আমার আজকের পোস্ট || অতপরঃ ঈদ উদযাপনঃ

in hive-129948 •  2 years ago  (edited)

আজ - রবিবার


১০ই বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ
৩রা শাওয়াল ১৪৪৪ হিজরি।


ঈদ মোবারক


আসসালামু আলাইকুম।


InFrame_1682231172855.jpg

সবগুলো চিত্রের সম্মিলিত রুপঃ


বন্ধুরা কেমন আছেন সবাই? বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
IMG_20230422_165115.jpg

চিত্রঃ ১


বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। বিগত একমাস সিয়াম সাধনার পরে গতকালকেই আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করলাম। আর ঈদের দিনের কিছু কার্যাবলি এবং ঘুরাঘুরি আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আমার আজকের পোস্ট।

IMG_20230422_163333_855.jpg

চিত্রঃ ২


বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাকঃ

আসলে আমার মনে হয় আমরা যারা বড় বা গার্ডিয়ান আছি তাদের ঈদ, ঈদের নামাজ পর্যন্ত সীমাবদ্ধ। কারণ এমন একটা সময় ছিলো যখন আমরা সমবয়সী সবাই মিলে একসাথে প্রতিবেশীদের বাড়ি অথবা আত্নীয় স্বজনদের বাড়ি বাড়ি গিয়ে ঈদের সেমাই, শিন্নী, পিঠা, এবং আরও অনেক ঈদের খাবার খেতাম। কিন্তু এখন আর সেই সময় বা ইচ্ছা কোনটাই নাই। কারণ আমরা এখন বড় হয়েছি বা বাবা হয়েছি।আমরা এখন চিন্তা করি আমাদের সন্তানেরা কিভাবে খুশি মতো ঈদ উদযাপন করবে। তাদেরকে কিভাবে খুশি রাখা যায়।

IMG_20230422_165056.jpg

চিত্রঃ ৩


তারপর ছেলে মেয়েদের খুশির জন্য বা তাদের অনুরোধে অনেক কিছুই করতে হয়। যাই হোক আমি নামাজ পড়তে যাওয়ার আগে হালকা কিছু মিষ্টান্ন খেলাম তারপর নামায পড়ে এসে আবার কিছু মিষ্টান্ন এবং নুডলস সাথে ঝাল জাতীয় আরও কিছু খেলাম। এরপর আর কোথাও বের হয়নি, সারাদিন বাসায় থাকার পরে বিকালে সবাইকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। বেশি দূরে না, আমাদের বাড়ির পাশ দিয়েই আড়িয়াল খাঁ নদী বয়ে গেছে, সেই নদীর পাড়ে বিশাল চর জাগছে।

IMG_20230422_165538_831.jpg

চিত্রঃ ৪


সেখানে গিয়ে আমার পরিবার এবং আমার মেঝ ভাবি, ভাতিজা এবং ভাতিজিদের নিয়ে একটু সময় কাটালাম। বেশ ভালোই লাগলো। যেহেতু নদীর পাড়ে গিয়েছিলাম আমরা একটু পানিতে ও নামলাম। প্রায় ১ঘন্টার মতো আমরা নদীর পাড়ে ঘুরলাম এবং কয়েকটি ছবি তুললাম, অনেক সুন্দর ছিলো আবহাওয়াটা ছিল চমৎকার। ঘুরা শেষ হলে তারপর আমার দুই কাকির বাড়ি হয়ে আমাদের বাড়িতে চলে আসলাম। একটু আগেই আসলাম কারণ আমাদের সাথে আমার পাঁচ মাস বয়সের ছেলে ছিল। এভাবেই আমি বা আমরা আমাদের ঈদের দিনটি উদযাপন করলাম। বিকেলটা ভালোই কেটেছে।

IMG_20230422_165711_387.jpg

চিত্রঃ ৫


বন্ধুরা আপনারা ও আপনাদের ঈদ উদযাপনের মুহূর্ত গুলো শেয়ার করে আমাদেরকে জানালে আমরা ও আপনার ঈদ উদযাপনের সঙ্গী হবো ইনশাআল্লাহ। ধন্যবাদ বন্ধুরা আপনাদের মুল্যবান সময় নষ্ট করে আমার পোস্টটি পড়ার জন্য।


পোস্টের সাথে সম্পর্কিত যা যাঃ
ডিভাইসTecho provoir 4
ক্যামেরা13MQUAD
ক্যামেরায়@azizulmiah
লোকেশনমাদারীপুর

আমি আজিজুল মিয়াঁ, আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোট বেলা থেকেই কম-বেশি লেখা-লেখি করতাম। লেখা-লেখির পাশা-পাশি আমি ঘুরতে এবং খেলা-ধুলা করতে অনেক পছন্দ করি। সময় পেলেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হই। অতিরিক্ত কথা বলা এবং মিথ্যা কথা বলা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি।


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8hpYQsVChctAgy2kS9mV6SZsMEvTo3JtHG1SaGTiVSZZvj1Cg7LApcJj7E7w6...xqohobR55AqvLPXjzPqinZxCCFYysfbwamCx1yYp3py1hevyBzxkMvXqSeLmVUJLnzYpDruY5pBwnAN3sJb5ntBM7ndcPvAMjSex58XEWXtasSNpzGQAySX6HL.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাদের ঈদ উদযাপনের মুহূর্তগুলো দেখে ভালো লাগলো। খুব সুন্দর সময় কাটিয়েছেন। আপনাদের বাড়ির পাশ দিয়ে আড়িয়াল খাঁ নদী থাকার কারণে প্রকৃতির মাঝে খুব সুন্দর কিছু সময় কাটিয়েছেন। আপনাদের সবার ছবিগুলো দেখে ভালো লাগলো। বাচ্চারা সবাই নিশ্চয়ই খুব আনন্দে কাটিয়েছে সময়গুলো। মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

সত্যি আপু নদীর পাড়ে বিকালবেলা ঘুরতে অনেক মজা। পড়ন্ত বিকেলে যখন সূর্যের আলো থাকেনা তখন সেখানে ঘুরতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ঈদ উপলক্ষে বাচ্চাদের সাথে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছেন দেখছি। খুবই ভালো লাগলো আপনার ঈদ উৎসবের সুন্দর আনন্দঘন মুহূর্তের পোস্ট দেখে। প্রত্যেকটা দিন যেন এমন সুন্দর আনন্দঘন মুহূর্ত হয় সেই দোয়া রইল।