পড়াশোনার তাগিদে নীলফামারী ছাড়লাম ||

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি বেশ কয়েকদিন যাবত আমার বাংলা ব্লগে পোস্ট করতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। আমি বেশ কয়েকদিন যাবত পোস্ট করতে পারিনি কারণ আমার ফোনটি নষ্ট হয়ে গিয়েছিলো,হটাৎ করে ফোনটি রিসেট নিয়ে আর অন হচ্ছিলো না। ফোনটির স্ক্রিন বারবার অফ অন করছিলো। তাই পরের দিন আমি আমার ফোনটি কাস্টোমার কেয়ারে দেই ঠিক করার জন্য। আর আপনারা জানেন কাস্টোমার কেয়ারে ফোন ঠিক করতে বেশ কিছুদিন সময় লাগে। ফোন দেয়ার ৭ দিন পর তারা আমার ফোনটি ঠিক করে দেয়। আমার কাছে ফোন না থাকায় ও আমার ফোনটি নষ্ট হয়ে যাওয়ায় আমি আমার বাংলা ব্লগে পোস্ট করতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এখন ফোন পেয়েছি, ইনশাআল্লাহ এখন থেকে আবার আগের মতো কাজ করবো।
আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার শেষ পোস্টে আপনারা জেনেছেন আমার নতুন ভার্সিটিতে ভর্তি সম্পর্কে। সেদিন আমি ভর্তি হয়ে পরেরদিন নীলফামারী ফিরে যাই কারণ আমার ক্লাস ছিলো এই মাসের ২৩ তারিখ থেকে। বাসায় গিয়ে সবকিছু নিয়ে আসার জন্য হাতে খুব বেশি একটা সময় ছিলো না এরই মাঝে আমার ফোনটি নষ্ট হয়ে যায়। কালকে ফোনটি হাতে পেয়েছি। কালকে রাতেই আবার আমার বাস ছিলো নীলফামারী থেকে রামপুরা অব্ধি । নতুন জীবনের শুরু করার উদ্দেশ্যে বাসা থেকে প্রয়োজনীয় কাপাড় ও জিনিসপত্র নিয়ে রওনা দেই। আজকে আমি আপনাদের সাথে নিজের নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে নীলফামারী থেকে নারায়ণগঞ্জ বরপা আসার অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে৷ তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

1000010801.jpg

আমার বাস ছিলো রাত ৮ টায়। সকালেই সব ব্যাগ গোছগাছ করে নিয়েছিলাম। প্রয়োজনীয় সব জিনিসপত্র ও কাপড় গোছগাছ করে রেখেছিলাম। আমি শ্যামলী এন্টারপ্রাইজ এর টিকিট কেটেছিলাম কারণ নীলফামারী থেকে মাত্র একটি বাসেই রামপুরা অব্ধি আসে। যেহেতু বাস ছিলো রাত ৮ টায় তাই আমি ৭'৩০ এই বাসা থেকে বের হই, আমার সাথে ছিলো আমার আব্বু। আব্বুর সাথে একসাথে নীলফামারী বাস টার্মিনাল এ আসলাম। এখানে আমার একটি বন্ধু এসেছিলো আমার সাথে দেখা করতে। আসলে বিশাল আমার অনেক ভালো বন্ধু স্কুল, কলেজ জীবন আমাদের একসাথে কেটেছে। আজ আমি তার থেকে অনেক দূরে চলে যাচ্ছি তাই আমার সাথে দেখা করতে এসেছে আর কবে দেখা হবে ভাগ্য ছাড়া আর কেউ বলতে পারে না। তার সাথে দেখা হলো একসাথে কিছুক্ষণ আড্ডা হলো। আমার বাসটি লেট হয়েছিলো ৮ টার বাস ৮ টা ৩০ এর পর আসে,ততক্ষণে আমি আর বিশাল একসাথে গল্প করতে থাকি। বাস আসলে আব্বু আর বিশাল আমাকে বাসে উঠিয়ে দিয়ে বিদায় জানায়। আমার ও অনেক খারাপ লাগছিলো সবার থেকে দূরে যেতে কিন্তু কি আর করার এরিই নাম জীবন এরই নাম বাস্তবতা।

1000010804.jpg

যেহেতু বাস লেট করে এসেছিলো তাই এখানে আর বেশি দেরী করে না। আসার ২-৩ মিনিট পরেই বাস ছেড়ে দেয়। নীলফামারীতে ২ দিন থেকেই অনেক বৃষ্টি হচ্ছিলো। কালকেও সারাদিন এখানে মুসুলধারে বৃষ্টি হচ্ছিলো। রাতেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো। বাসটি যখন সৈয়দপূর ক্রস করে তখন আবার মুসুলধারে বৃষ্টি শুরু হয়। আমি একদম জানালার পাশে বসেছিলাম তাই বাইরে থেকে খুবই শীতল বাতাস মনকে মুগ্ধ করে তুলছিলো।

