|| এসো নিজে করি|| বৃত্তের মাঝে সুন্দর একটি চিত্রাঙ্কন||10% beneficiary for @shy-fox

in hive-129948 •  2 years ago 

হ্যালো বন্ধুরা

আসসালামুয়ালাইকুম আদাব

মার বাংলা ব্লগ এর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি মোঃ আসাদুল ইসলাম আল-আমিন, আমার ইউজার আইডি@bazlur। আশা করি সৃষ্টিকর্তা মহান আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আজ রোজ সোমবার, প্রতিদিনের মত আজকেও আপনাদের মাঝে হাজির হলাম। আজকে একটি চিত্রাঙ্কন শেয়ার করবো ।এই অংকন টি করতে খুব অল্প পরিমাণ উপকরণ এর প্রয়োজন হয়েছে। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে।

PhotoStudio_1665368455731.jpeg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ye8n9we7cn2fais6g2mJfTB5GpTaZ92WLeiLhBetVimA6t7odWeSkn6Ay5j7ZYESzqf71cPpokoi5DTv58HKQ6fPxVgBQ.png

হার্ডবোর্ড
পেন্সিল
স্কেল
রাবার
সাদা কাগজ

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xrQ8BteHtC6Rp4zq5sNbFCwU229AAvVf7uqxSQwtmjH8yD7nBLdUsvUwkBQYEVeYhistsmvVtnQWcZHYPE94SXy1cKw4a.png

IMG_20221002_175212_HDR~3.jpg

প্রথমে হার্ডবোর্ডের সাথে সাদা কাগজটি ভালোভাবে লাগিয়ে নেই। এরপর পেন্সিল দিয়ে চিত্রের মতো বৃত্ত এঁকে করে নেই।



IMG_20221002_175536_HDR~2.jpg

এখন বৃত্তের উপরের অংশে স্কেল এর সাহায্যে পেন্সিল দিয়ে একটি দাগ দিয়ে নেই।এরপর চিত্রের মত একটি চাঁদ এঁকে নেই



IMG_20221002_180108_HDR~2.jpg

এখন চাঁদের আশেপাশের অংশ চিত্রের মত করে পেন্সিল দিয়ে ভরাট করে নেই



IMG_20221002_180408_HDR~2.jpg

এখন উপরের অংশে দুইটি পাখি এবং ব্রিজ এঁকে নেয়ার জন্য চিত্রের মত করে বৃত্তের ভিতর দাগ দিয়ে নেই।



IMG_20221002_181028_HDR~2.jpg

এখন চিত্রের মত করে ব্রিজ এর বাকি অংশ টুকু এঁকে নেই



IMG_20221002_182053_HDR~2.jpg

এবার ব্রিজ এর মাঝের অংশ টুকু পেন্সিল দিয়ে ভরাট করে নেই



IMG_20221004_085945~2.jpg

এখন পেন্সিল দিয়ে বৃত্তের ভিতর প্রয়োজনীয় অংশ ভরাট করে নদীর পানি এঁকে নেই।



IMG_20221004_090125~3.jpg

এখন চিত্রটি এঁকে নেয়া সম্পূর্ণ হলে নিজের নাম নিচে লিখে নেই।





ক্যামেরা নামRealme C35
পোষ্টের ধরনবৃত্তের মাঝে চিত্রাঙ্কন
পোস্ট প্রস্তুতকারকআল আমিন ইসলাম/@bazlur
লোকেশনকুড়িগ্রাম



আজ এই পর্যন্তই

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই চিত্রাঙ্কন টি ভালো লেগেছে।চিত্রাঙ্কনের ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiSjT9BmwJBsKJbhx8Rwj6aVBTV5MBiCzHEfK5BmYrVwTrr8qtvg6Z9bCViGY...LyvdwPJP488LAQFyAZuya4kJ8ahZ5cMeXhjBxGMUbvCkbFcLreQrZc9Gj7oyhjfAoXEGhk2oRXnsdoxTukJZiTJzWAuZ2ixAZJZftAVkozHqndcdvsqy4BHVVY.png

