আসসালামু আলাইকুম
বিসমিল্লাহির রহমানির রহিম।
আমার স্মার্ট ফোনের ব্যবহারে শুধু যে আমারই একার ক্ষতি হচ্ছে সেটাই না, আমার স্মার্ট ফোন ব্যবহার করার কারণে আমার আশেপাশের অনেকেই এই স্মার্ট ফোনের প্রতি ঝুকে পড়েছে। বিশেষ করে আমার ঘরের লোকজন কিন্তু সেটা আমার ভালো কাজে ফোন ব্যবহার করার কারনে না, সেটা হচ্ছে আমি যখন উচ্চস্বরে ভিডিও দেখি বা গান শুনি তখন আমার সন্তানেরা বা আমার ভাতিজা বা ভাতিজি আমার ফোনের শোনা গানের বা অন্য যে কোন উচ্চ শব্দের কারণে স্মার্ট ফোনের প্রতি ঝুকে পড়েছে। এতে করে স্মার্ট ফোনের আলোর রশ্নিতে শিশুরা প্রথমত তাদের চোখের সস্যায় পতিত হচ্ছে এরপর তাদের এগুলো তাদের ব্রেইনে আঘাত করে তাদের ব্রেইনকে ড্যামেজ করে দিচ্ছে। শুধু তাই নয় আমাদের স্মার্ট ফোন ব্যবহারের কারণে আমরা আমাদের শিশুদের নিজেরাই একটা বিপদে ফেলে দিচ্ছি, যেমন শিশুরা একটু কান্নাকাটি করলেই আমরা তাদের সামনে স্মার্ট দিয়ে তাদের কান্না থামানোর চেষ্টা করছি অথবা আমরা কোন একটা কাজ করবো কিন্তু শিশু কান্না করছে, এমতাবস্থায় আমরা তাদের সামনে স্মার্ট ফোন দিয়ে দিব্যি কাজ করে যাচ্ছি এবং মনে মনে নিজেকে অনেক রিলাক্স ভাবছি, মনে করছি আজ স্মার্ট ফোন থাকার কারণে আমি আমার সন্তানের বিরক্ত থেকে মুক্ত হয়ে এই কাজটি করতে পারলাম। কিন্তু আমি এটা চিন্তা করতে পারলাম না যে আমার এতটুকু রিলাক্স থাকার কারণে শিশুটির কতো বড় ক্ষতি করে ফেললাম। সুতরাং আমাদের স্মার্ট ফোন শুধু যে আমারই একার ক্ষতি করছে এমনটি ভাবা মোটেও ঠিক না। আমি আমার স্মার্ট ফোন ব্যবহার করার কারণে বিভিন্ন উপায় আমার শিশুদের ও ক্ষতি করছি। সুতরাং আমরা যারা স্মার্ট ফোন ব্যবহার করছি তারা সব সময় একটু সতর্ক থেকেই ব্যবহার করবো যাতে করে আমার স্মার্ট ফোনের ব্যবহারে আমার শিশুর উপর কোন প্রভাব না পড়ে। চলবে...