তুমি আছো হৃদয়ের বিমল সীমানায়
সময়ে-অসময়ে হৃদয়ে চঞ্চলতা ছড়াও,
তুমি আছো হৃদয়ের স্বপ্নিল ভাবনায়
দিনে-রাতে হৃদয়ে পরমানন্দ বাড়াও।
তুমি আছো হৃদয়ের বিশাল আঙ্গিনায়
হাত বাড়িয়ে বারে বারে ডাকছো আমায়,
মনের ভাবনায় তোমার আনাগোনা সারাক্ষণ
তোমার জন্যই বেঁচে আমার এই জীবন।।