পোস্ট শিরোনাম || স্বরচিত একটি কবিতা -প্রতিদ্বন্দ্বী

in hive-129948 •  4 months ago 

হ্যালো বন্ধুরা!


প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।

বন্ধুরা, আজ আমার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। বন্ধুরা আজকে আমি আপনাদের মধ্যে আমার নিজের লেখা একটা কবিতা শেয়ার করবো ইনশাআল্লাহ। বন্ধুরা কবিতা যে শুধু একটা কবিতা তাই নয়। এই কবিতার মধ্যে অন্তর্নিহিত থাকে কিছু অব্যক্ত ভাষা, যা মানুষের বা কোন কিছুর বহিঃ প্রকাশ ঘটিয়ে থাকেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সব সময় কারণে-অকারণে অন্যকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবেন কিন্তু যাকে তিনি তার প্রতিদ্বন্দ্বী ভাবেন তিনি কখনোই তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেনা।

1.png

ইমেজটি ক্যানভা দিয়ে বানানো হয়েছে।

বন্ধুরা উপরের লেখাটা পড়ে অবশ্যই বুঝতে পারছেন যে আমার কবিতার শিরোনাম কি হতে পারে। হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজ আমি আমার কবিতার শিরোনাম দিয়েছি প্রতিদ্বন্দ্বী

চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক আমার আজকের কবিতাটি:

কবিতা শিরোনাম-প্রতিদ্বন্দ্বী

লেখকঃ আজিজুল মিয়া

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn99njcohq4r9LUHc.png

সৃষ্টির সেরা জীব হিসেবে
মানুষ আমি এই ভুবনে,
প্রতিদ্বন্দ্বীতা থাকবে আমার
কোন না কোন মানুষের সনে।


কোন কাজের ক্ষেত্রে যদি
না থাকে কোন প্রতিদ্বন্দী,
সেই কাজে নেই কোন আনন্দ
তাই বলে কি ধরে নেব আমি
সবাই আমার প্রতিদ্বন্দী?

যখনই আমি ভেবে নেব
সবাই আমার প্রতিদ্বন্দী
তখনই আমি হয়ে যাব
কারো না কারো কাছে বন্দী।

প্রতিদ্বন্দ্বী থাকতেই পারে
তবে সেটা সর্বক্ষেত্রে নয়
সঠিক প্রতিদ্বন্দ্বি নির্বাচনে
সর্বক্ষেত্রেই আসে জয়।

ভুল প্রতিদ্বন্দ্বী নির্বাচন করে যদি
তার পিছনে লেগে পড়ি।
জীবন তবেই বিনষ্ট হবে
পিছনেই রইবে পড়ি।

বন্ধুরা আমার কবিতার মর্ম কথা হচ্ছে জীবনের সব ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বী থাকবে কিন্তু সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবাটা কখনোই ঠিক নয়। এই মনোভাব আমাদের প্রত্যেকেরই পরিহার করা উচিৎ। আশা করছি সবাই আমার পোস্টটি ভিজিট করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFa6PCA5PqBjf3814AomaBNh1sjAhGurcrbXNutXLYaLc5W7C7iWHwYRZUdeG...WGm8395pPJ5ZzZK8THWPqVK9d2S1GubN3KFmMuzpzgMZ43oggvLaDWozrYcR8sK1sVEbDaVoizynf8Km678okenWWShswb5rkccJutNk4ECBVp4KiCGXwedruC.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNuhEE9UjVmCkpyaaHagLcRLT3ThkZBrL4j7smWPcjq9AwbXcT6irgk7yfC6FeHAn7g8Zt4bmwU.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিদ্বন্দ্বী নিয়ে দারুন কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার মাধ্যমে খুবই সুন্দরভাবে আপনার মনের ভাব প্রকাশ করেছেন। সত্যি আমরা যদি ভুল প্রতিদ্বন্দ্বী নির্বাচন করি তাহলে আমাদের জীবনটাই নষ্ট হবে। আমাদের সব সময় সবকিছু বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। ধন্যবাদ ভাইয়া ‌।

ভুল প্রতিদ্বন্দ্বী নির্বাচন করে যদি
তার পিছনে লেগে পড়ি।
জীবন তবেই বিনষ্ট হবে
পিছনেই রইবে পড়ি।

হ্যাঁ আমি এই কথা সঙ্গে একমত। আপনার কবিতাটি খুবই বাস্তবিক ভালো লাগলো কবিতাটি পড়ে।

কোন কাজের মধ্যে যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে সেই কাজের মধ্যে কোন আনন্দ থাকে না। প্রতিদ্বন্দ্বী নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

দারুণ একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবাটা একেবারেই ঠিক না। কারণ সবাই আমাদের প্রতিদ্বন্দ্বী না,বরং অনেকে আমাদের সহযোগীও হতে পারে। কিন্তু আমরা অনেক সময় প্রতিদ্বন্দ্বী ভেবে ভুল করে ফেলি। তাই সঠিক প্রতিদ্বন্দ্বী নির্বাচন করাটা খুবই জরুরী। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই, সুন্দর একটি মন্তব্য করার জন্য।