছে বাকপ্রতিবন্ধি। কথা বলতে পারে না। যার কারণে সব চাচাতো বোনদের অনেক আগেই বিয়ে সম্পন্ন হলেও কলির বিয়ে হয়নি বা বিয়ের জন্য কোন পাত্র ও আসেনি। যাই হোক প্রায় ২ মাস আগে একটা ছেলে কলিকে দেখে পছন্দ করেন এবং বিয়ে করতে রাজি হয় কিন্তু আমার চাচা কিছুতেই বিয়ে দিতে রাজি হচ্ছিল না, কারণ চাচা মনে করেন বিয়ে হয়নি এখন একটা পর্যায় আছে কিন্তু বিয়ের পর মেয়ে জামাই যদি কোন তালবাহানা করে তাহলে তো আরও সমস্যা বেড়ে যাবে।
চিত্রঃ বিয়ে বাড়ির অনুষ্ঠান স্থল
যাই হোক আমরা সবাই মিলে বোঝানোর পর চাচা রাজি হলেন, বলে রাখা ভালো যে আমার চাচা মোটামুটি ভালো টাকা পয়সা আছে, সে আমাদের এলাকার মধ্যে ভালো মানের একজন ডাক্তার। কলির মতো দু-চারজন মেয়ে সারাজীবন বসে খেলে ও তার সমস্যা নাই। তবে সবাই চাচ্ছিলো যে, বিয়েটা হলে কলির একটা গতি অন্তত হবে। তাই সবাই মিলে চাচাকে বোঝানো আর কি। যাই হোক আমার ও ভাগ্য ভালো যে আমি প্রতি শুক্রবার এবং শনিবার বাড়িতে থাকি। যার কারণে বিয়েতে অংশগ্রহণ করা করা আমার পক্ষে সম্ভব হয়েছে।
চিত্রঃ বিয়ে বাড়ির অনুষ্ঠান স্থল
যাইহোক আমি বাজার থেকে একটা গিফট কিনলাম বিয়েতে উপহার হিসেবে দেওয়ার জন্য। আমি আমার ওয়াইফ, মা এবং আমার দুই ছেলেকে নিয়ে দুপুর দুইটার দিকে কাকার বাড়িতে গেলাম। আমাদের বাড়ি থেকে চাচার বাড়ির ভেতরে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগে। গিয়ে দেখলাম মেয়ে পক্ষের কিছু লোক খেয়ে ফেলেছে, তাদের খাওয়ার শেষ হলে আমরা দ্বিতীয় পর্বে বসলাম আমাদের খাওয়া শেষ হওয়ার ২০ মিনিট পরেই দেখলাম বরযাত্রী চলে এসেছে। বর যাত্রী ছিল খুব কম সংখ্যক লোক, বিশ জন আসার কথা থাকলেও তারা এসেছে মাত্র ১০ জন লোক। এরপর আমি বরযাত্রীর সাথে সাক্ষাৎ করে আর কিছুক্ষণ সময় থেকে তারপরে বাড়িতে চলে আসলা। কারণ বাড়িতে আমার খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ ছিল তারপর আর যাওয়া হয়নি।
চিত্রঃ বর গেটে পৌছানোর প্রাক্কালে
বন্ধুরা এই ছিল আমার চাচাতো বোনের বিয়েতে আমার অংশগ্রহণ করার বিস্তারিত আশা করি সবার ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কিছু মন্তব্য করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আপনাদের অতি মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন।
আপনার চাচাতো বোন বাকপ্রতিবন্ধী শুনে সত্যিই খারাপ লাগলো। আসলে সৃষ্টিকর্তা কেন যে মানুষকে এভাবে কষ্ট দেয় বুঝিনা। তবে দোয়া করি সে যেন দাম্পত্য জীবনে সুখী হয় এবং নিজের না বলা কথাগুলো যেন প্রিয় মানুষটিকে বোঝাতে পারে। অনেক অনেক শুভকামনা রইল আপনার বোনের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বোনের কথা শুনে খুব খারাপ লাগলো।সবাই বলে আল্লাহ তায়ালা যা করে ভালোর জন্যই করেন। আপনার বোনের জন্য অনেক দোয়া রইলো। তাদের দাম্পত্য জীবনে সুখী হয়। অনেক অনেক শুভকামনা রইলো আপনার বোনের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে কারণ আমরা সামান্য সমস্যা দেখলেই আর তাকে বিয়ে দিতে চায় না। বাক প্রতিবন্ধী হয়েছে তো কি হয়েছে সে চাইলে অন্যান্য কাজের পারদর্শিতা দেখিয়ে সংসারে বড় ধরনের ভূমিকা পালন করতে পারবে। যাইহোক অবশেষে আপনারা ভালোভাবে বুঝিয়ে কলির বিয়ে দিতে পেরেছেন এটা জেনে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit