আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি আমার স্বরচিত কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আমি মাঝে মাঝেই লেখালেখি করি। কবিতা লিখতে বেশ ভালোই লাগে। অবসর সময়ে প্রায়ই আমি কবিতা লেখি। তাই আজ আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাইকে ভালো লাগবে। আজকে আমি একটি কবিতা লিখলাম কবিতার শিরোনাম দিলাম "নতুন ফ্লাটে ওঠার অনুভূতি"।
গদ্য কবিতাটির মূলভাব হলো নতুন ফ্ল্যাটে ওঠার আনন্দ ও উচ্ছ্বাস, যা বড় ভাইয়ের সাথে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত। এই নতুন পরিবেশে ওঠার সময়, পুরনো স্মৃতি এবং সম্পর্কের গভীরতা উঠে আসে। এখানে ভাইয়ের সাথে শেয়ার করা মুহূর্তগুলো, মায়ের হাতের রান্নার গন্ধ, এবং ছোটবেলার খেলনার স্মৃতি একত্রিত হয়ে একটি আবেগময় চিত্র তৈরি করে।
প্রতিটি দেয়াল যেন নতুন গল্প বলছে, এবং আড্ডার মাঝে হারিয়ে যাওয়া সময়গুলো আবার ফিরে আসে। রাতের নিস্তব্ধতায় তারা দেখে, নতুন আশা এবং পরিকল্পনার সুরে জীবন কাটানোর আনন্দ অনুভব করে। নতুন ফ্ল্যাটটি শুধু একটি আবাস নয়, বরং নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়।
সার্বিকভাবে, এটি বন্ধুত্ব, ভালোবাসা এবং একসাথে চলার শক্তি নিয়ে একটি চিত্র। এই নতুন অধ্যায়ে তারা একে অপরকে সমর্থন করবে, এবং নতুন জীবনযাত্রায় একসাথে এগিয়ে যাবে—এমন একটি অনুভূতি ফুটে উঠেছে।
নতুন সূর্যোদয়ের আলোয়,
বড় ভাইয়ের সাথে নতুন ফ্ল্যাটে,
সাজানো সপ্নের রঙিন বাগান,
মেঘের মতো ভাসমান চিন্তা।
দেয়ালগুলো নতুন, গল্পের খোঁজে,
প্রতিটি কোণে হাসির প্রতিধ্বনি,
ভাইয়ের সাথে আড্ডায়,
বাঁধা পড়েছে বন্ধুত্বের সুতোর গাঁথন।
নতুন রান্নাঘরের গন্ধে,
মায়ের হাতের স্বাদ ফিরছে,
ভাইয়ের সঙ্গীসাথী,
শেয়ার করা সেই কৌতূহল,
আলোচনায় আমাদের বুনন।
বালক বয়সের স্মৃতি,
একসাথে হেসে খেলে বেড়ানো,
এখন নতুন পরিসরে,
আঁকছি জীবনের নতুন ছবি।
রাত্রির নির্জনতায়,
আকাশে জ্বলজ্বলে তারা,
বড় ভাইয়ের সাথে,
বয়ে যায় নিত্য নতুন গল্পের স্রোত।
নতুন জীবন, নতুন সম্ভাবনা,
এই ফ্ল্যাট, আমাদের নতুন ঘর,
ভাইয়ের সাথে, হাত ধরাধরি,
একসাথে এক নতুন অধ্যায়।
আমার মায়ের অনুপ্রেরণায় আমার লেখালেখির জগতে আসা। যদিও মায়ের ইচ্ছে পূরণ করতে পারিনা তবে মাঝে মাঝে সময় পেলে কবিতা লেখার ট্রাই করি। আম্মুর পদ্য কবিতাগুলো আমার কাছে দারুণ লাগে। কি চমৎকার করে স্বরবৃও ছন্দে লিখেন। ৮ ৬ মাত্রার এই কবিতাগুলো আমি নিয়মিত ফলো করি এবং সেভাবে লেখার চেষ্টা করি,তবে দু একটি মাত্রা এদিক সেদিক হলে আম্মুর কাছে ঠিক করে নিই। আমার মায়ের লেখা কবিতার অনেক ভক্ত পাঠক আমি দেখেছি দেশ এবং দেশের বাইরেও, যা আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আমার বাংলা ব্লগ পরিবারেও অনেকেই আম্মুর লেখা কবিতাগুলো ভীষণ পছন্দ করে, এটি আমার কাছে অনেক গর্বের। আপনাদের অনুপ্রেরণা পেলে আগামীতে আরো মজার মজার কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো।
এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা ঠিক বলেছেন ভাইয়া কাছের মানুষদের সাথে কাটানো মুহূর্তগুলো সব সময় স্মৃতি হয়ে থাকে। আপনি নতুন বাসায় উঠার অনুভূতি সুন্দর করে কবিতার ভাষায় তুলে ধরেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই খবরটাই জানতে চাইছিলাম আজ। দাদার কাছে শুনলাম আজকে ফ্ল্যাট পরিবর্তন হচ্ছে। মাও আগে বলেছিল। তোমার পোস্টে ছবিগুলো দেখে এবং পড়ে সবটা জানতে পারলাম। এবার দুই ভাই আনন্দ করে একসাথে থাকো। দুজন দুজনের রক্ষাকবচ হয়ে ওঠো। আর কবিতাটিও খুব সুন্দর লিখেছো। আমার ভালবাসা নিও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ও ভালোবাসা নিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে নতুন স্থানে উঠলে নতুন নতুন অভিজ্ঞতা সম্মুখীন হওয়া যায় আর সব কিছু জানো নিজের কাছে সারপ্রাইজ মনে হয়। যাইহোক নতুন বাসায় উঠেছেন দেখে ভালো লাগলো হ্যাংআউটের শুনেছিলাম আপনাদের বাসা বদল করার কথা। কবিতার মাধ্যমে তুলে ধরেছেন দেখে অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ও অনেক ভালো লেগেছে আমার কবিতায় আপনার মন্তব্য দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন ফ্ল্যাট বা নতুন বাসা অন্যরকম একটা আমেজ নিয়ে আসে। দীর্ঘদিন একটা জায়গা থাকলে তো একসময় গিয়ে দেয়াল টাও পরিচিত হয়ে যায়। হঠাৎ নতুন জায়গা শিফট করলে তখন এই দেয়াল কে আবদ্ধ লাগে। চমৎকার লিখেছেন কবিতা টা ভাই। আপনার কবিতা গুলো বরাবরই বেশ চমৎকার হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটি নতুন বাসায় নতুন করে গেলে আলাদা একটা অনুভূতি আসে। আর আপনি নতুন বাসা নিয়ে খুব সুন্দর অনুভূতি দিয়ে কবিতা লিখেছেন। এবং কবিতার মাধ্যমে আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মনের অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন ফ্লাটে ওঠার অনুভূতি মেয়ে খুবই চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছ কবিতাটি পড়ে মুগ্ধ হলাম।আশা করছি আগামীতে আরও সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেবে।শুভকামনা তোমার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit