||আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৩|| শেয়ার করো তোমার বসন্তের ফটোগ্রাফি||10%beneficiary for @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

হ্যালো বন্ধুরা

আসসালামুয়ালাইকুম আদাব

মার বাংলা ব্লগ এর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি মোঃ আসাদুল ইসলাম আল-আমিন, আমার ইউজার আইডি@bazlur। আশা করি সৃষ্টিকর্তা মহান আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আজ রোজ সোমবার, প্রতিদিনের মত আজকেও আপনাদের মাঝে কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে।

Picsart_22-02-28_15-42-54-876.jpg

আমার বাংলা ব্লগের সকল মডারেটর ও এডমিন ভাইয়া ও আপুদের আমার মনের অন্তস্থল থেকে জানাই ধন্যবাদ। আমাদেরকে এত সুন্দর একটি প্রতিযোগিতামূলক মঞ্চ তৈরীর মাধ্যমে আমাদের ক্রিয়েটিভিটি গুলোকে প্রকাশ করার সুযোগ দেয়ার জন্য আবারো ধন্যবাদ আপনাদের সকলকে।

বাংলাদেশ হলো ষড় ঋতুর দেশ।আমরা জানি ফাগুন ও চৈত্র এই দুই মাস নিয়ে বসন্তকাল। এই সময় প্রকৃতি এক নতুন সাজসজ্জায় নিজেকে রাঙিয়ে তোলে। বসন্তকে বলা হয় ঋতুরাজ। আর এই সময় প্রকৃতিতে নানা বৈচিত্র্যময় ও বিভিন্ন রঙের নান্দনিক সাজে হরেক রকম ফুল দেখা যায়। যেগুলো প্রকৃতিকে অনেক সুন্দর করে সাজিয়ে তোলে। আর এই ফুলগুলোর কিছু সুন্দর কয়েকটি ফটোগ্রাফি নিয়ে আজকে আমি আমার বাংলা ব্লগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

ডালিয়া

IMG_20220226_103214.jpIMG_20220226_103139.jpg
IMG_20220226_103118.jpgIMG_20220226_103102.jpg

বৈজ্ঞানিক নাম: Dahlia variailis

শীতকালীন মৌসুমি ফুলের মধ্যে ডালিয়া সর্ববৃহৎ আকার ও আকর্ষণীয় রঙের ফুল। ডালিয়ার ৪২ টি প্রজাতি রয়েছে। সাধারণত শংকর প্রজাতি গুলি বাগানের গাছ হিসেবে দেখা যায়। ডালিয়া ফুলের গঠন পরিবর্তনশীল, যেখানে প্রতি ডাঁটায় একটি করে ফুল থাকে ।এগুলি ৫ সেমি (২ ইঞ্চি) ব্যাসের মতো বা ৩০ সেমি (১ ফু)("ডিনার প্লেট") পর্যন্ত হতে পারে।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

নয়ন তারা

Picsart_22-02-28_12-49-16-731.jpg
Picsart_22-02-28_12-35-13-427.jpg

বৈজ্ঞানিক নাম:Vinca roses

নয়ন তারা পাঁচ পাপড়ি বিশিষ্ট একটি ফুল।এই ফুল সাধারণত গোলাপী,হালকা গোলাপি ও সাদা রঙের ফুটে থাকে।এই ফুলের গন্ধ নেই। কাণ্ড কোনাচে ধরনের।এই ফুল গাছ বারো মাসি উদ্ভিদ গুলোর একটি।এর বংশ বৃদ্ধি হয় বীজের সাহায্যে।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

পিটুনিয়া

IMG_20220226_103833.jpg

বৈজ্ঞানিক নাম:petunia ssp

ফুলটির নাম পিটুনিয়া । এটি দক্ষিণ আফ্রিকার প্রজাতি।এই ফুলের নজরকারা রং এবং সৌন্দর্য পাগল করে সবাইকে। পিটুনিয়া ফুল নানান রঙের রয়েছে। যেমন সাদা ,গোলাপী, লাল ,হলুদ, বেগুনি ,ইত্যাদি। বাড়ির চিলেকোঠা বাসাদে অথবা ঘরের বারান্দায় অথবা বাড়ির আঙ্গিনায় বা উঠানে এই ফুলের চাষ করা যায়।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

