আমার আজকের পোস্ট || সময়ের গুরুত্বের সফলতা এবং ব্যর্থতাঃ

in hive-129948 •  2 years ago 
বিসমিল্লাহির রাহমানির রহীম।


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
বন্ধুরা আমার আজকের পোষ সফলতা এবং ব্যর্থতার দ্বিতীয় খন্ড। বন্ধুরা সময় সম্পর্কে আমরা সবাই সচেতন কিন্তু তারপর ও আমরা সময়ের সঠিক ব্যবহার করি না। কিন্তু সময়ের সঠিক ব্যবহার না করার কারণে আমরা অনেকেই জীবনে ব্যর্থ হই।
Orange and Pink Gradient Modern and Cool Instagram Post _1.jpg

সেদিন আমি লিখেছিলাম সময়ের গুরুত্ব নিয়ে সফলতা এবং ব্যর্থতা এর প্রথম খন্ড। আজ আমি আবার দ্বিতীয় খন্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমাদের দেশে সময়কে হয়তো সেভাবে মূল্যায়ন করা হয় না। কারণ আমরা এমন একটা জাতি যাদের কাছে কোন গুরুত্বই নাই।
এই জন্য আমরা আমাদের এই সময় নামক অতি মুল্যবান জিনিসটাকে অবহেলায় নষ্ট করে ফেলি।
যেমনঃ আমরা যখন চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া শুরু করি তখন শুধু ঘন্টার পর ঘন্টা সেই চায়ের দোকানেই কাটিয়ে দেই, আবার যখন টেলিভিশন এর সামনে বলেন বসি তখন সেখানে ও ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেই। আবার যখন কয়েক বন্ধু কোথাও আড্ডা দিতে বসি সেখানে ও ঘন্টার পর ঘন্টা আমরা আড্ডার মধ্যে কাটিয়ে দিচ্ছি।

কিন্তু এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা ফেলে রেখে এভাবে আমাদের মুল্যবান সময়কে অপচয় করে যাচ্ছি। এই সময়টাতে আমরা আড্ডা না দিয়ে ভালো একটা বই পড়তে পারি বা চায়ের দোকানে আড্ডা না দিয়ে বাড়িতে মা-বাবাকে কাজে সহায়তা করতে পারি। অথবা বাড়িতে কোন সব্জির গাছ কিংবা একটা ফলজ গাছ রোপণ করতে পারি।

অবশ্যই আমারা আমাদের জীবনে সময়কে গুরুত্ব দিয়ে সময়ের সদ্বব্যবহার করবো। পৃথিবীতে বড় বড় সফলতার দিকে তাকালেই আমরা দেখতে পাই বা জানতে পাই যে তাদের সফলতার মুলে রয়েছে সময় সময়ের সদ্ব্যবহার। সময়ের সদ্ব্যবহার করে আমরা যদি সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে সফলতা আসবেই ইনশাল্লাহ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8hpYQsVChctAgy2kS9mV6SZsMEvTo3JtHG1SaGTiVSZZvj1Cg7LApcJj7E7w6...xqohobR55AqvLPXjzPqinZxCCFYysfbwamCx1yYp3py1hevyBzxkMvXqSeLmVUJLnzYpDruY5pBwnAN3sJb5ntBM7ndcPvAMjSex58XEWXtasSNpzGQAySX6HL.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একদম ঠিক কথাই বলেছেন অনেকেই সময়ে সদ্ব্যবহার না করে জীবনে ব্যর্থ হয়েছে। সময়ের কাজ সময়ে করলে সফলতা পাওয়া যা।য় সমাজে বড় বড় সফলতার দিকে তাকালেই দেখতে পাওয়া যায় সময়ে সঠিক ব্যবহার। সময় নিয়ে খুবই ভালো একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।