বিপিএল বরিশাল বনাম রাজশাহী ম্যাচ রিভিউ ||

in hive-129948 •  22 days ago  (edited)

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ শুরু হয়েছে। আমরা যারা বাংলাদেশে থাকি এবং ক্রিকেট দেখি তারা বিপিএল দেখে থাকি। আমিও বিপিএল এর খেলাগুলো দেখে থাকি। আজকে বিপিএল এর উদ্বোধন ম্যাচ ছিলো। আজ আমি আপনাদের মাঝে বিপিএলের প্রথম ম্যাচ বরিশাল বনাম রাজশাহী এর ম্যাচ রিভিউ করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।


1000040477.jpg

স্ক্রিনশটটি sportzfy app থেকে নাওয়া

ম্যাচের ব্যাটিং করতে নামে দূর্বার রাজশাহী। দূর্বার রাজশাহী এর হয়ে ওপেনিং করতে নামে পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হারিস ও বাংলাদেশের দেশী প্লেয়াএ জিসান আলম নামে। কিন্তু জিসান আলম ২ বলে ০ রানে আউট হয়। এরপর মোহাম্মদ হারিস ১২ বলে ১৩ রান করে আউট হয়ে যায়। এরপর ব্যাটিং করতে আসে রাজশাহী এর ক্যাপ্টেইন এনামুল হক বিজয় ও ইয়াসির আলি রাব্বি। এই দুইজনের মধ্যে চমৎকার একটি পার্টনারশীপ হয়। শুরুর দিকে ধীরে ধীরে সেট হয় এরপর রান বাড়ানোর দিকে নজর দেয়।
রাজশাহী এর হয়ে সবথেকে ইমপ্যাক্টফুল ইনিংস খেলে ইয়াসির আলি রাব্বি।

এনামুল হক বিজয় করে ৫১ বলে ৬৫ রান এবং ইয়াসির আলি রাব্বি ৪৭ বলে ৯৪ রানের অপরাজিত একটি ইনিংস খেলে। এনামুল হক বিজয় আউট হলে রায়ান বার্ল ব্যাটিং করতে আসে ৮ বলে ৯ রান করে ফলে ২০ ওভারে রাজশাহী এর সংগ্রহ দাঁড়ায় ১৯৭ রানে ৩ উইকেট। বরিশালের হয়ে ২টি উইকেট নেয় মায়ার্স আরেকটি উইকেট নেয় ফাহিম আশরাফ।


1000040450.jpg

1000040451.jpg

স্ক্রিনশটগুলো sportzfy app থেকে নাওয়া।

১৯৮ রানের টার্গেটে ব্যাটিং করতে নামে বরিশাল। কিন্তু বরিশালের শুরুটা ভালো হয়না। বরিশালেএ হয়ে ওপেনিং করতে আসে নাজমুল শান্ত ও বরিশালের ক্যাপ্টেইন তামিম ইকবাল। কিন্তু নাজমুল শান্ত গোল্ডেন ডাক খায় এবং তামিম ইকবাল ৫ বলে ৭ রান করে আউট হয়। এরপর ব্যাটিং করতে নামে তৌহিদ হৃদয় ও মায়ার্স, কিন্তু মায়ার্স ও ৫ বলে ৬ রান করে আউট হয়ে যায়। এরপর হৃদয় ও মুশফিকুর রহিমের মধ্যে ছোট্ট একটি পার্টনারশীপ হয়ে ওঠে। কিন্তু রহিম ১১ বলে ১৩ রান করে আউট হয়ে যায়। এরপর মাহামুদুল্লাহ রিয়াদ ও শাহিনশাহ আফ্রিদি এর মধ্যে একটি সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয়ে উঠে। আফ্রিদি ১৭ বলে ২৭ রান করে আউট হয়ে যায়।

এরপর মাহামুদুল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফ দুইজনেই ম্যাচ জয়ী ইনিংস খেলে। মাহামুদুল্লাহ রিয়াদ মাত্র ২৬ বলে ৫৬ রানের অপরাজিত একটি ইনিংস খেলে। অপরদিকে ফাহিম আশরাফ মাত্র ২১ বলে ৫৪ রানের একটি অপরাজিত ইনিংস খেলে। ফলে টিম মাত্র ১৮.১ ওভারে ম্যাচটি জিতে যায়। ১৮.১ ওভারে বরিশালের স্কোর দাঁড়ায় ২০০ রানে ৬ উইকেট। রাজশাহী এর হয়ে ৩ টি উইকেট নেয় তাসকিন, ২ টি নেয় হাসান মুরাদ ও আরেকটি উইকেট নেয় জিসান আলম।


1000040466.jpg

1000040468.jpg

স্ক্রিনশটগুলো sportzfy থেকে নাওয়া।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

1000040511.jpg

1000040509.jpg

1000040443.jpg

অনেক সুন্দর একটি খেলা আমাদের মাঝে রিভিউ করেছেন আপনি। আপনার এই রিভিউ পোস্ট পড়ে এবং দেখার মধ্য দিয়ে বরিশাল ও রাজশাহীর ম্যাচ সম্পর্কে ধারণা পেলাম। অবশ্য খেলাটা আমার দেখা হয়নি তবে আপনার মাধ্যমে কিন্তু যথেষ্ট জানতে পারার সুযোগ হলো।

বিপিএল খেলা যে শুরু হয়ে গিয়েছে এটা তো আমার জানাই ছিল না ভাই। বিপিএল খেলাতে তো দেখছি অনেক বেশি রান হচ্ছে। দেখি কালকে থেকে বিপিএল খেলা দেখা শুরু করে দিতে হবে।

ম্যাচটি দেখে মনে হয়েছিল যে রাজশাহী জিতবে।কিন্তু এই ভাবে যে পুরো ম্যাচ ঘুরে যাবে ভাবেনি।যাইহোক পুরো ম্যাচটি না দেখলেও মাহমুদউল্লাহ দারুণ ব্যাট করছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

বিপিএল এর এই আসরের প্রথম ম‍্যাচ ছিল এইটা। এবং প্রথম ম‍্যাচ টাই বেশ জমজমাট। বিশেষ করে বরিশালের তিনজন ব‍্যাটসম‍্যান এর প্রশংসা করতেই হয়। তাদের জন‍্যই একেবারে হারা ম‍্যাচ জিতে যায় তারা। বেশ চমৎকার একটা ম‍্যাচ রিভিউ দিয়েছেন ভাই।