আসসালামু আলাইকুম।
হ্যালো প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা!
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজকে আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকেআমি আমার পোস্টে কিছুটা ভিন্নতা আনার চেষ্টা করলাম, তারই সুবাদে আজকে একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করবো আপনাদের মাঝে। ছোট বেলায় আমরা বা আপনারার বিভিন্ন জিনিস যেমন রশি/সুতলি/কাচা পাট ছুলে গাছের সাথে ঝুলিয়ে তার সাথে কাঠের ফিড়ি বা তক্তা বসিয়ে তারপর ঝুলনি বা ঝল্লই বা দোলনা বানিয়ে তাতে দোল খেতাম।
ভিডিওটির ইউটিউব লিংক
বর্তমান সময় দোলনা অনেক আধুনিকায়ন হলে কিছু কিছু সময় এখনো সেই আগেরকার কিছু দোলনার ব্যবহার দেখা যায়। এইতো সেদিন বাড়িতে গিয়ে দেখি আমার দুই ভাতিজি ও আমার ছেলে প্লাস্টিকের রশি দিয়ে আম গাছের সাথে ঝুলিয়ে দোলনা বানিয়ে তাতে দোল খাচ্ছে।
এই দৃশ্য দেখার পরে আমি আমার স্মার্ট ফোনে ক্যামেরা বন্দী করে একটা ভিডিও করলাম আমার বাংলা ব্লগে শেয়ার করার জন্য। আর তা থেকেই আমার আজকের এই পোস্ট। আশা করি সবার কাছেই ভালো লাগবে। ছোট্ট বেলার এই আনন্দগুলো যে কতো মধুর ছিলো তা শুধু এই এই সময়গুলো যারা অতিবাহিত করেছেন তারাই বলতে পারবেন। আমার এই পোস্টের মাধ্যমে কেউ যদি তাদের পুরনো স্মৃতিকে মনে করতে পারেন তাহলেই আমার স্বার্থকতা।
বন্ধুরা পোস্ট শিরোনাম এর সাথে মিল রেখে আজকের এই পোস্টটি শেয়ার করলাম। আশা করি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সুন্দর কিছু মন্তব্য করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।