হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আমার সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট স্ট্রাকচারাল প্রোগামিং ল্যাংগুয়েজ কোর্সের ল্যাব ক্লাস আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।
আমার এই ক্লাসটি ছিলো গত বুধবার সকাল ১১'১০ থেকে দুপুর ১'৪০ পর্যন্ত। আমাদের ল্যাব ক্লাস ২ ঘন্টা ৩০ মিনিট ধরে হয়। তো এই ক্লাসের শুরুতেই আমাদের শেখানো হয় ইউজার থেকে ইনপুট নিয়ে সেই ইনপুটগুলোর গড় বের করা। অর্থাৎ ইউজার যতগুলো নাম্বার দিবে ঠিক ততগুলো নাম্বার এর গড় বের করার পদ্ধতি শেখায়। ফর লুপ ব্যবহার করে আমাদের এই সমস্যার সমাধান শেখানো হয়।
এরপর আমাদের শেখানো হয় সারি সারি ১ ০ ১ ০ ১ ০..... এরকম আউপুট অর্থাৎ ইউজার একটি ইনপুটে যেই নাম্বারটি দিবে ঠিক ততো সংখ্যক বার ১ ০ আউপুটে শো করবে। ধরা যাক, আমি ইউজার আমি যদি ইনপুট হিসেবে ৫ দেই তাহলে আউটপুট আসবে ১ ০ ১ ০ ১।
এরপর আমাদের শেখানো হয় কোনো সংখ্যার রিভার্স সংখ্যা কিভাবে বের করতে হয়। অর্থাৎ ইউজার ইনপুটে যেই সংখ্যা দেবে আউপুটে সেই সংখ্যার রিভার্স শো করবে। ধরা যাক ইউজার ইনপুটে একটি সংখ্যা ১৩৫৭৯ দিলো আউপুটে এটি শো করবে ৯৭৫৩১।
এরপর আমাদের শেখানো হয় ফিবোনাক্কি সিরিজের কোড। আমরা অনেকেই পরিচিত ফিবোনাক্কি সিরিজের সাথে। ফিবোনাক্কি সিরিজ হলো এমন একটি সিরিজ যার প্রথম দুটি সংখ্যার যোগফল হবে পরবর্তী সংখ্যা। ফিবোনাক্কি সিরিজের প্রথম দুটি সংখ্যা হলো ০ ও ১ এই দুইটি সংখ্যার যোগফল ১ এবার ১ ও ১ এর যোগফল ২ এরপর ২ ও ১ এর যোগফল ৩ এরপর ৩ ও ২ এর যোগফল ৫ এভাবে চলমান থাকে এই সিরিজটি। আমাদের কোডে প্রথমে এই সিরিজের প্রথম দুটি সংখ্যা ডেডিকেট করে দিতে হয়।
এরপর আমাদের আরো কিছু এরকম সমস্যা ও সমাধান দেখানো হয়। কোডিং করতে বেশ ভালোই লাগে এখন। কোনো সমস্যা দেখলে সেটি না পারলেও সলভ করার চেষ্টা করি। আবার কোনো সমস্যা অনেকগুলো ওয়ে থেকে সলভ করা যায় সেইগুলো নিজে নিজে ট্রাই করি। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন যেন আমি ভালো যায়গায় পৌঁছাতে পারি।
আজকের মতো এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।