আসসালামু আলাইকুম। |
---|
আমরা সকলেই জানি কয়েকদিন যাবত টানা বৃষ্টি এবং ভারত থেকে আসা পানির কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা প্লাবিত হয়ে গেছে এবং নির্দিষ্ট কিছু জেলায় প্রাকৃতিক দুর্যোগ বন্যা দেখা দিয়েছে, এই বন্যার্তদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমি আমার এই পোস্টটি শুরু করলাম।
বন্ধুরা আমরা সকলেই জানি প্রাকৃতিক দুর্যোগের উপরে কারো হাত নেই এগুলো সব সময় আল্লাহর আল্লাহর পক্ষ থেকেই পৃথিবীতে আসে। বাংলাদেশের কয়েকটি জেলা যেমন ফেনী নোয়াখালী কুমিল্লা লাকসাম এবং চট্টগ্রামের কিছু এলাকা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়ে গেছে এবং এসব এলাকার সব বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠন, সামাজিক প্রতিষ্ঠান, বিভিন্ন পর্যটক কেন্দ্র সবকিছু মোটামুটি পানির নিচে এই মুহূর্তে।
ক্ষেত্রবিশেষ কোন কোন জায়গা ২০ থেকে ২২ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এরকমটা হলে পরিস্থিতি যে কতটা ভয়াবহ সেটা আমরা সহজেই অনুমেয়
যেগুলো আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি, আমাদের বাংলা ব্লগের অনেক বন্ধুরা আছেন বন্যা প্লাবিত এলাকার স্থানীয়। আসলে তারাই বুঝতে পারতেছেন যে তারা কতটা বিপদের মধ্যে আছেন,বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন, স্বেচ্ছাসেবক দল এবং ব্যক্তিবর্গরা যে যেভাবে পারছেন এসব বন্যা দুর্গত এলাকায় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। যারা সাধারণ মানুষ আছে তাদের পক্ষে হয়তো এসব বন্যা দুর্গত এলাকায় স্ব-শরীরে হাজির হয়ে সাহায্য সহযোগিতা করা হয়তোবা সম্ভব নয়।
কিন্তু আমরা চাইলে যার যার স্থান থেকে এসব বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারি। সেটা হচ্ছে বাংলাদেশের সব জায়গা থেকেই বিভিন্ন স্বেচ্ছা সেবক সংগঠক দল এসব এলাকায় সাহায্য বা ত্রাণ নিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্নভাবে ত্রাণ বা টাকা বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করতেছে, আমরা ইচ্ছে করলে তাদের কাছে টাকা, শুকনা খাবার ঔষধ, বস্ত্র দিয়েও সাহায্য করতে পারেন। এছাড়া কিছু স্বেচ্ছাসেবক দল বিভিন্ন ভাবে সাহায্যর জন্য টাকা পয়সা বা অন্যান্য জিনিস সংগ্রহ করতেছে। আমরা চাইলে তাদের কাছেও আমাদের সাহায্যের টাকা পয়সা বা অন্যান্য জিনিসপত্র দিতে পারি। আমাদের বাংলা ব্লগ ও abb-charity এর মাধ্যমে এইসব বন্যা দুর্গতদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
চাইলে আমরা abb-Charity এর মাধ্যমেও সহযোগিতা করতে পারি। এরকম কয়েকটি সংগঠন গত কয়েকদিন থেকে আমি বরিশালের বিভিন্ন এলাকায় দেখছি এবং আমি নিজে দিয়েছি। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে এভাবে সাহায্যের নামে বিভিন্ন সংগঠন আছে যারা মানুষের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে সেগুলো বন্যার্তদের মাঝে না দিয়ে নিজেরাই ভাগ বাটোয়ারা করে নেয় বা নিতে পারে। আমি বলছি না যে নিবেই কিন্তু আমাদের দেশে এরকম ঘটনা অহরহই ঘটে থাকে। সাহায্য দেয়ার আগে এই বিষয়টি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে।
বন্ধুরা এই বিষয় নিয়েই আমার আজকের পোস্টটি আশা করি সবাই পোস্টটি পড়বেন এবং যার যার মতো করে এই বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়াবেন।ধন্যবাদ বন্ধুরা সবাইকে আমার এই পোস্টটি ভিজিট করার জন্য। আল্লাহ হাফেজ।
সত্যি আমাদের এখন মানবিক হওয়ার সময় এসেছে। কারন দেশের মানুষের এমন সময়েই আমাদের মানবিকতাগুলো কে প্রকাশ করার সময় এসেছে। এখনই সময় ভাই হয়ে ভাইয়ের পাশে দাঁড়ানোর। বেশ সুন্দর করে গুছিয়ে আপনি বিষয়টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু, এই সময় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের একান্ত প্রয়োজন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন ভাইয়া আমরা চাইলে নিজ নিজ জায়গা থেকে এই বন্যা দুর্গতদের সাহায্য করতে পারি। কিন্তু সাহায্য করার আগে অবশ্যই আমাদেরকে ভালো মতো চেক করে নিতে হবে সঠিক মাধ্যমে আমরা সাহায্য করছি কিনা। যাই হোক আপনার লেখাটি পড়ে ভালো লাগলো। অনেকেই সাহায্যের জন্য উৎসাহিত হবে আপনার পোস্টটি পড়ে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করেন আমাকে উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া বন্যা কবলিত মানুষদের আমরা চেষ্টা করলে সাহায্য করতে পারি। তবে আমরা যেভাবে সাহায্য করি না কেন আমরা আমাদের সাহায্যটা যেন সঠিক জায়গায় পৌঁছাতে পারি এটা নিশ্চিত করতে হবে। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট পড়ে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা শুধু বন্যা কবলিত এলাকায় সাহায্য পাঠালে চলবে না দেখতে হবে সঠিক ভাবে সঠিক জায়গায় পৌঁছেছে কিনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাইয়া ইচ্ছে থাকলে উপায় হয়। আমরা চাইলে নিজ নিজ জায়গা থেকে বন্যা কবলিত লোকদের সাহায্য করতে পারি।আসলে সাহায্য করার নামে প্রতারকের অভাব নেই। তবে আমাদের সবার উচিত মানবিক হওয়া তাহলে হয়তো সব কিছু থেকে মুক্তি পাওয়া সম্ভব। ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit