আমার করা কিছু ফটোগ্রাফি ||

in hive-129948 •  2 years ago 


আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।


বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি ফটোগ্রাফি ব্লগ নিয়ে হাজির হলাম আমি @bdhero । আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আমি মাঝে মাঝেই ফটোগ্রাফি করে থাকি। আমার রিসেন্ট তোলা কিছু ফটোগ্রাফি আজ আপনাদের সামনে তুলে ধরবো। এই ফটোগ্রাফি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার সার্থকতা।তবে চলুন বন্ধুরা ফটোগ্রাফি গুলো এক এক করে দেখে আসি।

ফটোগ্রাফি - ০১

IMG20230623154546.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

এই ছবিটি আমি একটু আগেই তুললাম। আমাদের বেলকনির একটি টবে এই ফুলের গাছটি লাগানো রয়েছে। অনেকগুলো ফুল ফুটেছে ফুলগুলো দেখতে অসাধারণ লাগছে, তাই এই ছবিটি ক্যামেরাবন্দী করে আপনাদের সামনে তুলে ধরলাম।

ফটোগ্রাফি--০২

IMG20230623154655.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

এই ফটোগ্রাফিটি ও আমি একটু আগেই করলাম। এটি আমাদের বাগানের গোলাপ ফুল। গোলাপ ফুলটি যদিও ভালোভাবে ফুটেনি তবুও ফুলটি দেখতে বেশ সুন্দর লাগছে।

ফটোগ্রাফি -০৩

IMG20230621131444.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

এই ফটোগ্রাফিটি ও আমাদের বাগানে করা। এটি হলো লেবু গাছ, আর লেবুর সাথে চমৎকারভাবে এর পাশে ফুলটি ফুটেছে তাই এই ছবিটি কিছুক্ষণ আগে ক্যামেরাবন্দী করি। আশা করি আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি -০৪

IMG_20230623_161901.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

এই ছবিটি নীলফামারী শিল্প ও বাণিজ্য মেলায় করেছি। মেলার ভেতরের ছবিটি আপনাদের ভালো লাগবে আশা করি। টাওয়ার এর সাথে চরকি রাইডটি ফুটে উঠেছে এই ছবিতে।

Location: https://maps.app.goo.gl/L2nFWxeohiqce83R9


ফটোগ্রাফি -০৫

IMG20230623154605.jpg
3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

সবগুলো ফটোগ্রাফি আমার ফোন দিয়ে তোলা।
Device: OPPO F19

এই ছবিটি আমাদের বাসার জামরুল গাছের। গাছে অনেক ফল ধরেছে, থোকাগুলা বেশ সুন্দর দেখাচ্ছিলো তাই জামরুলসহ জামরুল গাছের ফটোগ্রাফিটি কিছুক্ষণ আগেই ক্যামেরাবন্দী করি।আশা করি আপনাদের সবার জামরুল খেতে ভালোই লাগে।
এই ছিলো আমার করা কিছু ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। এতক্ষণ ধরে আমার ব্লগটি মনোযোগ দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

তোমার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।
কিন্তু তোমার বেলকনিতে তোলা নয়ন তারা ফুলের প্রথম ছবিটা অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠেছে।আগামীতে তোমার কাছে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আশা করছি।অনেক অনেক শুভকামনা তোমার জন্য♥♥

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

ভাই আপনি আজকে আমাদের মাঝে কিছু অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে দেখতে সব থেকে বেশি ভালো লেগেছে জামরুল ও লেবুর ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ আমার পোস্টটি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনার আজকের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া। আপনি আপনাদের ফুল গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন। লেবু ফুল খুব সুন্দর লাগছে।আর এতো এতো জামরুল ধরেছে গাছে। সবগুলো বড় হলে তো এতো খাওয়ার লোকও পাওয়া যাবে না।খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

হ্যা আপু আমাদের গাছে অনেক জামরুল ধরে, খাওয়ার লোকের অভাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ভাই আপনার ফটোগ্রাফিতে নয়নতারা ফুলটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মনে হচ্ছে একদম ঝকঝকে চকচকে পরিষ্কার আবহাওয়ায় নয়নতারা ফুলের ফটোগ্রাফি করেছেন। মনে হচ্ছে এই সুন্দর ফুলটি আপনার বেলকনির শোভা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলো খুবই পারদর্শিতার সাথে ক্যাপচার করেছেন। আমার কাছে প্রতিটি ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আমাদের বাসার বেলকনিতে এরকম নয়নতারার কয়েকটি চারা আছে, যা বাসার সৌন্দর্য অনেক বৃদ্ধি করে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার তোলা কয়েকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক দক্ষতা সহকারে প্রতিটি ফটোগ্রাফি তুলেছেন। আপনার তোলা ফটোগ্রাফির মধ্যে আমার কাছে প্রথম ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। এরকম আরো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভেচ্ছা রইল

দোয়া রাখবেন আপু আমি যেন আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে পারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ভাইজান আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। যেখানে আমি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা ফটোগ্রাফির মাঝে বিশেষ করে কিছু ফুলের ফটোগ্রাফি রয়েছে। সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে। আশা করি এভাবে আরো অনেক ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্যদের মন ভরিয়ে রাখবেন।

দোয়া রাখবেন ভাইজান আমি যেন আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে পারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন।গাছ ভরা জামরুল দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

তোমার এইসব ফটোগ্রাফি দেখে সত্যি অনেক অনেক ভালো লাগছে।তুমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলো।তোমার তোলা প্রত্যেকটি ছবি দেখতে অসাধারণ।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।