1000010821.jpg

এরপর বাসের মধ্যে একটু ছোট্ট ঘুম দেই। বাস ফুড ভিলেজে থামলে এখানে খাওয়া দাওয়া করে নেই। এরপর আবার বাস ছাড়লে শাখ রুখ খানের একটি আগের মুভি চেন্নাই এক্সপ্রেস দেখতে দেখতে আসি। মাঝখানে বাসের কি জানি সমস্যা হয়েছিলো সেটি ঠিক করতে প্রায় ১ ঘন্টার মতো সময় লাগে। এরপর ভোর ৭ টায় বাস আমাকে রামপুরা ব্রীজে নামায় দেয়।

1000010858.jpg

1000010859.jpg

এরপর রামপুরা থেকে লোকাল বাসে করে স্টাফ কোয়ার্টার আসি, রামপুরা থেকে স্টাফ কোয়ার্টার এর ভাড়া হচ্ছে ২৫ টাকা। যেহেতু ভোর ছিলো রাস্তায় তেমন একটা জ্যাম ছিলো না। তাই কিছুক্ষণের মধ্যেই স্টাফ কোয়ার্টার চলে আসি। এরপর স্টাফ কোয়ার্টার থেকে লেগুনা করে বরপা তে চলে আসি। স্টাফ কোয়ার্টার থেকে বরপা লেগুনা ভাড়া হচ্ছে ২০ টাকা। এরপর বরপা থেকে একটি রিক্সা নিয়ে ভাইয়ার এখানে চলে আসি।

1000010876.jpg

আজকের মতো এখানেই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে পড়ার জন্য। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটাই আমাদের জীবনের চিরন্তন বাস্তবতা ভাইয়া। ভালো লেখাপড়া অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে নিজের এলাকার মায়া ত্যাগ করে দূরে চলে যেতে হবে। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আপনার মনের ইচ্ছা পূরণ হয়।

দোয়া রাখেন ভাইয়া যেন মানুষের মত মানুষ হয়ে প্রতিষ্ঠিত হতে পারি।

পড়াশোনার জন্য নিজের অঞ্চল ছেড়ে যেতে ভিষণ খারাপ লাগে। তার পরেও ভালোভাবে শিক্ষিত হওয়ার জন্য আমাদের বাইরে যাওয়া জরুরী হয়ে পড়ে। আপনি নিজের অঞ্চল ছেড়ে অন্য জায়গায় পড়াশোনা করার জন্য যাচ্ছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেয়ার জন্য।

এ্টাই বাস্তব।জীবনের প্রয়োজনেই নিকট আত্মীয় স্বজন ছেড়ে আসতে হয়। যদিও তাদের ছেড়ে আসতে কস্ট হয়।আশাকরি আপনি আপনার আশা পূরন করতে সক্ষম হবেন। অনেক অনেক শুভ কামনা আপনার আগামী ভবিষ্যতের জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য।

এটাই জীবন ।মানুষকে জীবনের তাগিদে নিকট আত্মীয় স্বজন ছেড়ে আসতে হয় । নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই চেস্টা করে। আপনিও সেই জন্য আপন জনদের ছেড়ে এসেছেন। আশাকরি আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে সক্ষম হবেন। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভ কামনা।

আপনি ঠিক বলেছেন মানুষকে জীবনের তাগিদে নিকট আত্মীয় ছেড়ে আসতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শুভকামনা করার জন্য।

মোটামুটি বেশ সকালে গিয়েছেন বলে ঢাকাতে জ‍্যামে পড়েন নাই। এই যে লেখাপড়ার জন্য একবার বাড়ি ছাড়লেন ঠিক আবার কবে পার্মানেন্টলি বাড়ি ফিরবেন সেটার কোনো ঠিক নেই ভাই। নীলফামারী থেকে রামপুরা পযর্ন্ত আপনার জার্নিটা পড়ে ভালো লাগল। আপনার নতুন ভার্সিটি জীবনের জন্য শুভকামনা।।

Posted using SteemPro Mobile

দোয়া রাখবেন ভাই যেন আমি আমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি।

লেখাপড়ার জন্য প্রিয় মানুষদেরকে ছেড়ে আসতে হয়।এটাই বাস্তবতা।সব জায়গায়ই এখন খুব বৃষ্টি হচ্ছে মনে হয়।আপনার জার্নির অনুভূতি গুলো পড়ে খুব ভালো লেগেছে ভাইয়া।জীবনে সফলতা আসুক এমনটাই আশাকরি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।