আসসালামু আলাইকুম
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বন্ধুরা আজ আবার নতুন একটা পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আমাদের অতি পরিচিত সুস্বাদু এবং মজাদার এবং রসালো একটি ফলের পোস্ট। বন্ধুরা এতক্ষণে মনে হয় নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন আমার আজকের পোস্টটি কোন ফল নিয়ে হতে পারে। হ্যাঁ ঠিক ধরেছে আমার আজকের পোস্টটি হচ্ছে আমার অত্যন্ত প্রিয় একটি ফল আম নিয়ে। না আমি আজকে আম নিয়ে পোস্ট করলে ও আমের পরিচিত বা বিস্তারিত এখানে বর্ণনা করবো না। আজকে আমি শুধু আমার অফিসের সামনে যে আমগুলো বিক্রি হয় সেগুলো নিয়ে কিছু কথা বলব।
চিত্রঃ ১
বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের পোস্টটিঃ |
---|
আমি জানিনা কোন এলাকায় আমের দাম কেমন, তবে বরিশালের লঞ্চঘাটে আমার মনে হয় যে, আমের দাম তুলনামূলক অনেক কম। প্রতিদিন আমি অফিসে যাওয়া আসার পথে দেখি রাস্তার দু'পাশে সারি সারি ভ্যানে করে আম নিয়ে বিক্রেতারা দাঁড়িয়ে আছে। এবং এক এক বিক্রেতা হকারের মতো করে কাস্টমারকে আকৃষ্ট করার চেষ্টা করছে। মনে হয় এখানে আম নয় , এখানে গুলিস্তানের ফুটপাতে কেউ পোশাক বিক্রি করছে ।
চিত্রঃ ২
কেউ ডাকছে তিন কেজি ১০০ টাকা, কেউ ডাকছে পাঁচ কেজি ১০০ টাকা, কেউ ডাকছে ২ কেজি ১০০ টাকা, কেউ ডাকছে ৪ কেজি ১০০ টাকা। আমার দেখা মতে এখানে সর্বোচ্চ আমের কেজি হচ্ছে ৫0 টাকা। এবং আমগুলো ভ্যানের মাঝে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়, দেখলে মনে হবে এখানে বুঝি আমের মেলা বসেছে। কে কার থেকে বেশি সুন্দর করে আম সাজাবে তার প্রতিযোগিতা চলে। আপনারা আমার ছবিগুলো দেখলেই হয়তো বুঝতে পারবেন।
চিত্রঃ ৩
আজকে আমার এই পোস্টটি লেখার কারণ হচ্ছে যে আমার জীবনে আমি কখনো এভাবে আম বিক্রি করতে দেখিনি বা এত কম দামে আম বিক্রি করতে দেখিনি। এখানে মোটামুটি সব রকমের আম পাওয়া যায়। যেমন হিমসাগর, আমরুপালি, ল্যাংড়া, হাড়িভাঙ্গা, রাজশাহীর খিসসা আরো কয়েক জাতের আম। এই আম গুলো আমাদের দেশের বিভিন্ন বিভাগ থেকে ট্রাক নৌকা বা অন্যান্য যানযোগে বরিশালে আসে। চলবে.......
চিত্রঃ ৪
বন্ধুরা, বরিশালে আমের বাজার শিরোনামে আমার পোস্টটি হয়তো বা অনেক বড় হবে, এজন্য সম্পূর্ণ পোস্টটি একটি পর্বে না সাজিয়ে আমি আপনাদের সুবিধার জন্য কয়েকটি পর্বে সাজাবো ইনশাল্লাহ। পরবর্তী পর্বে আমি আপনাদের মাঝে আরও বিস্তারিত তুলে ধরব। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টটি ভিজিট করার জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। পরবর্তী পর্বের জন্য সবাই অপেক্ষায় থাকু। ভালো থাকবেন সবাই।
পোস্টের সাথে সম্পর্কিত যা যাঃ |
---|
ডিভাইস | Techo provoir 4 |
---|---|
ক্যামেরা | 13MQUAD |
ক্যামেরায় | @azizulmiah |
লোকেশন | বরিশাল। |
এখানে দেখছি আম বিক্রি নিয়ে ব্যাপক প্রতিযোগিতা। তাছাড়া আমগুলোর দামও বেশ সস্তাই মনে হল। ৩ কেজি ১০০ টাকা হলে তো দাম খুবই কম। আমগুলো কি খেতে ভালো কিনা সেটিই দেখার বিষয়। আমাদের এখানে আমের কেজি ৯০ টাকা থেকে শুরু উপরে তো আরো অনেক বেশি আর ওখানে মাত্র ৫০ টাকা জেনে অবাক হলাম। আপনার পোস্টটি পড়ে বরিশাল এলাকায় আমের দাম সম্পর্কে একটা ধারণা হলো। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই তো আপনাদের অফিসের সামনে দেখছি সারি সারি ভ্যানে করে আম বিক্রি করা হচ্ছে। এরকম জায়গা গুলোতে আমের দাম অনেক কম থাকে। আপনার ফটোগ্রাফিতে দেখতেই পাচ্ছি অনেক গুলো ভ্যানে করে আম বিক্রি করা হচ্ছে আলাদা আলাদা ভাবে। সবাই অনেক আলাদা আলাদা দামে এই আমগুলো বিক্রি করছে। যাইহোক ভালো লাগলো আপনার আজকের এই পোস্টটা। আশা করছি খুবই সুন্দর ভাবে পরবর্তীতে বিস্তারিতভাবে তুলে ধরবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit