বিসমিল্লাহির রাহমানির রহিম |
---|
প্রত্যেকটি মানুষের জীবনে কিছু ব্যতিক্রমধর্মী ইচ্ছা থাকে, আমার মনেও তেমন একটি ইচ্ছা জাগলো, ইচ্ছাটি হলো আমি প্রায়ই ইউটিউবে দেখতাম মানুষ ছোট ছোট বস্তায় করে বিভিন্ন সবজি গাছ বা ফুল ফলের গাছ রোপন করে, তো এগুলো দেখে আমারও ইচ্ছা হলো যে আমি আমি ও এমন কিছু করব, সেই ইচ্ছা থেকে অনুপ্রেরণা নিয়ে আমি আমার বাড়িতে কয়েকটি বস্তায় ছাড় বানালাম, যার মানে হচ্ছে গাছ লাগানোর জন্য প্রস্তুতকৃত জায়গা বা স্থান।
চিত্রঃ ঢ়েড়শ গাছ।
স্থান ভেদে এর নামের ভিন্নতা থাকতে পারে। যাইহোক প্রথমে আমি ছয়টি প্লাস্টিকের বস্তা ক্রয় করি, তারপর আমি সেই বস্তায় বিভিন্ন জৈব সার, রাসায়নিক সার এবং উচ্ছিষ্ট তরকারির খোসা বা আবর্জনা মিলিয়ে কিছুদিন খোলা আকাশের নিচে রেখে দেই, তারপর সেগুলো পচে সবকিছু একত্রিত হয়ে যাওয়ার পর সেটিকে আমি সবজি রোপনের উপযুক্ত হিসেবে ধরে নেই।
ওই ঝাড়ে আমি প্রথমে কিছু শসা গাছ রোপন করি, শশা গাছ গুলো মোটামুটি ভালই হয়ে উঠছিল এবং শশাও ধরা শুরু করেছিল, সে সময় গাছ সামান্য কিছু লাল হয়ে গিয়েছিল, গাছগুলো লাল হয়ে যাওয়ার কারণে আমি গাছগুলোতে কিছু পরিমাণ সার ব্যবহার করি, কিন্তু পরিমাপের তুলনায় সার কিছুটা বেশি হয়ে যাওয়ায় গাছগুলো মরে যায়, যার কারনে আমার শসা গাছের প্রজেক্টটা বাতিল হয়ে যায়।
চিত্রঃ গাছে ঢ়েড়শ আসা অবস্থায়।
পরবর্তীতে আমি সেখানে কিছু চিচিঙ্গা বা রেহা এবং ঢেঁড়স গাছ লাগাই। এই গাছগুলো মোটামুটি ভাবে ভালোই বেডে ওঠে, কিন্তু অতটা ভালো হয় না কারণ বাড়িতে গাছগুলোকে যত্ন নেওয়ার মতো তেমন কেউ নাই, আমি প্রতি সপ্তাহে বরিশাল থেকে গিয়ে যতটুকু সেবা যত্ন করি তাই কিন্তু সেটা গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠার জন্য যথেষ্ট নয়। তারপরেও আমার বস্তায় রোপন করা চিচিঙ্গা এবং ঢেড়শ গাছে মোটামুটি ঢেঁড়স এবং চিচিঙ্গা ধরেছে। চিচিঙ্গার যে মাচাটি দেখতে পাচ্ছেন মাটিতে পড়ে গেছে, এটি ঘূর্ণিঝড়
রেমালের কারণে পড়েছে, অলসতা করে আর উঠানো হয়নি।
চিত্রঃ চিচিঙ্গা আসা অবস্থায়।
এবারের বস্তায় রোপন করা গাছের থেকে যে সবজি আমি পেয়েছি তা থেকে অনুপ্রাণিত হয়ে আগামীতে আরও অধিক পরিমাণে সবজি এবং অন্যান্য ফল বস্তায় এরকম করবো। বন্ধুরা আজ আমি আমার রোপন করা সবজির কয়েকটা ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি সবার কাছে ভালো লাগবে।
চিত্রঃ বস্তায় চিচিঙ্গা গাছ।
বন্ধুরা এই ছিল আমার বস্তায় সবজি রোপনের বিস্তারিত, আশা করি সবাই আমার পোস্টটি পড়বেন এবং পজেটিভ কিছু মন্তব্য করে আগামীতে এসব কাজে আমাকে উৎসাহিত করে তুলবেন, যাতে করে আমি আরো ব্যতিক্রমী কিছু পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে।
পোস্টের সাথে সম্পর্কিত যা যাঃ |
---|
ডিভাইস | Techo provoir 4 |
---|---|
ক্যামেরা | 13MQUAD |
ক্যামেরায় | @azizulmiah |
লোকেশন | মাদারীপুর |