হ্যালো বন্ধুরা আমি মোঃ আসাদুল ইসলাম আল আমিন। আমি একজন স্টুডেন্ট।আমার শখ ভ্রমণ করা। আমার পছন্দের খেলা ক্রিকেট ও ফুটবল।আমি আমার অবসর সময়ে নিত্যনতুন কিছু বানাতে চেষ্টা করি।আমি বাংলাদেশের রংপুর বিভাগ এর কুড়িগ্রাম জেলায় বসবাস করি।আমি বাংলা ভাষায় কথা বলতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি।

ধন্যবাদ সকলকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...e1LBmVjzTKnRL9oGYRE1qKK4eZW6WbzRcTY3H5kg1XYWHnVc9w4bAgdk1jJnbGWQjqtgHzYaHUvWdycFPpFkiBRgiXNKi91z3cUjr47tubLXwa2UZrbEgC5L4V.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyVVNkZMcutkWxD9QPnhyqyQdK14Lg8geWDiGaKeyKQnaStaT6QWpKMM3zJpb...z2VT6b6byfc6axghz6kmxK9V5fbervBpL31haDKtrY8qNEZCc684dd9QMX3osWMGjZ93PusNxCYhHsb2aiCRABKaKTU5NR22j6mRWW8ebfK1TKZytBMmS1qXEW.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiSWNgm8qRdbSSdtKuZEw8Ft3Lt95RFsYhCePx5oRyizGurFzmjqjtdFYQsj7...LcLkyhc2a4fMTdryFkzfhwzL7emd6vVXdyTZTGNhEMrwZwfU7mzMNnjeww1LMF9oQaptz3EHCst36tpTL5P6BKQVy5xQMEVP4mzbG5wkhBd7iYwTnvxd2x964u.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বৃত্তের মাঝে সূর্য সিঁড়ি এবং পাখির খুবই সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছেন দৃশ্যটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।।

চিত্র প্রস্তুত এর ধাপ গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।।

আপনি অনেক সুন্দর একটি চিত্রাঙ্কন করেছেন। এটা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

পেন্সিলে আঁকা চিত্র অঙ্কন গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। অনেকদিন হলো আমিও পেন্সিল দিয়ে তেমন চিত্র অংকন করি নাই। তবে সময় পেলে অবশ্য চিত্র অংকন করতে বসে যাব। বৃত্তের মধ্যে অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন। সূর্যের পাশ দিয়ে পাখি উড়ে যাওয়ার দৃশ্যটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সামনের দিনে আরও এরকম সুন্দর সুন্দর চিত্রের আশায় থাকলাম।

দেখতে বেশ মনোগ্রাহী হয়েছে ছবিটা। ভালো লাগল।

আপনার চিত্রাঙ্কন টা দারুন হয়েছে ভাইয়া। পেন্সিল এর আর্ট গুলো করতে এবং দেখতে বেশ সুন্দর লাগে। বৃত্তের মধ্যে আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। আর্ট করার ধাপসমূহ অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপনাকে।

বৃত্তের মাঝে খুব সুন্দর একটি চিত্রাংকন করেছেন। একদম সিম্পল হলেও দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আমার কাছে পেন্সিল আর্টগুলো দেখতে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনি আজকে আমাদের মাঝে রুল কম্পাস দিয়ে বৃত্তের মাঝে সুন্দর একটি চিত্রাংকন তৈরি করে শেয়ার করেছেন। বৃত্তের মাঝে তৈরি ব্রিজটি দেখতে সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। রূল দিয়ে পানি তৈরির বিষয়টি সত্যি অনেক মজার ছিল।

পেন্সিল দিয়ে আর্ট আমাকে অনেক ভালো লাগে। তবে এই আর্ট করতে হলে সময়কে গুরুত্ব দিতে হয়। তাহলে সেটা আরো সৌন্দর্য হয়ে যায়। আর বৃত্তের ভিতরে আপনি অনেক সুন্দর একটি চিত্রাংশান তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি অনেক সুন্দর ভাবে সেটি আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল