আমার আজকের পোস্ট || পরিবার নিয়ে বানিজ্য মেলায় আনন্দময় মুহুর্তের কিছুক্ষণ (প্রথম খন্ড):

in hive-129948 •  last year  (edited)
বিসমিল্লাহির রাহমানির রহীম


আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা বেশ কয়েকদিন পরে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে উপস্থিত হলাম।

InFrame_1680370650751.jpg
বানিজ্য মেলায় আনন্দঘন মুহূর্তের কিছুক্ষণ।

বন্ধুরা ঘুরতে কার না ভালো লাগে বলেন? ঘুরতে সবারই ভালো লাগে। আর সেই ঘুরাটা যদি পরিবার নিয়ে কোন বানিজ্য মেলায় হয় তাহলে তো কথাই নাই। হা বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো পরিবার নিয়ে বানিজ্য মেলায় ঘুরার আনন্দময় কিছু মুহুর্তের কথা।

IMG_20230204_170943.jpg

চিত্রঃ ১


বন্ধুরা আমি বরিশাল থেকে প্রতি সপ্তাহে বাড়িতে আসি। আমার গ্রামের বাড়ি মাদারীপুর। মাদারীপুর শহরের মাদারীপুর স্টেডিয়ামে মাসব্যাপী বানিজ্য মেলা বসেছে। তো আমার ছেলে নিহান আমাকে বলে বাবা আমি বানিজ্য মেলায় যাব। আমি আর নিষেধ করতে পারি নাই, কারণ এটা খুব সামান্য একটা আবদার। আমি আর কোন কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলাম।
IMG_20230204_170906.jpg

চিত্রঃ ২


সেদিন ছিলো শুক্রবার। আমরা একটা অটোতে করে বিকাল ৩ টার দিকে রওনা হলাম। বানিজ্য মেলায় পৌঁছাতে পৌছাতে আমাদের চল্লিশ মিনিট সময় লেগে গেল মানে আমরা বিকাল ৩:৪৫ মিনিটে বানিজ্য মেলায় উপস্থিত হলাম। আমরা লোক ছিলাম মোট ৭ জন। প্রথমে আমরা কাউন্টারে গিয়ে সাতটি টিকিট কিনলাম প্রতিটি টিকিটের দাম ছিল ২০টাকা করে। টিকিট কিনে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার আগে আমার ছেলে নিহানের এক ডজন প্রশ্নের উত্তর দিলাম।

IMG_20230204_171017.jpg

চিত্রঃ ৩


তার প্রশ্ন বাবা এটা কি? বাবা ওটা কি.? যাই হোক ভিতরে প্রবেশ করতেই প্রথমেই ছিলো একটি কসমেটিকস এর স্টল। আমার ওয়াইফ প্রথমে কসমেটিকস এর স্টলে গিয়ে তার বানিজ্য মেলার যাত্রা শুরু করলো। কিন্তু আমার কোন কিছু কেনার তেমন একটা ইচ্ছে ছিলো না। আমি শুধু আমার গিন্নীর সাথে হাটতেছিলাম, দেখতেছিলাম এবং ছবি তুলতেছিলাম। কারণ আমার মেলায় আসার একটা উদ্দেশ্য ছিলো আমি আমার বাংলা ব্লগের বন্ধুদের সাথে আমার বানিজ্য মেলায় ঘুরার অভিজ্ঞতা শেয়ার করবো আর কি।

IMG_20230204_165114.jpg

চিত্রঃ ৪


যা-ই হোক আমি শুধু আমার ওয়াইফের সাথে না থেকে মাঝে মাঝে তার থেকে কিছুটা দূরে দূরে থেকে দেখতে লাগলাম এবং ছবি তুলতেছিলাম।এভাবে আমি আমার বানিজ্য মেলার আনন্দঘন মুহুর্তগুলো উপভোগ করতে লাগলাম। চলবে....

বন্ধুরা, আজকে আমি পরিবার নিয়ে বানিজ্য মেলায় কিছক্ষন এর প্রথম খন্ড আপনাদের মাঝে শেয়ার করলাম। ক্রমান্বয়ে কয়েকটি খন্ড আকারে আমি আমার পুরো বানিজ্য মেলায় ঘুরার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি সবার ভালো লাগবে।


পোস্টের সাথে সম্পর্কিত যা যাঃ
ডিভাইসTecho provoir 4
ক্যামেরা13MQUAD
ক্যামেরায়@azizulmiah
লোকেশনমাদারীপুর।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি আজিজুল মিয়াঁ, আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোট বেলা থেকেই কম-বেশি লেখা-লেখি করতাম। লেখা-লেখির পাশা-পাশি আমি ঘুরতে এবং খেলা-ধুলা করতে অনেক পছন্দ করি। সময় পেলেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হই। অতিরিক্ত কথা বলা এবং মিথ্যা কথা বলা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি আজকে আমাদের মাঝে পরিবার নিয়ে বানিজ্য মেলায় ঘুরতে এসে আনন্দময় মুহুর্তের কিছুক্ষণ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি আপনার ছেলের কথা না ফেলতে পেরে বাণিজ্য মেলায় ঘুরতে এসেছেন। ভাই প্রত্যেকটি বাণিজ্য মেলার টিকিট হয়তো নির্ধারণ করা হয়েছে ২০ টাকা করে। আমাদের এখানেও কুষ্টিয়াতে কিছুদিন আগে বাণিজ্য মেলা হলো ২০ টাকা করে টিকিট নিয়েছিল। আপনারা মোট সাতজন মিলে বাণিজ্য মেলা দেখতে গিয়েছিলেন বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে।

জি ভাই যান্ত্রিক জীবনে দূরে কোথাও যাওয়ার সময় পাওয়া যায় না, তাই বাড়ির কাছে ই বানিজ্য মেলায় সবাইকে নিয়ে ঘুরে আসা। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।

পরিবারের সকল সদস্যকে নিয়ে যেকোনো জায়গায় ঘুরতে গেলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আপনি তো দেখছি আপনার পরিবারের সকল সদস্যকে নিয়ে বাণিজ্যমেলায় ঘুরতে গিয়েছিলেন। দেখে বুঝতে পারছি সবাই মিলে বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছিলেন। আপনাদের মুহূর্তটা বেশ ভালোই কেটেছিল। আপনাদের কাটানো এত সুন্দর একটা মুহূর্তের পোস্ট পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।

আপু, পরিবারের সবাইকে নিয়ে একসাথে কোথাও ঘুরার মজাটাই অন্যরকম সেটা যে কোন জায়গায় ই হোক। ধন্যবাদ আপু সুন্দর একটি কমেন্টের জন্য।

কয়েকদিন আগে আমি আমার এক বড় ভাইকে নিয়ে বাণিজ্য মেলায় গিয়েছিলাম। যেকোনো জায়গায় পরিবারকে নিয়ে গেলে বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করা যায় এবং সবাই মিলে বেশ মজা করা যায়। আপনারা তো দেখছি সবাই মিলে গিয়েছেন। আপনাদের মনের অনুভূতিটা অন্যরকম ছিল দেখে বুঝতে পারছি। ফটোগ্রাফি গুলো ও বেশ ভালো ছিল।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কমেন্টের করে আমাকে উৎসাহিত করার জন্য।

দেখেই বোঝা যাচ্ছে মাদারীপুরের বাণিজ্য মেলায় খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার মত আনন্দের জিনিস হয়তোবা কোথাও নেই নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। ‌ আর সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে সে তো প্রশ্ন করতে করতে একদম অতিষ্ঠ করে ফেলে হাহাহা। আসলে তাদের এই প্রশ্নটা স্বাভাবিক তারাও এখন নতুন নতুন জিনিসের সঙ্গে পরিচিত হচ্ছে। ভালো লাগলো আপনাদের এই সুন্দর মুহূর্তটা দেখে।

বাণিজ্য মেলাতে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছেন। আসলে পরিবারের সকলকে নিয়ে বাণিজ্য মেলাতে ভ্রমণের মুহূর্তে তো অসাধারণ। আপনার এ ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে খুব ভালো লাগলো।