জারবেরা

IMG_20220226_104257.jpgIMG_20220226_104249.jpg
IMG_20220226_104235.jpgIMG_20220226_104227.jpg

বৈজ্ঞানিক নাম: Transvaal Daisy

জারবেরা ফুলের রং লাল হলুদ কমলা ও গোলাপি রঙের হয়ে থাকে। সাধারণত সারা বছরই অল্প পরিমাণ ফুল ফুটলেও এপ্রিল-মে মাসে বেশি ফুল ফোটে। জারবেরা সব ধরনের জলবায়ু কম বেশি জন্মায়। তবে উজ্জ্বল সূর্যের আলো যুক্ত স্থানে লাগালে জারবেরা গাছ খুব ভালো হয় ও এর ফুলও উন্নত মানের হয়।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

ডায়ান্থাস

Picsart_22-02-28_12-09-55-877.jpgIMG_20220226_103424.jpg
IMG_20220226_103419.jpgIMG_20220226_103336.jpg

বৈজ্ঞানিক নাম: Dianthus Caryophyllus

এই ফুলের পাপড়ির প্রান্তভাগ কোঁকড়ানো এবং দেখতে ঝালরের মত। ডায়ান্থাস গাছের উচ্চতা ১২-১৫ ইঞ্চি বা ৩০-৩৫ সেমি। গাছটি কেয়ারি ও টবে সংযুক্ত হালকা মাটিতে সহজেই চাষ করা যায়।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

ভারবেনা

IMG_20220226_105040_1.jpg

IMG_20220226_105033.jpg

বৈজ্ঞানিক নাম : verbena spp

এটি সাধারনত শীতকালীন ফুল। নভেম্বর থেকে ফেব্রুয়ারী পযর্ন্ত এই ফুল ফুটে থাকে। অক্টোবর থেকে নভেম্বর মাস চারা রোপনের উপযুক্ত সময়। আপনার বাগানে, ছাদে, টবে চারা রোপন করা যাবে।

বিশেষ বৈশিষ্ট্য

প্রচলিত নামঃ ভারবেনা
গাছের ধরনঃ ফুল গাছ
জাতঃ বিদেশি
সূর্যালোকঃ আংশিক ছায়া/পূর্ণ সূর্যালোক
মাটি নির্বাচনঃ যে কোন মাটি
বংশবৃদ্ধিঃ অঙ্গজ, বীজ

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

কসমস

IMG_20220226_104825.jpgIMG_20220226_104808.jpg
IMG_20220226_104734.jpgIMG_20220226_104722.jpg

বৈজ্ঞানিক নাম:Cosmos Bipinnatus

ফুলটি সাদা, লাল, গোলাপী, বেগুনি, হলুদ, কমলা মিলিয়ে অসংখ্য রঙের হয়ে থাকে। বাহারি কসমস ফুল দৃষ্টিনন্দন ও নয়নাভিরাম। সদ্য ফুটন্ত ফুলে হালকা সুগন্ধ বিদ্যমান থাকে। সু-সজ্জিত নমনীয় কোমল ৮টি পাপড়ির সমন্বয়ে সৃষ্ট কসমস ফুলের, মধ্যে পরাগ অবস্থিত। পাপড়ির কিনারায় খাঁজকাটা থাকে। ফুল গুলো রং বেরঙের হওয়ায় দেখতে অনেক ভালো লাগে।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFRaYtrbhP5uFE57vwtKEnRVcfHiPuUhFVnNsUym7pT5VnCqyg5yhZZUE7NzG4hfFkZJoEajKUACRN9za...mHBdkLfRy8awki3usxrQA9pGaNZDfpt8nLEwBEzJuspcJQbwnPKgksksmdCX4wGGCxP1mCUC5SnebPUVJx44gP8SzUDJ9qHZxCn5H4gVGkHNmtgVBghzv13zaz.png

