বিসমিল্লাহির রাহমানির রহীম।
আসসালামু আলাইকুম, ওয়াহরাহমাতুল্লাহি ওবারাকাতুহু।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি ও ভালো আছি আলহামদুলিল্লাহ।
বন্ধুরা, আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা আজ আমি শেয়ার করবো আমার বাংলা ব্লগ কমিউনিটি Steemit.blog কতৃক প্রথম স্থান অর্জন এবং rme দাদাকে শ্রেষ্ঠ অবদানকারী হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে। |
---|
চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের পোস্টটি
তারিখঃ
১০ই পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ
২৫শে ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ
৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৪পোস্ট ক্যাটাগরিঃ রি এওয়ার্ড পোস্ট ।
পোস্টের শিরোনামঃ আমার বাংলা ব্লগকে শ্রেষ্ঠ কমিউনিটি এবং @rme দাদাকে শ্রেষ্ঠ অবদানকারী ঘোষণা।
আমার জানা মতে @rme দাদা যে কয়টা কমিইউনিটি পরিচালনা করেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমার বাংলা কমিউনিটি। আমার বাংলা কমিউনিটি নিয়ে দাদার আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। তাইতো দাদা নিজের পরিবারের মত অক্লান্ত পরিশ্রম করে আবার বাংলা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
@rme দাদার এই অক্লান্ত পরিশ্রম, বাংলা ব্লগের প্রতি ভালোবাসা, মডারেটর এডমিন, কিউরেটর এবং আমরা যারা সাধারণ সদস্য আছি তাদের তাদের কাজের প্রতিদান হিসেবে আমার বাংলা ব্লগ কমিউনিটি আজ শ্রেষ্ঠ কমিটির পুরস্কার অর্জন করেছেন। এবং দাদাকে নির্বাচন করেছেন শ্রেষ্ঠ অবদানকারী হিসেবে।
আমরা যারা বাংলা ব্লকে কাজ করি তাদের কাছে এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। কারণ আমাদের বাংলা ভাষায় লিখিত আমাদের বাংলা ব্লগ কমিউনিটিটি সেরা কমিউনিটির পুরস্কার জিতেছে এর চেয়ে আনন্দের কি হতে পারে। এই পুরস্কার অর্জনের মাধ্যমে আমরা স্টিমিট ব্লগের সকলকে জানান দিতে পারলাম আমরা বাংলা ভাষায় ব্লগিং করে দুনিয়ায় শ্রেষ্ঠ কমিউনিটি হিসেবে স্বীকৃতি অর্জন করেছি। আর এটার পিছনে যার অবদান অনস্বীকার্য তিনি হচ্ছেন আমাদের @rme দাদা। সুতরাং যাদের একজন @rme দাদা থাকে তাদের সামনে এগিয়ে যেতে কোন ভয়ই বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না।
ধন্যবাদ জানাই Steemitblog এর নির্বাচক প্যানেলকে যারা আমাদের কাজের মূল্যায়ন করে আমাদের কমিউনিটিকে শ্রেষ্ঠ কমিউনিটি এবং আমাদের অভিভাবক @rme দাদাকে শ্রেষ্ঠ অবদানকারী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
এই স্বীকৃতির ফলে আমার বাংলা ব্লগের প্রতি আমাদের ভালোবাসা, সম্মান এবং দায়িত্ব অনেকগুন বেড়ে গেল। আর এজন্য আমাদের ভালোবাসার মধ্যমনি @rme দাদকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা।>
আসলে আর এমি দাদা এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি কে নিয়ে লেখার মত কোন যোগ্যতাই আমার হয়তো নাই। তারপর ও rme দাদা এবং আমার বাংলা ব্লগের প্রতি ভালোবাসা থেকেই এই লেখাটি লেখা। কোন রকম ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।
সব সময় সেরা কে সেরা হিসেবে প্রাধান্য দেয়াটা উচিত এবং এটি বাধ্যতামূলক। আর সেজন্যই আমার বাংলা ব্লগ সেরা কমিউনিটি। আমাদের দাদা হচ্ছেন সেরা অবদানকারী। সেই খবরটা শুনে সত্যিই অনেক বেশি ভালো লেগেছিল। নমিনেশনের পর থেকে চেয়েছিলাম যেন দাদা এবং আমার বাংলা ব্লগ বেস্ট হয়। খুব সুন্দর করে লিখেছেন ভাইয়া ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু সুন্দর একটি কমেন্টের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন ভাইয়া আমিও আপনার মত যখন আমার বাংলা ব্লগ পরিবারের সাথে যুক্ত হয়েছিলাম সেই প্রথম থেকে তখনই আমার কাছে মনে হতো আমি যেন যুক্ত হয়েছি আমার নতুন আরেকটি পরিবারের সাথে।
দাদা এবং আমার বাংলা ব্লগের অর্জন মানে আমাদের সকলের অর্জন। সত্যি হাফিজ ভাইয়ের পোস্টটা পড়ার পরে আনন্দে উৎফুল্ল হয়ে গিয়েছিলাম।
আমরা একটি বছর ধরে স্টিমেটকে সেরাটি দিয়েছি এজন্যই স্টিমট আমাদেরকে সেরা পুরষ্কারে ভূষিত করেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit