এশিয়া কাপ || ইন্ডিয়া বনাম পাকিস্তান ||🏏🏏

in hive-129948 •  last year  (edited)

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা যারা ক্রিকেট ভালোবাসি তারা সবাই জানি যে এশিয়া কাপ শুরু হয়ে গেছে। বলতে গেলে এশিয়ার দেশগুলোতে ক্রিকেট খুবই জনপ্রিয়। আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। তাই ক্রিকেটের প্রতিটা টুর্নামেন্ট উপভোগ করি। এশিয়া কাপ শুরু হয় গত ৩০ ই আগস্ট। এশিয়া কাপের হোস্ট টিম হচ্ছে পাকিস্তান। গতকাল ২ সেপ্টেম্বর ২০২৩ রোজ শনিবার ভারত বনাম পাকিস্তান এর ম্যাচ ছিলো। ক্রিকেট এর সব থেকে বড় রাইভেলরি হচ্ছে ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ। ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ এর হাইপ থাকে আকাশচুম্বি। এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ থাকে দেখার মতো। গোটা বিশ্ব চেয়ে থাকে এই ম্যাচ এর ফলাফল এর উপর। আমার মতো ক্রিকেট প্রেমী রা ইন্ডিয়া বনাম পাকিস্তান এর ম্যাচ কখনোই মিস দেয় না। কালকের ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ এর রিভিউ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

20230903_172005_0000.png

ভারত বনাম পাকিস্তান ম্যাচ এর উত্তেজনা থাকে অনেক বেশি। অন্য ক্রিকেট ম্যাচ এর থেকে এই ম্যাচ এর উত্তেজনা অনেক বেশি থাকে। স্টেডিয়াম ভর্তি দর্শক কেউ পাকিস্তান আবার কেউ ভারত সার্পোট করে। ক্রিকেট এর এল ক্লাসিকো বলা হয় ইন্ডিয়া বনাম পাকিস্তানের এই ম্যাচ কে। কালকে আবার গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের সর্বকালের শ্রেষ্ঠ রাইভেলরি ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ হয়।
পাকিস্তান ক্রিকেটের শুরু থেকেই তাদের পেস বোলিং ছিল অসাধারণ। তারই ধারাবাহিকতায় এবার ও পাকিস্তানের পেস অ্যাটাক অন্য যেকোন দলের পেস অ্যাটাক থেকে অনেক ভালো। বর্তমানে ওয়ানডে র‍্যাংকিংয়ের এক নাম্বার দল হলো পাকিস্তান। নিঃসন্দেহে বলা যায় পাকিস্তানের বর্তমান ওয়ানডে টিম অন্য যে কোন টিমের থেকে ভালো ও শক্তিশালী। পাকিস্তানের যে শুধু মানসম্মত বোলিং আছে তাই নয় বরং ওয়ানডে রেংকিং এর টপ পাঁচটি ব্যাটসম্যানদের মধ্যে তিনটিই হলো পাকিস্তানের। পাকিস্তান ওয়ানডে রেংকিং এর এক নাম্বার টিম হওয়ার পাশাপাশি বর্তমানে ওয়ানডে রেংকিং এর সেরা ব্যাটসম্যান হল পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অপরদিকে ইন্ডিয়া ও অনেক শক্তিশালী দল তাতে রয়েছে রোহিত শর্মা যে কিনা ডবল সেঞ্চুরি করতে অভ্যস্ত ও অন্যদিকে রয়েছে কিং বিরাট কোহলি যার কিনা পাকিস্তানের বিপক্ষে এভারেজ সব থেকে বেশি।
খেলা শুরু হাওয়ার ৩০ মিনিট আগে টস হয়, টসে ইন্ডিয়া জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। এরপর দুই দলের জাতীয় সংগীত গাওয়ার পর খেলা মাঠে গড়ায়। বাংলাদেশ সময় বিকেল ৩'৩০ মিনিটে খেলাটি শুরু হয়। ইন্ডিয়ার হয়ে ওপেনিং করতে আসে রোহিত শার্মা ও শুভমান গিল এবং পাকিস্তানের হয়ে প্রথম ওভার করতে আসে শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তানের হয়ে দ্বিতীয় ওভার করতে আসে নাসিম শাহ। খেলা বেশ জমে উঠেছিলো কিন্তু খেলার মাঝে হানা দেয় বৃষ্টি। খেলা বন্ধ হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে যায় ও খেলা পুনরায় শুরু হয়। এবার খেলা শুরু হতেই দেখা যায় আফ্রিদির বোলিং ম্যাজিক ২২ বলে মাত্র ১১ রান করে বোল্ট হয়ে রোহিত শার্মা। রোহিত আউট হাওয়ার পরে মাঠে নামে কিং কোহলি। কোহলি এর উপর সবার ভরসা ছিলো সবথেকে বেশি কোহলি এসেই একটি অসাধারণ কাভার ড্রাইভ এর সাহায্যে ৪ রান সংগ্রহ করে কিন্তু কে জানতো এই ৪ এই কোহলি আউট হতে যাচ্ছে, আবারো আফ্রিদির বলে ইনসাইড আউট হয়ে যায় বিরাট কোহলি। এরপর আসে শ্রেয়াস আইয়ার কিন্তু রউফ এর বলে মাত্র ১৪ রানে আউট হয় যায় তিনিও। ৩২ বলে মাত্র ১০ রান কর রউফ এর বলে বোল্ট হয়ে যায় গিল। এরপর ইশান কিশান ও হার্দিক পান্ডেয়া দলের হাল ধরে মিডল অর্ডারে যখন স্পিন বলার এর স্পেল চলে তখন এই দুজন অনাবদ্য ব্যাটিং করে স্পিন এর বিরুদ্ধে। অনেক বড় একটি পার্টনারশীপের মাধ্যমে ৬৬-৪ থেকে ২০৪-৪ রানের একটি বড় পার্টনারশীপ এর মাধ্যমে ইন্ডিয়াকে একটি ভালো জায়গায় নিয়ে যায়। কিন্তু আবার যখন পাকিস্তানের পেস অ্যাটাক শুরু হয়ে যায় তখন ইন্ডিয়ার সেট ব্যাটসম্যান ও বিট হচ্ছিলো। ইন্ডিয়ার সেট দুটি ব্যাটসম্যান ও পাকিস্তানের পেস বোলিং ফেস করতে হিমশিম খাচ্ছিলো। রউফ এর বলে ক্যাচ আউট হয়ে ৮২ রান করে ফিরে যায় ইশান কিশান এর পরেই পান্ডেয়া ও আফ্রিদির বলে ৮৭ রান করে আউট হয়ে যায়। এরপর সবাই আসে আর যায় মাত্র ২৬৬ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ইন্ডিয়ার ব্যাটসম্যান পাকিস্তানের পেস বোলিং এর তান্ডব দেখেছে বলাই চলে, না ভুল বললাম গোটা বিশ্ব কাল পাকিস্তান এর পেস তান্ডব দেখেছে ।

IMG_20230903_185741.jpg

যাইহোক ভারত পাকিস্তানকে ২৬৭ রানের টারগেট দেয় কিন্তু তখনি শুরু হয় আবার বৃষ্টি, এবার এমন বৃষ্টি যে থামার নাম নেই। একটি নির্দিষ্ট সময় অপেক্ষা করার পর ম্যাচের পয়েন্ট ভাগাভাগি করে নেওয়া হয় অর্থাৎ ম্যাচটি সমাপ্ত হয়না। এটি একটি নো রেজাল্ট ম্যাচ হয়ে থেকে গেল। দুই দলই এক এক করে পয়েন্ট পায়। এশিয়া কাপ ২০২৩ এর প্রথম দল হিসেবে পাকিস্তান সুপার -০৪ এ নিজেদের নাম লেখায়।
এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গতকাল পাকিস্তান ও ভারতের খেলা আমিও দেখেছি। বৃষ্টির জন্য খেলা পড়ে পন্ডই হয়ে গেল। ম্যাচটি কিন্তু বেশ উত্তেজনা ময় হয়েছিল। বেশ ভালো হলো আজকে আপনার পোস্ট পড়ে আরও ভালো করে খেলার বিষয়ে জানতে পারলাম। শুভ কামনা রইল আপনার প্রতি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ভাই খেলাটি আমি অনেক আগ্রহ নিয়ে দেখতে বসে ছিলাম তবে ইন্ডিয়ার খেলা দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। দুইদলের মধ্যে আমার সবথেকে পছন্দের প্লেয়ার ছিল বিরাট কোহলি। যখন বিরাট কোহলি সাত বলে চার রান করে আউট হলো তখন বেশ মন খারাপ হয়েছিল। কিন্তু অবশেষে খেলা পানির জন্য বন্ধ হয়ে যায় তাই এক এক পয়েন্ট দুই দলকে ভাগ করে দেওয়া হয়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট রিভিউ করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

এই ধরনের জমজমাট খেলা যদি বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায় তাহলে কি ভালো লাগে। অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম বৃষ্টি শেষ হয়ে যাবে খেলা দেখতে পারবো কিন্তু শেষে যেন বৃষ্টির জয়লাভ করল।

আপনি একদম ঠিক বলেছেন ভাই এই ধরনের জমজমাট খেলা যদি বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায় তাহলে খুবই খারাপ লাগে।