ক্যামেরাRedmi 8A Dual
ফটোগ্রাফির ধরনমোবাইল ফটোগ্রাফি
লোকেশনকুড়িগ্রাম ,রংপুর

https://what3words.com/email.tiptoed.campers

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFRaYtrbhP5uFE57vwtKEnRVcfHiPuUhFVnNsUym7pT5VnCqyg5yhZZUE7NzG4hfFkZJoEajKUACRN9za...mHBdkLfRy8awki3usxrQA9pGaNZDfpt8nLEwBEzJuspcJQbwnPKgksksmdCX4wGGCxP1mCUC5SnebPUVJx44gP8SzUDJ9qHZxCn5H4gVGkHNmtgVBghzv13zaz.png

আমি যথাযথ চেষ্টা করেছি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আপনাদের মাঝে উপস্থাপন করার। আজ আমি আপনাদের মাঝে যেসব ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছি, আশা করি সেগুলো আমাদের সকলের অনেক ভালো লাগবে।

ধন্যবাদ সকলকে

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1shZHpJjbbvHiLHD92jN7726rP9HjzhjTtDrxm1iHcxrCnxzNa9p6CxzYTeACLfRvjXmMHy75iS6HxyoDhN...hg7MpYD1GojvjwNUNLhWvDPxYLYXqy6PgjtSMkLepcM7Wr2HqAPkKjFy8C1QeU2Xx3qsNjCj1oFkDt31Xr44m8J21RNAWMdSn8AdT7xpB8bJjW12C7tHbhyQmt.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq1HetAMXYmraDN6Mt4KDU...adsuTwBF9wksHjMjvs27NiDLYuhT8yfGKyrKRhGEvXGAhpNKzgbZrCWjoidCDcFRekPKDNe1rZVh3tzMJi9EngMN8upiWcXBdi2KXtq9QRJ4doNmLzxzyZ7MJD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কি চমৎকার ফটোগ্রাফি করলেন আপনি প্রতিযোগিতার জন্য। একটা ফটোগ্রাফি এত অসাধারণ দেখাচ্ছে কি বলব আর। আমি তো সবগুলোই ফুল দেখে খুবই চমকে গেলাম। এত সুন্দর সুন্দর ফুল দেখতে কার না ভালো লাগে। ফুলগাছ খুবই ভালো লাগে দেখতে। আপনার ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ ছিল। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে আমার জন্য দোয়া করবেন আপু

আপনার করা বসন্তফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করলেন। আমার কাছে ফুলের সৌন্দর্য তা মুগ্ধ করে। আপনার প্রতিটি ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। যেটা ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করলেন। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

আপনার তোলা বসন্তের ফটোগ্রাফিক গুলো এক কথায় অসাধারন ছিল । ফটোগুলো আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ফুল আমরা সবাই ভালবাসি এবং ফুলকে আমরা সৌন্দর্যের প্রতীক হিসেবে সবাই চিনি, সব মিলিয়ে আপনার ফটোগ্রাফি পোস্টটি চমৎকার হয়েছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া এভাবে গুছিয়ে এত সুন্দর মন্তব্য করার জন্য

ওয়াও ভাইয়া অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। প্রতিটি ফটোগ্রাফি ফুটে উঠেছে দেখতে সত্যি অসাধারণ দেখাচ্ছে। বিশেষ করে ফুল গাছ দেখতে এমনিতেই খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়।

ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য

বসন্তের খুবই সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া। ছবিগুলো অনেক ভালো লাগছে দেখতে। অত্যন্ত চমৎকার ফুলের সৌন্দর্য ক্যাপচার করেছেন আপনি । প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল ভাইয়া।

ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য আমার জন্য দোয়া করবেন

  ·  3 years ago (edited)

,

ওয়াও আপনার বসন্তের ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার প্রতিটি ফুলেই দেখতে অনেক দারুন দেখাচ্ছে এবং আপনি সুন্দর হবে ছবিগুলো ক্যাপচার করেছেন। আপনি আপনার পোস্টে প্রতিটি ফুলের নাম উল্লেখ করেছেন সেই কারণে অনেক ফুলের নাম জানতে পেরেছি। শুভকামনা রইল আপনার জন্য।

