স্বরচিত কবিতা মনের মতো ভাবি চাই ||

in hive-129948 •  3 months ago 
আসসালামু আলাইকুম/আদাব
আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। গত কয়েকদিন যাবত ইন্টারনেট না থাকায় পোস্ট করতে পারিনি। আজকেও নেট অনেক সমস্যা দেখা দিচ্ছে তবুও পোস্ট করার চেষ্টা করলাম। আজ আমি আমার স্বরচিত কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আমি মাঝে মাঝেই লেখালেখি করি। কবিতা লিখতে বেশ ভালোই লাগে। অবসর সময়ে প্রায়ই আমি কবিতা লেখি। তাই আজ আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাইকে ভালো লাগবে। আজকে আমি একটি কবিতা লিখলাম কবিতার শিরোনাম দিলাম "মনের মতো ভাবি চাই"।

IMG_20241024_215424.jpg

কবিতাটি লেখার অনুভূতি

এই কবিতাটি লেখার সময়, আমার হৃদয়ে এক গভীর আবেগ কাজ করছিল। ভাবির জন্য যে অপেক্ষা, তা যেন একটি নতুন সূর্যের মতো, যা প্রতিদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। বড় ভাইয়ের জন্য মিষ্টি ও মমতাময়ী ভাবির প্রত্যাশা, পরিবারের আনন্দ ও সুখের প্রতীক হিসেবে গড়ে উঠছে। কবিতায় কল্পনা করেছি, ভাবির কোমল হাসি, তার মায়াবী কথা, যেগুলো আমাদের সংসারে একটি উৎসবের আবহ নিয়ে আসবে। তার হাতের রান্না, যে রান্না আমাদের হৃদয়ে সুরের মতো বাজবে, সেই সুখের অনুভূতির কথা ভেবে মন আনন্দে ভরে ওঠে।এটি শুধু একজন ভাবির খোঁজ নয়; বরং একটি নতুন জীবনের সূচনা। ভাবির সঙ্গে ভাইয়ের সম্পর্ক, এবং তার আমার প্রতি যে মমতা, তা যেন আমাদের ছোট্ট পৃথিবীকে ভরে দেবে আনন্দের রং দিয়ে।এই কবিতার মাধ্যমে আমি চেষ্টা করেছি একটি সংবেদনশীল দৃষ্টি দিতে, যেখানে ভাবি আমাদের জীবনে একটি সুখময় অধ্যায় নিয়ে আসবে। একসাথে আমরা সংসারের সুতোর মালা বুনব, যেখানে থাকবে হাসি, ভালোবাসা এবং সম্পর্কের মাধুর্য।মনের মতো ভাবি খোঁজার পেছনে রয়েছে একটি পরিবার গঠনের আশা, যেখানে সকলের জন্য থাকবে ভালোবাসা ও স্নেহ। ভাবির আগমনে হবে নতুন গল্পের সূচনা, এবং আমি সেই গল্পের একমাত্র দেবর হয়ে থাকব, যে নতুন আশায় ভরে উঠবে।আশা করি, এই অনুভূতি পাঠকের হৃদয়ে স্থান করে নেবে, এবং তাদের জীবনেও নতুন একটি ভাবনার সঞ্চার করবে। এই কবিতার প্রতিটি শব্দ যেন জীবনের একটি সুন্দর মুহূর্তের চিত্র।


"মনের মতো ভাবি চাই"
আল হিদায়াতুল শিপু

বড় ভাইয়ের পাশে
একটি নতুন সূর্যোদয়,
যে প্রতিদিনের ক্লান্তিতে নিয়ে
আসবে নতুন আলো।
মিষ্টি হাসি, কোমল কথা,
ভাবির মায়ায় জড়ানো,
সংসার সাজানোর উৎসব।

মমতাময়ী ভাবি, তুমি আসবে
খুশির পাখি হয়ে,
ভালোবাসার সুরে বাঁধবে
আমাদের সব অনুভূতি।
তোমার হাতের রান্নায় বাজবে
আনন্দের সুর,
আমার ছোট্ট মনে গড়ে তুলবে
সংসারের মিষ্টি রূপরেখা।

ভাইয়ের পাশে তুমি হবে
সুখের আঁধার,
আর আমি হব তোমার
একমাত্র দেবর,
যার খুশিতে ভরে যাবে
আমাদের ছোট্ট পৃথিবী,
মনের মতো ভাবি,
তুমি আসো, তোমায় নিয়ে
তৈরি হবে নতুন গল্প।

একসাথে বাঁধবো আমরা এই
সংসারের সুতোর মালা,
যেখানে থাকবে হাসি, থাকবে
মধুর সম্পর্কের রেশ।
তোমার মধ্যে খুঁজে পাবো
মায়ের কোমলতা,
আর ভাইয়ের পাশে,
আমি হবো এক নতুন সঙ্গী,
নতুন আশার রেখা।

মনের মতো ভাবি,
তুমি এসো, আমাদের জীবনে
সুখের রেশমি আঁচলে জড়িয়ে রাখো আমাদের
সব আশা সব ভালোবাসা ।
এই বাড়িতে হবে প্রেমের উষ্ণতা,
বড় ভাইয়ের জন্য তুমি হবে মিষ্টি,
আর আমার জন্য মমতা।


আমার মায়ের অনুপ্রেরণায় আমার লেখালেখির জগতে আসা। যদিও মায়ের ইচ্ছে পূরণ করতে পারিনা তবে মাঝে মাঝে সময় পেলে কবিতা লেখার ট্রাই করি। আম্মুর পদ্য কবিতাগুলো আমার কাছে দারুণ লাগে। কি চমৎকার করে স্বরবৃও ছন্দে লিখেন। ৮ ৬ মাত্রার এই কবিতাগুলো আমি নিয়মিত ফলো করি এবং সেভাবে লেখার চেষ্টা করি,তবে দু একটি মাত্রা এদিক সেদিক হলে আম্মুর কাছে ঠিক করে নিই। আমার মায়ের লেখা কবিতার অনেক ভক্ত পাঠক আমি দেখেছি দেশ এবং দেশের বাইরেও, যা আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আমার বাংলা ব্লগ পরিবারেও অনেকেই আম্মুর লেখা কবিতাগুলো ভীষণ পছন্দ করে, এটি আমার কাছে অনেক গর্বের। আপনাদের অনুপ্রেরণা পেলে আগামীতে আরো মজার মজার কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো।

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা পড়ে খুব ভালো লাগলো। আপনি ভাবির প্রত্যাশা নিয়ে সুন্দর কবিতা লিখেছেন। দোয়া করি ভবিষ্যতে যেন মহান সৃষ্টিকর্তা মনের মত ভাবি আপনাদের কপালে এনে দেন। যেন মায়ের কোলজুড়ে নিজের সন্তানের মত কোন একটা মানুষ আসে।

আশা করছি আপনার ভাইয়া একজন সৎ মানুষ কে জীবন সঙ্গী হিসেবে বেছে নিবেন।আর খুবই তাড়াতাড়ি আপনাদের ঘরে একজন নতুন অতিথি চলে আসবে, আমি এমনটাই প্রত্যাশা করছি।আর আপনি সুন্দর একটি ভাবি প্রত্যাশা উপলক্ষে একটি সুন্দর কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো।

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার মনের অনুভূতিগুলো এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আসলে মনের মত একজন ভাবি খুবই দরকার এবং যার সাথে সবকিছু শেয়ার করা যাবে। আপনার মনের আশা পূরণ হোক।

বাহ আপনি তো দেখতেছি মনের আবেগ দিয়ে সুন্দর কবিতা লিখেছেন।মনের মতো ভাবি চাই কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে ভাই যখন ভাবি আসে তখন পরিবারে আলাদা একটা আন্তরিকতা আসে। আশা করি ভাইয়া ভালো একটি জীবনসঙ্গী পাবে। ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।