বন্ধুদের সাথে পদ্মবিল ঘুরতে যাওয়ার অনুভূতি ||

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। হাত ভাঙ্গার পর থেকে বাসা থেকে তেমন একটা বের হইনি, আজ অনেকদিন পর বন্ধুদের সাথে নীলফামারী সিংদই পদ্মবিল ঘুরতে গিয়েছিলাম। আমাদের নীলফামারীতে একটি অনেক সুন্দর পদ্মবিল রয়েছে। এখানে আগেও বেশ কয়েকবার গিয়েছি। আজ অনেকদিন পর বন্ধুরা মিলে প্লান করে বিকেল বেলা পদ্মবিল ঘুরতে গিয়েছিলাম। বন্ধুদের সাথে নীলফামারি পদ্মবিল ঘুরতে যাওয়ার অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভাল লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।

IMG20230905170141.jpg

আজকে সকালের দিকে আমরা প্লান করি পদ্মবিল ঘুরতে যাব। তাই বিকেলে সবাই শহীদ মিনারে দেখা করি। এবং শহীদ মিনার থেকে একটি অটো করে নীলফামারী সিং দই পদ্মবিলের উদ্দেশ্যে রওনা দেই। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আমরা নীলফামারী সিংদই পদ্মবিলে পৌঁছে যাই। নীলফামারী শহীদ মিনার থেকে সিং দই পদ্মবিলের দূরত্ব খুব বেশি একটা না।
এরপর সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে নৌকার টিকিট কাটি। আমরা সাতজন মিলে গিয়েছিলাম তাই সাত জন মিলে একটি নৌকা ঠিক করি অর্থাৎ সেই নৌকায় শুধুই আমরা সাতজন থাকবো। কিছুক্ষণ পরেই আমরা সাতজন মিলে নৌকায় উঠি। আমরা ৭ জন ও নৌকার একজন মাঝি নিয়ে নৌকাটি রওনা শুরু করে। নৌকায় এরকম ঘুরাঘুরি করতে খুবই ভালো লাগে আমার।

IMG20230905164421.jpg

আমরা সব বন্ধুরা মিলে পদ্মবিলে নৌকায় ঘুরতে থাকি। এখান থেকে প্রকৃতির সৌন্দর্য ছিল উপভোগ করার মত। আজকে ছিল একদম প্রখর রোদ। কিন্তু নৌকায় করে ঘুরতে বেশ ভালোই লাগছিল। আমরা নৌকায় করে পদ্ম বিলের একদম মাঝামাঝি চলে এসেছিলাম। এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে তুলেছিলো। এ যেন চোখের শান্তি।

IMG20230905164910.jpg

IMG20230905164353.jpg

IMG20230905164049.jpg

নৌকার মধ্যে সবাই মিলে আড্ডা দিতে থাকি। বেশ মজা হয়, আসলে বন্ধুদের সাথে এরকম সময় কাটাতে কার না ভালো লাগে। নৌকায় আমরা সব বন্ধুরা আড্ডা দিতে দিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকি। এখানে এসে নৌকায় উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। সব বন্ধুরা মিলে নৌকায় বেশ ভালো একটি সময় উপভোগ করি। বন্ধুদের সাথে নৌকায় এরকম আড্ডা, মজা একসময় স্মৃতি হয়ে থাকবে।

IMG20230905164607.jpg

এরপর কিছুক্ষণ পরে আমাদের নৌকা তীরে এসে পৌঁছায়। আমাদের সময়টি খুব ভালো কেটেছিল। নৌকা রাইড শেষ করে আমরা একটি অটো নিয়ে বাসায় ফিরে আসি। আজকের মত এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে বন্ধুরা কয়েকজন মিলে ঘুরতে গেলে সেই ঘোড়ার আনন্দ অন্যরকম । আর সেটা যদি হয় নৌকায় তার আনন্দ তো আরো অন্যরকম ।যদিও পদ্ম বিলে কখনো ঘোরার অভিজ্ঞতা হয়নি। তবে দেখে বেশ ভালো লাগে ।আপনার পদ্ম বিলে ঘোরার অভিজ্ঞতা সত্যি ভীষণ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

বেশ আনন্দঘন একটি মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইজান। খুবই ভালো লাগলো এই বন্ধুদের সাথে বিলের মাঝে ঘুরতে যাওয়ার অপরূপ দৃশ্য দেখে। এভাবে শাপলার মাঠ অথবা পদ্ম পাতার মাঠ অথবা বিল ঘুরে বেড়ানোর মজা আলাদা।

আপনি ঠিক বলেছেন এরকম পদ্মা বিল ঘুরে বেড়ানোর মজাই আলাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।