আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম।
বন্ধুরা, আমরা যারা আমার বাংলা ব্লগে কাজ করছি সবাই হয়তো বাবা হইনি। কিন্তু যারা বাবা অথবা মা হয়েছি তারা জানি যে সন্তান আমাদের কাছে কতটা আপন। আজকে এই বিষয় নিয়ে পোস্ট করবো এটা আমার ধারণায় ছিলো না। কিন্তু কি নিয়ে পোস্ট করবো এটা চিন্তা করতে গিয়ে মোবাইলে ছোট ছেলের ছবি দেখে আমার কেন জানি মনে হলো এটা নিয়ে একটা পোস্ট করা যায়।
চিত্রঃ ১
যাই হোক বলছিলাম আমার সন্তানদের কথা। আমার ছোট ছেলে আয়ান। ওর বয়স মাত্র ৯ মাস। প্রতিবার বাড়ি থেকে আসার সময় ওকে ছেড়ে আসতে আমার খুব খারাপ লাগে। এইবার ওর জন্যই আমি একদিন বেশি ছুটি কাটালাম। মনে হয় দুনিয়াতে আমার যত ভালোবাসা, মায়া মমতা সব কিছুই ওদের জন্য। বড় ছেলে নিহানের বয়স ৯ বছর। নিহান এখন অনেক কিছুই বুঝে যে বাবা চলে যাচ্ছে আবার আসবে।
চিত্রঃ ২
কিন্তু আয়ান এসবের কিছুই বুঝে না, কিন্তু যখনই বাড়ি থেকে বের হই তখনই বুঝতে পারে যে বাবা কোথাও যাচ্ছে। সে তখন আমার কোলে এসে আমাকে জড়িয়ে ধরে রাখে, কোল থেকে যেতে চায় না। অনেক মায়া লাগে তখন ওকে রেখে আসতে, মনে হয় কোন বন্ধন ছাড়াই আল্লাহ সন্তানের সাথে বাবা মায়ের এমন বন্ধনে আবদ্ধ করে রেখেছে, যে বন্ধনটা দুনিয়ায় কোন শক্তি চাইলেই ছিড়ে ফেলতে পারবে না। ওর হাসি আমার কাছে দুনিয়ার সবচেয়ে দামি হাসি দুনিয়ার কোন কিছুর বিনিময়ে এই হাসি পাওয়া সম্ভব না।
চিত্রঃ ৩
আজকে আসার সময় ওর মায়ের কোলে বসে একটা হাসি দিয়েছে যেটা আমি আমার মোবাইলে ক্যামেরা বন্দী করে রাখি। আমার মনে হয় দুনিয়ায় প্রতিটি বাবা মায়ের কাছেই সন্তানের এই হাসি অতুলনীয়। এই হাসি যেন মনের ফ্রেম এমনিতেই গেথে যায়। সন্তান যেন বাবা মায়ের কাছে আল্লাহর দেয়া দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। আসুন আমরা এই সম্পদকে মানুষের মতো মানুষ করে এদের সুন্দর হাসিগুলোকে হৃদয়ে লালন করে সারাজীবন এই হাসিগুলোকে দেখে যাই।
চিত্রঃ ৪
বন্ধুরা, এই ছিলো আজকে আমার ছোট ছেলে আয়ান এর মিষ্টি হাসি নিয়ে লেখা আমার আজকের পোস্ট। আশা করি আপনি ও আপনার সন্তানের এরকম কিছু হাসি নিয়ে আমাদের মাঝে পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে অনেক সময় ব্যয় করে আমার পোস্টটি ভিজিট করার জন্য।
পোস্টের সাথে সম্পর্কিত যা যাঃ |
---|
ডিভাইস | Techo provoir 4 |
---|---|
ক্যামেরা | 13MQUAD |
ক্যামেরায় | @azizulmiah |
লোকেশন | মাদারীপুর |
খুবই সুন্দর একটি টপিকের উপর আপনি লিখেছেন ভাই। আর আপনি সত্যি বলেছেন সন্তানের হাসি মা-বাবার কাছে পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ। প্রতিটি মা-বাবাই সন্তানের মুখে হাসি দেখতে চায়। আপনার সন্তান আপনাকে অনেক বেশি ভালোবাসি বলেই বাড়ি থেকে আসার সময় হয়তো আপনাকে আসতে দিতে চায় না। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুনিয়ায় প্রতিটি মা-বাবার কাছে তার সন্তানের হাসি মূল্যবান। প্রতিটি মা-বাবায় চাই যেন তার সন্তানরা সবসময় হাসিখুশি থাকে। আজকে আপনি আপনার ছেলের হাসিমুখে থাকার একটি ছবি আপনার মোবাইলে বন্দী করে ফেলেছেন। অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই সুন্দর একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit