আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রাহমানির রহীম।
হ্যালো বন্ধুরা!
চিত্রঃ স্ক্রিন শর্ট-১
বন্ধুরা নাটকটি আমি আজকে রাত্রেই দেখলাম। প্রথমে নাটকটি ইউটিউব কনটেন্ট দেখলাম। কনটেন্ট দেখে ভালো লাগলো তাই পুরো নাটকটি দেখলাম। নাটকটি একটি রোমান্টিক নাটক। আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে । চলুন তাহলে শুরু করা যাক নাটকটির রিভিউঃ
চিত্রঃ স্ক্রিন শর্ট-২
নাটকটির বিস্তারিতঃ |
---|
নাটকের নাম | এসো হাত বাড়াও |
---|
অভিনয়ে | জিয়াউল হক অপুর্ব, তানজিম সাইয়ারা ততিনী, আনন্দ খালেক, আজাদ রহমান, আফরোজা মিমি, মাসুম রেজওয়ান। |
---|
পরিচালক | মোঃ মেহেদী হাসান রনি |
---|
প্রকাশকাল | ২৬শে মার্চ ২০২৩ইং |
---|
ব্যপ্তিকাল | ৫৭ মিনিট ৫৯ সেকেন্ড |
---|
প্রকাশ মাধ্যম | ইউটিউব |
---|
রিভিউ সংক্ষেপঃ |
---|
চিত্রঃ স্ক্রিন শর্ট-৩
এরপর সিয়াম সুস্থ হয়ে গেলে ও ডাক্তার তাকে রিলিজ দিলে সে হাসপাতাল ত্যাগ করতে চায়না। তখন সিয়ামের দুই বন্ধু সিয়াম কে জোর করে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসে। একসময় সিয়াম হাসপাতালে নার্সে নিরার প্রেমে পড়ে যায়। এরপর সিয়াম কারণে অকারণে সামান্য কিছু হলেই হাসপাতালে চলে যায় নার্স নিরার সাথে দেখা করার অজুহাতে।
চিত্রঃ স্ক্রিন শর্ট-৪
এমনকি তার বন্ধুদেরকে ও বিভিন্ন অজুহাতে হাসপাতালে নিয়ে যেতে চায়। এরপর একদিন সিয়াম নিরার সাথে দেখা করার জন্য হাসপাতালে যায়। কিন্তু গিয়ে দেখে নিরা আর হাসপাতালে নাই, নিরার সহপাঠীর কাছে জিজ্ঞেস করে জানতে পারে যে নিরা চাকরি ছেড়ে একবারে চলে গেছে। এরপর সিয়াম নীরা বাসার ঠিকানা চায়।কিন্তু নিরার সহপাঠী সিয়ামকে ঠিকানা দিতে অস্বীকৃতি জানায়। অনেক কষ্টের সিয়াম মীরার বাড়ি ঠিকানা নেয়।
চিত্রঃ স্ক্রিন শর্ট-৫
নীরার বাড়িতে গিয়ে সিয়াম দেখতে পায় নিরার আর এংগেজমেন্ট এর অনুষ্ঠান হচ্ছে। সেদিন নীরার বাবা আমার সাথে পরিচিত হয়ে সিয়াম বাড়িতে চলে আসে এবং একথাও জেনে আসে যে একমাস নিরার বিয়ের অনুষ্ঠান হবে।
চিত্রঃ স্ক্রিন শর্ট-৬
তখন সিয়াম ভাবে একমাস যেহেতু সময় আছে সেও তো কিছু একটা করা যাবে, তার ভাবনা মত সে নিরার সাথে যোগাযোগ চালিয়ে যায়। এরই মধ্যে নিরা ও সিয়ামকে ভালোবেসে ফেলে এবং একদিন নিরা সিয়াম এর সাথে দেখা করে তার ভালোলাগার বিষয়টি সিয়াম কে জানায়, কিন্তু নিরা সিয়ামকে বলে আসে যে এই মুহূর্তে আর তার কিছু করার নেই।
চিত্রঃ স্ক্রিন শর্ট-৭
এরপর যথারীতি বিয়ের দিন সকালে সিয়াম নিরার বাড়িতে যায়, সিয়াম কে দেখে নীরার হবু বর লোক পাঠিয়েছি আমি কে মারধর করে, বিষয়টি নীরার কানে গেলে নীরা উত্তেজিত হয়ে সিয়ামকে মারার কারণ জানতে চায়, কিন্তু নীরার হবু বর কোন সদ্বউত্তর পারেনা। সদ্বউত্তর না পেয়ে নিরা রাগ হয়ে বিয়ের আসর থেকে সিয়াম এর কাছে হাসপাতালে চলে আসে।
চিত্রঃ স্ক্রিন শর্ট-৮
নাটকটির ইউটিউব লিংক
আপনার এসো হাত বাড়াও নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগল। সত্যি নীরা সিয়ামের সাথে পালিয়ে গিয়ে ঠিক করেছে।আমি নাটকটি পড়ে যতটা বুঝতে পারলাম নীরার হবু বর মোটেও ভালো ছিল না। যাইহোক অবশেষে নীরা ও সিয়াম দুজনে এক হতে পেরেছে জেনে অনেক ভালো লাগল। আপনাকে অনেক ধন্যবাদ নাটকটা রিভিউ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রোমান্টিক অনেক সুন্দর একটি নাটক, চাইলে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার আজকের এই নাটকের রিভিউ পোস্ট পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট করেছেন আপনি। অপূর্বের এরকম নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। অপূর্বের অভিনয় একটু বেশি সুন্দর হয়। সম্পূর্ণ নাটকটির রিভিউ শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে করেছেন আপনি। আপনার আজকের নাটকের রিভিউ টা জাস্ট অসাধারণ ছিল বলতে হচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অপুর্ব এর রোমান্টিক নাটকগুলো অনেক ভালো লাগে। এই নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit