বিসমিল্লাহির রাহমানির রহীম। আসসালামু আলাইকুম, ওয়ারাহমাতুল্লাহী ওয়াবারাকাতুহু। |
---|
কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আমি ও ভালো আছি আলহামদুলিল্লাহ।
তারিখঃ
১১ই পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ
২৬শে ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ
৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৪পোস্ট ক্যাটাগরিঃ আবৃতি ।
পোস্টের শিরোনামঃ ঘরণী কবিতার আবৃতি।
আজ আমি আপনাদের মাঝে ঘরণী কবিতাটির আবৃতি করে শোনাব। আমি ছোট বেলা থেকেই কবিতা লিখতাম এবং বন্ধুদের মাঝে আবৃতি করে শোনাতাম। কিন্তু কোন দিন কোন সোস্যাল মিডিয়ায় শেয়ার করা হয়নি। কিন্তু আজকে সুযোগ পেয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে সকলের মাঝে শেয়ার করলাম।
চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক আমার আজকের কবিতাটির আবৃতি- |
---|
ইমেজটি ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।
কবিতার নাম | মুল লেখক |
---|---|
ঘরণী | আজিজুল মিয়া |
আবৃতিকার | আবৃতির প্রকাশ মাধ্যম |
---|---|
আজিজুল মিয়া | আমার বাংলা ব্লগ |
আজিজুল মিয়া@azizulmiah
আমার ঘরনী,
আমার ঘরের সুখে দুঃখে
জড়িয়ে আছো তুমি।।
ঘরটিকে তুমি আপন মনে
আগলে রাখো সারাক্ষণ,
হোক না সেটা নিজের কিংবা
অন্যের গড়া ভবন।।
অজানা আর অচেনা আমাকে
করেছ তুমি আপন,
ক্ষনিকের একটু বোঝা পড়ায়
দিয়ে দাও তোমার মন।।
দেখনি তুমি আমার বাড়ি
দালান-কোটা না ছাউনি,
বাবা-মাকে বিশ্বাস করেই
পড়েছ বিয়ের শাড়ি।।
এসে দেখলে ঘরটি আমার
ভেন্না পাতার ছাউনি,
একটু খানি বৃষ্টি হলেই
গড়িয়ে পড়ছে পানি।।
তারপর ও তুমি যাওনি ছেড়ে
আমার মায়ায় পড়ে,
জীবন গড়ার স্বপ্ন বুনেছ
আমার ভাঙ্গা ঘরে।।
ভালবাসায় আপন করে তুমি
অচেনাকে করেছ আপন,
সুখ-দুঃখকে মেনে নিয়ে তুমি
গড়েছ সুখের ভূবন।।
ভাঙ্গা ঘরকে গড়তেই তুমি
ছেড়েছ রক্তের বন্ধন,
স্বর্গের ছোঁয়ায় ভরিয়ে তুলেছ
অচেনা দুটি জীবন।।
আজ ঘরের প্রতিটি কোণে
তোমার সৃষ্টির ছোঁয়া,
গর্বে আমার বুক ভরে যায়
এ যেন স্বর্গ পাওয়া।।
থাকলে পাশে তুমি আমার
চাইনা এই ধরণী,
তুমি আমার এই জীবনের
দুঃখ সুখের ঘরণী।
আপনিতো অনেক ভালো কবিতা আবৃতি করতে পারেন। সত্যিই অনেক চমৎকার হয়েছে। সেই সাথে কবিতার লাইনগুলো অনেক চমৎকার ছিল, হৃদয় ছুঁয়ে গেল। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতা আবৃত্তির কন্ঠ খুব ভালো লাগলো আমার কাছে। খুব চমৎকার আবৃত্তি করেন আপনি। এই কবিতাটি আগে কখনো শোনা হয়নি। আপনার কাছ থেকে এত সুন্দর আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এবং আশা করি আরো সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit