সময় বড্ড বেশী অচেনা হয়ে যাচ্ছে
কথাগুলো বড্ড বেশী একলা হয়ে যাচ্ছে,
আলো-আঁধারে ঘেরা এই শহরের মাঝে
হৃদয়টা দিন দিন নিঃসঙ্গ হয়ে যাচ্ছে।
কাছাকাছি কত সহস্র মানুষের উপস্থিতি
তবুও কেউ কারোর কাছে নেই,
একই সীমানায় বসবাস করেও
অনুভূতি প্রকাশের সুযোগ নেই।
সময় যেন আজ দূরে সরে যাচ্ছে
হারিয়ে যাচ্ছে চেনা জানা কথাগুলো
ইট পাথরের এই চার দেয়ালে
মানুষগুলো কেমন পাষণ্ড হয়ে যাচ্ছ।
মানুষে মানুষে ঘেষা ঘেষি
তবুও যেন কেউ কার ও না,
একই রক্তে গড়া মোরা সবাই
হাত বাড়ালে কাউকেই না পাই।