ঈদ উল আযহা উপলক্ষে আমার আজকের পোস্ট // কবিতা-ঈদের খুশিঃ

in hive-129948 •  2 years ago 
আসসালামু আলাইকুম।

হ্যালো বন্ধুরা!


কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। ঈদুল আযহা শেষ করে আমরা আবার সবাই স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছি। ঈদুল আযহার দিন যদি ও আমাদের একটু পরিশ্রম হয়েছে কিন্তু ঈদ আনন্দ আমাদের সেই ক্লান্ত এবং পরিশ্রমকে মুছে দিয়েছে আশা করি। বন্ধুরা আমিও আপনাদের সকলের মতো ঈদের দিনের কষ্টকে ভুলে গিয়ে বাকি দিনগুলো খুব ভালোভাবে পার করেছি।

image.png

Copyright free image source:pixabay



যাই হোক বন্ধুরা আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যেহেতু মাত্র কয়েকদিন হল ঈদুল আযহা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, তাই আমার আজকের পোস্টটি ঈদুল আযহা কে নিয়েই এবং আজকের পোস্টটি সাজিয়েছি আমি একটি কবিতা দিয়ে, আমার কবিতার নাম হচ্ছে ঈদের খুশি।এই কবিতার মধ্যে আমি ফুটিয়ে তুলতে চেয়েছি ঈদে আমাদের সুখ দুঃখ এবং ঈদের দিন গুলোতে কাটানো কিছু মুহূর্তের বাস্তব বিষয়।

বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আজকের কবিতাটি-

কবিতার নাম-ঈদের খুশি

আজিজুল মিয়া(@azizulmiah)



সবার মাঝে সুখের জোয়ার
এলো খুশির ঈদ,
সেই খুশিতে সবাই মিলে
গাইছে সুখের গীত।।


মাংস খেলাম, পোলাউ খেলাম
আরও খেলাম সেমাই,
শশুর বাড়ি দাওয়াত খেলাম,
আমরা আদরের জামাই।।

এই ঈদে যেমন আছে খুশি
তেমন আছে প্যারা,
গাড়িতে উঠলেই ড্রাইভার বলে
বাড়িয়ে দেন ভাড়া।।

বেড়াতে যাবো সেখানে নাই
এতটুকু ও স্বস্তি,
পকেট খালি হয় যে শুধু
এ যেন ভিষণ অ-স্বস্তি।।

দু দিন পরে মাংস নিয়ে
ভিষণ হলো জ্বালা,
ভালো আর লাগে না মাংস
মনে হয় ডাল-ভাত ই ভালা।

তবু ও ভাই এই ঈদ আমাদের
সম্প্রতি আর সৌহার্দ্যের বন্ধন,
ভালোবাসার এক অভিন্ন প্রকাশ
একে অপরের হৃদয়ের স্পন্দন।।

চাই যে তবু সকলে আমরা
আসুক ঈদ বারে বারে,
আমাদের এই জীবনে জুড়ে
বয়ে দিতে খুশির বন্যা।।


বন্ধুরা এই ছিল আমার "ঈদের খুশি" নামক কবিতাটি। আশা করি সবার কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি ভালো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টটি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।

শিক্ষাঃ আসলে ঈদ আমাদের জীবনে প্রতি বছরই ঘুরে ঘুরে আসে। আর এই ঈদ আমাদের শিক্ষা দিয়ে যায় আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন কতটা মজবুত সে বিষয়ে। এই ঈদে আমরা একে অন্যের প্রতি অভিমান ভুলে গিয়ে একে অন্যের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। ঈদ আমাদের শিক্ষা দেয় যে ছোট বড় আমরা সকলেই সমান। ছোটদের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে ঈদ আমাদের দেয় এক নতুন পথের সন্ধান।


HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি আজিজুল মিয়াঁ, আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোট বেলা থেকেই কম-বেশি লেখা-লেখি করতাম। লেখা-লেখির পাশা-পাশি আমি ঘুরতে এবং খেলা-ধুলা করতে অনেক পছন্দ করি। সময় পেলেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হই। অতিরিক্ত কথা বলা এবং মিথ্যা কথা বলা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZqrzKdJTDj19NPENMLjUWvB8Xjks4ZJeRhMA1w1uNJiqUvFDj1Cxtp3GTJiYf...aGPFFSEfVeYAUjLVGhJxyRXT1AcMGYY1yujdtG4RN6Awmrg5FynsEPea9DjUQQTGxnm3UDJ8JVkN793aeRTXQNM87mUDkXuv6BpH8heyZxfiKxSvsxDtL6BACe.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaE82pVbSeSRDwGwmwS6ZeUQP9pFNrFLbT4VzSCda2gnv1GJ9WwWns32xTfSaY...BpX9Edn8Wydi9cHhsMusgC8fAWDsSPmRZSTNKodnki6hi9yMKwtdjNwgrTWtL371U7U4FvMXuaDxGP5inAsXCk7QrSn6tpBhdCUivAPXTHx53b6Ln3LSyqimA6.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFa6PCA5PqBjf3814AomaBNh1sjAhGurcrbXNutXLYaLc5W7C7iWHwYRZUdeG...WGm8395pPJ5ZzZK8THWPqVK9d2S1GubN3KFmMuzpzgMZ43oggvLaDWozrYcR8sK1sVEbDaVoizynf8Km678okenWWShswb5rkccJutNk4ECBVp4KiCGXwedruC.png







Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও দারুন লিখেছেন। আপনার ঈদের খুশি কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা লাইন খুব সুন্দর মিলিয়েছেন। কবিতার নামের সাথে মিলিয়ে প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে লিখেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

আমার ঈদের খুশি কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো।


This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

এই ঈদে যেমন আছে খুশি
তেমন আছে প্যারা,
গাড়িতে উঠলেই ড্রাইভার বলে
বাড়িয়ে দেন ভাড়া।

ভাই কবিতার মাঝে একদম বাস্তব সত্য কথাগুলো ছন্দের তালে তালে বলে গেলেন, যা পড়ে খুব ভালো লাগলো। সত্যি ভাই, ঈদ আসলে গাড়ির ড্রাইভার ভাড়া বাড়িয়ে দিয়ে আমাদের খুবই প্যারায় ফেলে দেয়। যা একপ্রকার হয়রানির শিকার বলা যেতে পারে। ভাই আপনার কবিতা লেখার দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। আপনার কবিতাটি পড় খুব মজা পেলাম, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ঈদের খুশি নিয়ে অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন পড়ে মনটা ভরে গেল। আপনার কবিতাটির প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। এরকম কবিতাগুলো লিখতে যেমন ভালো লাগে, তেমনি পড়তেও খুব পছন্দ করি আমি।

তবু ও ভাই এই ঈদ আমাদের
সম্প্রতি আর সৌহার্দ্যের বন্ধন,
ভালোবাসার এক অভিন্ন প্রকাশ
একে অপরের হৃদয়ের স্পন্দন।।

এই লাইনগুলো একটু বেশি ভালো লেগেছে পড়তে।

ধন্যবাদ আপু, আমার লেখা কবিতা আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো।

আসলে ঈদ মানেই হচ্ছে আনন্দ, খুশি। বছরে দুইটা ঈদ আমাদের মুসলিমদের, আর এই দুই ঈদে আমরা সবাই অনেক বেশি আনন্দ করে থাকি। আপনি সেই ঈদের খুশি নিয়ে আজকের কবিতাটা লিখে ফেললেন। ঈদের সময় সবাই একসাথে অনেক বেশি মজা করা হয়। আর সেই মুহূর্তটা অন্যান্য সব দিন থেকে একেবারে অন্যরকম হয়। খুব সুন্দর হয়েছে আপনার লেখা কবিতা।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।