আপনি অনেক সুন্দর করে গুছিয়ে মন্তব্য করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৩ উপলক্ষে আপনি খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে ডালিয়া ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বসন্তের ফুলের প্রতিযোগিতার জন্য আপনি ভালো কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন ,এবং আপনি আমাদের সাথে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ, ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সবসময়।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যটি পড়ে অনেক খুশি হলাম

বসন্তের ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন জেনে খুবই খুশি হলাম ভাই। বসন্তের এই রংবেরঙের সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ফুলের এই ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্যের জন্য

বসন্তকালের দারুন সব ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনার পোস্টটি সাজিয়েছেন সত্যি আপনার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম বিশেষ করে প্রথম দ্বিতীয় ও চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ নাম্বার ফটো বেশি ভালো লেগেছে আমার কাছে দারুণ উপস্থাপনা করেছেন ফটোগ্রাফি গুলো সম্পর্কে শুভেচ্ছা রইল আপনার জন্য

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মতামত প্রদান করার জন্য

আপনার তোলা বসন্তের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে । আপনাকে ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ফটোগ্রাফি করার পাশাপাশি আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনার জন্য শুভকামনা রইল

অনেক সুন্দর করে গুছিয়ে আপনি মন্তব্য প্রদান করেছেন আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল

ওয়াও! কি চমৎকার ফটোগ্রাফি করলেন আপনি প্রতিযোগিতার জন্য আমি তো দেখি অনেক মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি এত অসাধারণ দেখাচ্ছে কি বলব আর। আমি তো সবগুলোই ফুল দেখে খুবই চমকে গেলাম। এত সুন্দর সুন্দর ফুল দেখতে কার না ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো এক কথায় অসাধারণ ছিল। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনাও করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

আপনার প্রশংসা শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে

সুন্দর একটি ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন‍্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফটোগ্রাফি গুলো জাষ্ট ওয়াও ছিল। জারবেরা" ফুলটির নাম আমি এই প্রথম শুনলাম এবং দেখতেও বেশ আর্কষণীয় লিগছে। শুভেচ্ছা রইল আপনার জন‍্য।

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য আমার জন্য দোয়া করবেন

ওয়াও অসাধারন কিছু ফটো আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। দেখতে অনেক সুন্দর লাগতাছে। এবং প্রত্যেকটি ফটো অনেক সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর সুন্দর ফটো আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

বসন্তের ফুলের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালোই লাগতেছে। কারণ বিভিন্ন রকমের ফুল দেখতে বেশ ভালো লাগে। ফুলগুলো দেখে একদম জীবন্ত মনে হচ্ছে,সবগুলো ফুল এতটা মিষ্টি দেখাচ্ছে।আমাদের মাঝে এই ফটোগ্রাফিগুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া।

ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য আমার জন্য দোয়া করবেন

খুব সুন্দর ভাবে প্রতিটি ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফুল দেখতে অসাধারণ হয়েছে। বসন্ত মানে চারদিকে শুধু ফুল আর ফুল। এত দারুন দারুন ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার মন্তব্যে অনেক খুশি হলাম আপনার জন্য শুভকামনা রইল

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে বসন্তের ফটোগ্রাফি করেছেন। সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া

এত সুন্দর মতামত প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে বসন্তের বিভিন্ন ফুলের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

ধন্যবাদ আপু আপনার মন্তব্যে অনেক খুশি হলাম আমার জন্য দোয়া করবেন

ওয়াও কত সুন্দর সুন্দর বসন্তের ফটোগ্রাফি করলেন আপনি। আমার কাছে তো খুবই অসাধারণ লেগেছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে। সত্যি অনেক সুন্দর সুন্দর বসন্তের ফটোগ্রাফি করলেন। আমার কাছে আপনার প্রথম ছবিটা অসম্ভব ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপু অনেক সুন্দর মন্তব্য করেছেন আমার জন্য দোয়া করবেন

চলমান কনটেস্টে অংশগ্রহণ করে আপনি অসাধারণ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফুলি ছিল সুন্দর্য সীমাহীন। এবং আপনি অনেক সুন্দর করে বর্ণনা দিয়েছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

ধন্যবাদ ভাইয়া আমার জন্য দোয়া করবেন