কৃষি পরামার্শ || অতিরিক্ত তাপপ্রবাহে কৃষক এর ফসল ক্ষতির সম্মুখে।

in hive-129948 •  8 months ago 

আসসালামু আলাইকুম এবং আদাব

আসা করি সকলে ভালো আছেন ? আমি ও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি তে আমাদের কি করণীয় বা আমরা কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারি ?

IMG_20240503_102517.jpg

IMG_20240502_181154.jpg

fp87BqUSD9B4Xc9MqvrEd3AfkUf28vqTxKKiPt9GkzEpFB2nZxVEjdG7XiB3vk83bGsdSBBQS7njtBfaaYsqbvd4Uqe4VPihac9UxAqW8x...47ewsnRg8hmqpwgT7nmGnz1EWiNq4xbS63t1Sj7JfUmQPfUxdiAxWKVGdU2bA6QKyJ517b9KQ6JW2pKrvSCuLdUL5jK19QLNFciwQkpX83WQCBhLQi39CdhMJV.png

আমরা সকলেই অবগত আছি বেশ কিছুদিন থেকে বাংলাদেশ এবং প্রতিবেশী দেশ ভারত এর কিছু অংশ অনেক বেশি পরিমাণ তাপ প্রবাহ হচ্ছে । এতে করে সোশ্যাল মিডিয়া থেকে টিবি নিউজ সকল যায়গায় আমরা শুধু মানুষের গরম অসহনীয় এবং রাস্তার পিস গলে যাচ্ছে এসবই দেখা যাচ্ছে । তবে এটার পিছনে আরও একটা কঠিন পরিস্থিতি হয়ে যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে যেটা এখন পর্যন্ত আলোচনায় আসেনি । আমাদের কৃষি প্রধান দেশে আমাদের নির্ভরশীল হল কৃষি জমি এর উপর। এখানে যদি আমরা সঠিক এবং ভালো মানের ফসল উৎপাদন নাহ করতে পারি তাহলে আমাদের খাদ্য সংকট থেকে শুরু করে অনেক প্রকার সমস্যা এর সম্মুখীন হতে হবে

fp87BqUSD9B4Xc9MqvrEd3AfkUf28vqTxKKiPt9GkzEpFB2nZxVEjdG7XiB3vk83bGsdSBBQS7njtBfaaYsqbvd4Uqe4VPihac9UxAqW8x...47ewsnRg8hmqpwgT7nmGnz1EWiNq4xbS63t1Sj7JfUmQPfUxdiAxWKVGdU2bA6QKyJ517b9KQ6JW2pKrvSCuLdUL5jK19QLNFciwQkpX83WQCBhLQi39CdhMJV.png

আমাদের অঞ্চলে সবচেয়ে লাভ জনক ফসল হল বাদাম। এবং এটার উপর কৃষক নির্ভর করে থাকে । এবং এই একটি ফসল যদি ভালো ভাবে কৃষক ঘড়ে উঠাতে পারে । তাহলে তার পুরো বছর এর সকল প্রকার খাবার থেকে শুরু করে অর্থনৈতিক সকল সমস্যা মিটিয়ে থাকে।

nuts-228043_1280.jpg
pixabay

কিন্তু এ বছর অতিরিক্ত তাপ প্রবাহ এবং বৃষ্টির অভাবে ফসল পুরে শেষ হয়ে যাচ্ছে । কারণ গাছের যে যায়গায় বাদাম ধরে থাকে সেখানে মাটির উপর থেকে উচ্চতা সর্বচ্চ 10-15 সেন্টিমিটার। এবার অনেক বেশি তাপমাত্রা থাকার কারণে মাটির এই স্থর টুকু অনেক বেশি হিট বলতে গেলে গাছের শিকড় সহ সবকিছু পুরে গেছে

IMG_20240503_102719.jpg

IMG_20240503_102520.jpg

IMG_20240503_102508.jpg

এবং বাদাম গাছের যে লতি বা শিকড় গুলোতে বাদাম ধরে সেগুলো অনেক বেশি তাপের কারণে পুরে গেছে । এখন বৃষ্টি একমাত্র বাচাতে পারে কৃষক এর ফসল ।

20240503_101204.jpg

fp87BqUSD9B4Xc9MqvrEd3AfkUf28vqTxKKiPt9GkzEpFB2nZxVEjdG7XiB3vk83bGsdSBBQS7njtBfaaYsqbvd4Uqe4VPihac9UxAqW8x...47ewsnRg8hmqpwgT7nmGnz1EWiNq4xbS63t1Sj7JfUmQPfUxdiAxWKVGdU2bA6QKyJ517b9KQ6JW2pKrvSCuLdUL5jK19QLNFciwQkpX83WQCBhLQi39CdhMJV.png

এখন আপনারা বলতেই পারেন এতো ফসল নষ্ট হচ্ছে তাহলে কেন সেচ দিচ্ছেন নাহ জমিতে?

IMG_20240502_181206.jpg

এখানে একটা কষ্টের বিষয় হল আমাদের যে পানির পাম্প বডিং ছিল সেগুলো থেকে আর পানি বের হয় নাহ । এবং বাসায় যে টি-বয়েল ও মোটর সেট করা আছে সেগুলো থেকেও পানি বের হচ্ছে নাহ । এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এখানে আর খাবার পানি টাও হয়তো পাবো নাহ। যেখানে আমাদের খাবার পানি পাওয়া যাচ্ছে নাহ সেখানে আমরা কিভাবে ফসল এর জমিতে পানি দিবো ?

fp87BqUSD9B4Xc9MqvrEd3AfkUf28vqTxKKiPt9GkzEpFB2nZxVEjdG7XiB3vk83bGsdSBBQS7njtBfaaYsqbvd4Uqe4VPihac9UxAqW8x...47ewsnRg8hmqpwgT7nmGnz1EWiNq4xbS63t1Sj7JfUmQPfUxdiAxWKVGdU2bA6QKyJ517b9KQ6JW2pKrvSCuLdUL5jK19QLNFciwQkpX83WQCBhLQi39CdhMJV.png

এতো কিছু থেকে আমাদের মোকাবিলা করার উপায় ?

ইংরেজি একটা খুব ভালো উক্তি আছে যেটা আমর মনে পরছে সেটা হল “ রিভেঞ্জ অব ন্যাচার ” অর্থাৎ আমরা যেটা পরিবেশ কে উপহার দিবো পরিবেশ আমাদের জন্যও সেরকম উপহার দিবে। আমরা অনেক বেশি বন উজাড় করি এবং বেশি গাছ ধ্বংস করি সে তুলনায় লাগাই নাহ । যেটার জন্য আমাদের এই অবস্থা। এখন আমাদের এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন গুলো গাছ লাগাচ্ছে যেটা আসলে একটা ভুল সিদ্ধান্ত । কারণ এখন গাছ লাগালে সেটা কিভাবে বেচে থাকবে আর কে যত্ন নিবে। গাছ আমাদের বর্ষার সময় লাগাতে হবে এবং সে নিজ থেকেই বড় হয়ে উঠবে প্রকৃতি তে। আমাদের এখনই শিক্ষা নেওয়া উচিত এবং সঠিক সময় গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়া । আর একটা গাছ কাটলে এর পরিবর্তীতে আরো ২ টি গাছ লাগাতে হবে। আমরা সকলে যদি এই নিজ যায়গা থেকে চেষ্টা করি তাহলে নিশ্চয় মোকাবিলা করতে পারবো এমন পরিবেশ থেকে

fp87BqUSD9B4Xc9MqvrEd3AfkUf28vqTxKKiPt9GkzEpFB2nZxVEjdG7XiB3vk83bGsdSBBQS7njtBfaaYsqbvd4Uqe4VPihac9UxAqW8x...47ewsnRg8hmqpwgT7nmGnz1EWiNq4xbS63t1Sj7JfUmQPfUxdiAxWKVGdU2bA6QKyJ517b9KQ6JW2pKrvSCuLdUL5jK19QLNFciwQkpX83WQCBhLQi39CdhMJV.png

পরিশেষে একটা উপদেশ থাকবে যেখানে যেখানে অনেক বেশি তাপ প্রবাহ হচ্ছে আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন। এবং বাহির থেকে ঘড়ে ফিরার সাথে সাথে পানি খাবেন না । অবশ্যই একটু রেস্ট নিয়ে তারপর পানি পাণ করবেন। আর আপনি যদি স্যালাইন এর পানি খান তাহলে অবশ্যই নিয়ম এর বাহিরে যাবেন নাহ কারণ এর মধ্যেই কিছু মানুষ অনিয়ম করে স্যালাইন খাওয়াতে অসুস্থ হয়ে পড়েছে।

fp87BqUSD9B4Xc9MqvrEd3AfkUf28vqTxKKiPt9GkzEpFB2nZxVEjdG7XiB3vk83bGsdSBBQS7njtBfaaYsqbvd4Uqe4VPihac9UxAqW8x...47ewsnRg8hmqpwgT7nmGnz1EWiNq4xbS63t1Sj7JfUmQPfUxdiAxWKVGdU2bA6QKyJ517b9KQ6JW2pKrvSCuLdUL5jK19QLNFciwQkpX83WQCBhLQi39CdhMJV.png

সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদ্যাই নিচ্ছি ভালো থাকবেন সকলে । আল্লাহ হাফেজ।

Devicerealme-c35
LocationPanchagarh
Photographer @bashar1426
❤️আমার পরিচয়❤️

IMG_1713443228584.jpg

আমি আবুল বাশার সুমন। আমি পড়াশোনা করতেছি বিএসসি অনার্স প্রাণীবিজ্ঞান বিভাগে। আমি জন্মসূত্রে একজন বাংলাদেশের নাগরিক এবং একজন বাঙালি। আমি সবসময় অসহায়, নির্যাতিত, সুবিধা বঞ্চিত মানুষের পাশে তাদের সেবায় নিয়োজিত থাকতে চাই এবং এটাই আমার ভালো লাগে। আমার বাংলা ব্লগ এর সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই ইনশাআল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

thank you for sharing