বইমেলায় মায়ের সাথে কাটানো কিছু সময় ||

in hive-129948 •  10 months ago 

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে ভালোবাসা দিবস ও বসন্তের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি কালকে আপনাদের মাঝে একটি পোস্ট করেছিলাম বাংলাদেশ ভারত আধ্যাত্মিক কবিতা উৎসব ২০২৪ নিয়ে। আপনারা যারা আমার ব্লগটি পড়েছেন তারা জানেন প্রোগামটি দুপুরে শেষ হয়ে যায়। প্রোগামটি শেষ এ আমি ও আম্মু বই মেলায় গিয়েছিলাম। মায়ের সাথে কিছু সময় বই মেলায় থাকার অনুভূতি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

IMG_20240226_003103.jpg

প্রোগামটি শেষ করার পর প্রেস ক্লাবের সামনে থেকে একটি রিক্সায় করে বই মেলায় যাই। কালকে যেহেতু শনিবার ছিলো সরকারি বন্ধের দিন ছিলো তাই কালকে মেলায় অনেক বেশি ভীর ছিলো। সরকারি ছুটির দিনগুলোয় মেলায় অনেক বেশি ভীর থাকে। আমি আর আম্মু মেলার ভেতরে প্রবেশ করি।
মেলায় ঢুকতেই প্রথমে শিশু-চত্বর এর দিকে যাই কারণ এইদকেই চিল্ড্রেন হ্যাভেন পাবলিকেশন এর স্টল ছিলো। শিশু-চত্বরে অনেকগুলো শিশু খেলা করছিলো। এটিতে সিসিম-পুর এর সকল কাস্টগুলো ও প্রোগাম আয়োজন করে। যেটি দেখে শিশুরা অনেক বিনোদন পায়। আমিও ছোটতে সিসিম-পুর দেখতাম এবং আমার অনেক প্রিয় ছিলো সিসিমপুর।

IMG20240224163538.jpg

এরপর আমার বাংলা ব্লগের সম্মানিত হাফিজুল্লাহ ভাই মেলায় আমাদের সাথে দেখা করে ও তিনি আম্মুর "সাথীর শত কবিতা" ও "অবারিত নীল" বইটি সংরক্ষণ করে। "অবারিত নীল" বইটিতে তার কবিতা রয়েছে। তিনি আমাদের নিয়ে মেলার অপর প্রান্তে যায় অর্থাৎ যেদিকে কফিশপ রয়েছে সেদিকে। আমাদের ৭৩৬ নাম্বার স্টল থেকে আমা কফিশপটি ঠিক অপরপ্রান্তে অবস্থিত। তিনি আমাদের সবাইকে কফি ট্রিট দেন। ওনার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লেগেছে।
এরপর হাফিজুল্লাহ ভাই আমাদের থেকে বিদায় নেয়। তারপর আমি আর আম্মু মেলার স্টলগুলো ঘুরতে থাকি। মেলায় অনেক ভীর থাকায় ভালোভাবে স্টলগুলো ঘুরে দেখা সম্ভব হচ্ছিলো না তাও যতোটুকু সম্ভব বইয়ের স্টলগুলো ঘুরে দেখতে থাকি।

IMG20240224174658.jpg

এরপর বইমেলা থেকে বের হয়ে বাংলা একাডেমীতে প্রবেশ করি। সেখানে নজরুল মঞ্চ এর আশে পাশের স্টলগুলোয় ঘুরে দেখতে থাকি। এখানেও বেশ ভালো ভালো বই এর স্টল বসেছে। এখানকার কিছু স্টল আমার কাছে অনেক ভালো লেগেছে।
আজকের মতো এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকে প্রথমবার আপনার পোস্ট দেখলাম বেশ ভালো লাগলো। আরও ভালো লাগলো মায়ের সাথে বইমেলায় সময় কাটিয়েছেন দেখে।আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

আপনি এবারই আমার পোস্ট প্রথম পড়েছেন জেনে ভালো লাগলো। আপনার জন্যেও অনেক শুভকামনা রইলো।

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন । বইমেলাতে আপনার মায়ের সাথে কাটানো কিছু সময় আমাদের মাঝে শেয়ার করেছেন। বইমেলাতে আপনাদের সাথে সেখানে হাফিজুল্লাহ ভাই দেখা করতে এসেছিল জানতে পেরে বেশ ভালো লাগল পরবর্তীতে একটি বই সংগ্রহ করেছিল। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

বইমেলা আসলেই যেন প্রাণের উৎসব। বইমেলার সাথে বাঙ্গালীদের যেন হৃদয়ের টান রয়েছে। আপনাদের মা ছেলের একসাথে বইমেলায় দারুন একটি বিকেল কাটানোর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাদের ছবিগুলো দেখে বেশ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

আপনি ঠিক বলেছেন বইমেলার সাথে বাঙ্গালীদের যেন হৃদয়ের টান রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

একুশের বইমেলায় মায়ের সাথে চমৎকার একটি সময় কাটিয়েছেন আপনি। আপনার লেখাগুলো পড়ে আবার খুবই ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লাগলো হাফিজুল্লাহ ভাইয়ের সাথে আপনাদের দেখা হওয়ার বিষয়টি জানতে পেরে। বইমেলায় মায়ের সাথে কাটানো চমৎকার একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

সত্যি সেদিনের বিকেল বেলাটি খুবই চমৎকারভাবে আমরা সবাই উপভোগ করেছি।
এত এত ভালোলাগা মনে রাখার মত।এত চমৎকার একটি ব্লগ পড়ে সত্যিই অনেক ভালো লেগেছে।ভালো থেকো সবসময় অনেক অনেক দোয়া ও ভালবাসা।

ধন্যবাদ তোমাকে আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

মেলাতে ঘুরতে আমাদের সবারই কম বেশি ভালো লাগে।আপনি আপনার মায়ের সঙ্গে মেলার মাঠে অনেক সুন্দর একটি সময় উপভোগ করেছেন।আপনার মায়ের লেখা সাথীর শত কবিতা বইটির রিভিউ করে অনেক ভালো লেগেছে। আপনার কাটানো সুন্দর কিছু মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

আপনাদের সাথে হাফিজুল্লাহ ভাইয়ের দেখা হয়েছিল এটা শুনেইতো খুব ভালো লেগেছে। হাফিজুল্লাহ ভাইয়ের সাথে আপনাদের দেখা হয়েছিল এটা আপনার আম্মুর পোস্টে পড়েছিলাম। উনাকে বিদায় জানানোর পর আপনি এবং আপনার আম্মু খুবই ভালো সময় কাটিয়েছিলেন বইমেলাতে। বইমেলায় মায়ের সাথে অন্যরকম সময় কেটেছিল বুঝতেই পারতেছি দেখে। আপনাদের কাটানো এই সুন্দর মুহূর্তটা আমি ভীষণ ভালোভাবেই উপভোগ করলাম। মায়ের সাথে কাটানো মুহূর্তটা সবার মাঝে সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে আপনার মূল্যবান মন্তব্য এর জন্য।

সবাই মিলে বই মেলায় গিয়েছিলেন দেখে অনেক ভালো লেগেছে। আর মায়ের সাথে বইমেলায় ভালো সময় কাটিয়েছিলেন, যেটা আপনাদের দেখেই বুঝতে পারতেছি। বইমেলাতে হাফিজুল্লাহ ভাইয়ের সাথে ও সবার দেখা হয়েছিল এই বিষয়টা জেনে তো আরো বেশি ভালো লাগলো। এটা প্রথমবার জেনেছিলাম আপনার আম্মুর কাছ থেকে। আপনার আম্মুর পোস্ট পড়েই জেনেছিলাম বিষয়টা। বইমেলার স্টল গুলোতে ভালোই ঘোরাঘুরি করলেন তাহলে। ভালোই উপভোগ করেছিলেন দেখছি সব কিছু।

আপনি ঠিক বলেছেন ভাই ভালোই উপভোগ করেছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

বইমেলা গিয়ে আপনি ভালোই সময় কাটিয়েছেন। বই মেলাতে গেলে নিজের কাছে ভালো লাগে। শুনে খুব ভালো লাগলো আমাদের প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের সাথে আপনার দেখা হয়েছে। আর সরকারি বন্ধর দিন এমনিতে মেলায় মানুষ বেশি হয়। যদিও মানুষের ভিড়ে আপনাদের চলাফেরা করতে একটু সমস্যা হয়েছে। আর আপনার ফটোগ্রাফি এবং পোস্ট পড়েই বোঝা গেল আপনি খুব ভালো সময় কাটিয়েছেন। অসংখ্য ধন্যবাদ সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।