আসসালামু আলাইকুম ।
হাই বন্ধুরা! আমি আজিজুল মিয়া@azizulmiah
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভাল আছেন।
আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ ।
যাই হোক আমি আজকে একটি রিভিউ পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। আমি দেখেছি আমার বাংলা ব্লগে রিভিউ পোস্ট খুব একটা হয় না। আমি আগেই বলেছি আমি বরিশালে একা থাকি। আমার ফ্যামিলি বাড়িতে থাকে। একা একা বাসায় থাকতে একটু বোরিং ই লাগে। যদি একটু হালকা উচ্চস্বরে গান বা কোরআন তেলাওয়াত বা অন্য কিছু শোনা যায় তাহলে হয়তো মনটা ভালো লাগে। এই ভাবনা থেকে একটি MP3 ব্লুটুথ স্পিকার কেনার চিন্তা মাথায় আসে।
ইমেজ নাম্বার: এক
যে চিন্তা, সেই কাজ, বাস! অনলাইনে বিভিন্ন সাইট গুলো ভিজিট করা শুরু করলাম। অনলাইন মার্কেটপ্লেসে অনেক ব্লুটুথ দেখতে পাই কিন্তু এগুলো দেখতে সুন্দর না এবং একটু বড় আকারের যা আমার পছন্দ না। অনেক খোঁজাখুঁজির পর Daraz এ ছোট আকারের JBL MP3 ব্লুটুথ স্পিকারটা আমার পছন্দ হলো। পছন্দ হওয়ার পর বিভিন্ন ক্রেতাদের রিভিউ দেখা শুরু করলাম। দেখলাম প্রায় ৯০% পারসেন্ট রিভিউ পজেটিভ।
ইমেজ নাম্বার: দুই
এরপর ব্লুটুথ স্পিকারটি দাম দেখতে শুরু করলাম। স্পিকারটির দাম হচ্ছে ৩৫০ টাকা, সাথে ডেলিভারি চার্জ ৪৯ টাকা। সব মিলিয়ে ৪০০ টাকা খরচ পড়বে। এরপর অনলাইনে এর দামটা ও যাচাই করলাম, দেখলাম এই দামের মধ্যে এর চেয়ে ভালো ব্লুটুথ স্পিকার পাওয়া যায় কিনা। দেখলাম এই দামের মধ্যে এর চেয়ে ভালো কিছু স্পিকার আর পাওয়া সম্ভব না। তাই আর দেরি না করে Daraz অনলাইনেই আমি ব্লুটুথ স্পিকারটি অর্ডার করি। এরপর সম্ভবত অর্ডার করার ৫ দিনের মধ্যে আমি আমার শখের ব্লুটুথ হাতে পেয়ে যাই। অর্ডার করার পরও অনেক টেনশনে ছিলাম কারণ একজন ক্রেতার রিভিউ দেখলাম যে তিনি জেবিএল এর একটি MP3 ব্লুটুথ স্পিকার অর্ডার করেছিলেন কিন্তু সেখানে জেবিএল লেখাটি ছিল না তার মানে ওটা ছিল ডুপ্লিকেট। কিন্তু আমি অরজিনাল mp3 ব্লুটুথ স্পিকারটিই হাতে পেয়েছি । এইজন্য ধন্যবাদ Daraz কে।
ইমেজ নাম্বার: তিন
এখন আমি এই ব্লুটুথ স্পিকার টির কিছু ভালো এবং খারাপ গুণাবলী আপনাদের সামনে শেয়ার করব:
ভালো দিক:
১। ব্লুটুথ স্পিকারটি আকারে ছোট হওয়ায় যে কোনভাবে বহন করার সহজ।
২। কালো কালারের হওয়ায় এটি দেখতে অনেক সুন্দর।
৩। আকারে ছোট হলেও মোটামুটি ভালো সাউন্ড হয়। সাউন্ড মোটামুটি ক্লিয়ার ।
৪। একা একা শোনার জন্য পারফেক্ট একটি ব্লুটুথ স্পিকার।
খারাপ দিক:
১। স্পিকারটি ফুল চার্জ করার পর ব্যবহার করলে এক ঘন্টার বেশি চার্জ থাকে না।
২। ফুল ভলিয়াম দিলে একটি বিরক্তিকর শব্দ করে।
ব্যবহারের পর ভালো-মন্দ সবকিছু যাচাই-বাছাই করে প্রডাক্টটিতে আমার ব্যক্তিগত রিভিউ রেটিং হচ্ছে: ৮/১০।
ইমেজ নাম্বার: চার
বন্ধুরা, এটাই ছিল আমার আজকের JBL ব্লুটুথ স্পিকার এর রিভিউ। চাইলে আপনারা পোস্টটি ভিজিট করে স্পিকারটি দেখে নিতে পারেন পছন্দ হলে কিনে ব্যবহার করতে পারেন। আমার আজকের রিভিউ পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
পোস্টের সাথে সম্পর্কিত যা যাঃ |
---|
ডিভাইস | Techo provoir 4 |
---|---|
ক্যামেরা | 13MQUAD |
ক্যামেরায় | @azizulmiah |
লোকেশন | মাদারীপুর। |
আমি একটা ব্লুটুথ স্পিকার নিব। এইজন্যই আপনার রিভিউ টা দেখা। অল্প দামের মধ্যে নিলে এগুলো কখনোই ভালো হয় না। একটা না একটা ঝামেলা থেকেই যায়। এইজন্যই আপনার পোস্ট টা দেখা। আরেকটু বেশি দামী নিতে হবে ভালো প্রোডাক্ট পেতে হলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া, ঠিক বলেছেন। এটা অনেক ছোট, তবে আমার জন্য ঠিক আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit