photopea (ফটোপিয়া )
কোন কিছু আর্ট করার জন্য অবশ্যই আমাদের একটা আর্ট পেপার নিতে হবে। এজন্য আমরা ৬×৯ ইঞ্চি মাপের একটা সাদা আর্ট পেপার নিয়ে নিলাম ।
তারপর রেকটেঙ্গুলার টুলস নিয়ে একটি ছেব লাইন নিতে হবে চারপাশে । প্রত্যেক ডিজাইন এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ । কারণ যখন আমাদের ডিজাইন গুলো প্রিন্ট করা হবে তখন যেন কোনও ভাবে ভিতরে লেখাগুলো কাটা পরে নাহ যায়। এজন্য 0.6 ইঞ্চি এর একটা সেপ নিয়ে চারপাশে ছেব লাইন টানি।
তারপর আর্টবোর্ড এর সবকিছু প্রস্তুত হলে । পেন টুল নিয়ে একটা কার্ভ করে একটা ছেব এর মতো ডিজাইন করি । ডিজাইনটা পছন্দমত একটা কালার দিয়ে দেই।
তারপর আমাদের বইটির নাম যেহেতু শিয়াল পন্ডিতের পাঠশালা এজন্য এরকম একটা ছবি খুঁজে বের করি। তারপর সেই ছবিটা স্থাপন করি সঠিক যায়গায়। src imge
তারপর ছবিটা অনেক বেশি স্পষ্ট দেখা যাচ্ছে আমরা চাচ্ছি কিছুটা ব্লার করে দেওয়ার জন্য । এজন্য আমরা গাসিয়ান ব্লার টুলস নিয়ে ছবিটা কিছুটা ব্লার করে দেই।
যেহেতু আমাদের ডিজাই মোটামুটি শেষ এখন শুধু আমাদের বই এর উপর লিখার পার্ট বাকি। আমরা কি ধরনের লিখা লিখব। আমাদের বইটি যেহেতু লেভেল-১ এর লেকচার শিট এর উপর এজন্য সেই পোস্টের কভার এর লেখা থেকে আইডিয়া নেই আমি। লেভেল ০১ ক্লাস লেকচার শিট
তাররপর লেখালেখি এর সব বিষয় শেষ হলে আমাদের শুধু এখন লগো টা বসানো প্রয়োজন। এর জন্য আমি আমার বাংলা ব্লগ এর লোগোটি সুন্দর করে বসিয়ে দেই।
আমাদের বই এর সকল প্রকার ডিজাইন এর পার্ট শেষ এখন শুধু মোকআপ করা বাকি। চলুন এখন মোকাআপ (mockup) করি।
মোকআপ করার শেষে হয়ে গেলো আমাদের সুন্দর একটি বই এর কভার।আমার ডিজাইন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন নাহ। আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য আরও ভালো কিছু উপহার দিতে পারি।
সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদ্যাই নিচ্ছি ভালো থাকবেন সকলে । আল্লাহ হাফেজ।
Device | laptop scrinshot |
---|---|
Location | Panchagarh |
Photographer | @bashar1426 |
আমি আবুল বাশার সুমন। আমি পড়াশোনা করতেছি বিএসসি অনার্স প্রাণীবিজ্ঞান বিভাগে। আমি জন্মসূত্রে একজন বাংলাদেশের নাগরিক এবং একজন বাঙালি। আমি সবসময় অসহায়, নির্যাতিত, সুবিধা বঞ্চিত মানুষের পাশে তাদের সেবায় নিয়োজিত থাকতে চাই এবং এটাই আমার ভালো লাগে। আমার বাংলা ব্লগ এর সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই ইনশাআল্লাহ।