আসসালামু আলাইকুম।
বন্ধুরা আজ আমি সময় নিয়ে একটি পোস্ট শেয়ার করব আসলে সময়ের গুরুত্ব যে কতটা সেটা আসলে আমরা সে সময়টা হারিয়ে না গেলে বুঝতে পারিনা জীবনের একটি মুহূর্তের কত যে মূল্য তা আসলে সেই মুহূর্তটি জীবন থেকে চলে গেলেই বোঝা যায়।
Copyright free image source:pixels
আজ আমার জীবনের সময়গুলো ঠিকমতো ব্যবহার করতে না পারার কারণে আমার যে বর্তমান অবস্থা সেটি আমি পর্যায়ক্রমে কয়েকটি পোষ্টের মাধ্যমে আপনাদের মধ্যে তুলে ধরব। আশা করি সবাই মনোযোগ দিয়ে আমার পোস্টগুলো পড়বেন।
বন্ধুরা আমার বয়স যখন ৬ মাস তখন নাকি আমি আমার বাবাকে হারিয়েছি, বলতে গেলে বাবাকে দেখিনি আর যা দেখেছি সেটা মনে রাখার কথাও নয় এবং মনে থাকার কথা নয়। যাই হোক সংসারের মধ্যে আমি ছিলাম সবার ছোট। আমার বাবা যখন মারা যায় তখন আমার বড় ভাইয়ের বয়স নাকি ১৩ থেকে ১৪ বছর হবে। ক্লাস এইটে পড়ে। বাবা মারা যাওয়ার পর আমার বড় ভাই আমাদের সংসারের হাল ধরেন এবং তিন ভাই এবং তিন বোনের মধ্যে আমার বড় ভাই ছিল সবার বড়। অনেক কষ্ট করে বড় ভাই লেখাপড়া চালিয়ে যাচ্ছে এবং আমাদেরকেও লেখাপড়া করাচ্ছে।
যাই হোক লেখাপড়ায় আমি মোটামুটি খারাপ ছিলাম না। রোল নম্বর সব সময় এক থেকে তিনের মধ্যেই ছিল। আমাদের জেলার কলেজ থেকে এইচ এসসি পাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গিয়ে ভর্তি হলাম। আসলে একটা মানুষের সংগ্রাম শুরু হয় মোটামুটি কলেজ জীবন শেষে এবং ভার্সিটি জীবন শুরু হলে
এইজন্যই আমি মাঝখানের কথাগুলো হাত দিয়ে ভার্সিটির জীবনে চলে আসলাম....( চলবে)