অনেকদিন পর ভার্সিটি ক্যাম্পাসে ||

in hive-129948 •  3 months ago 

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। গত মাসের ১৫ তারিখ থেকে ছাত্র আন্দোলনের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয় তারপর একদম ১ মাস ১৫ দিন পরে দীর্ঘ একটা ছুটি কাটানোর পর ভার্সিটি খোলে। প্রায় ৪৫ দিন পরে আবার ভার্সিটি গিয়েছি আজকে, অনেকদিন পর ভার্সিটির সকল বন্ধুদের সাথে দেখা হলো। আজ আমি আপনাদের মাঝে লম্বা একটা ছুটির পর আবার ভার্সিটিতে গিয়ে ক্লাস করা ও বন্ধুদের সাথে সময় কাটানো নিয়ে একটি পোস্ট করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক৷


1000012690.jpg

আজ প্রায় ৪৫ দিন পরে ভার্সিটি খুলেছে। আমি গত জুলাই মাসের ২৫ তারিখে ঢাকা থেকে নীলফামারী এসেছিলাম। ঢাকা থেকে নীলফামারী আসার সময় এটা ভাবতেও পারিনি যে বাসায় এতোদিন থাকা লাগবে। যাইহোক পরিস্থিতি স্বাভাবিক হাওয়ার পরে ভার্সিটি থেকে অফিশিয়ালভাবে নোটিশ দেয়া হয় যে ১ ই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। এই নোটিশ এর কারণে আমি গত ৩০ ই আগষ্ট নীলফামারী থেকে ঢাকায় এসেছি। এ নিয়ে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ পোস্ট ও শেয়ার করেছি। এতোদিন পরে আবার ভার্সিটিতে আসতে পেরেও ভালো লাগছে, সব বন্ধুদের সাথে আবার নতুন করে অনেকদিন পর দেখা করেও অনেক ভালো লাগছে।

আজকে যেহেতু রবিবার তাই রবিবারের রুটিন অনুযায়ী ক্লাস। যেহেতু অনেকদিন ক্লাসের বাইরে তাই রুটিন টা ভুলেই গিয়েছিলাম আবার মেইল থেকে রুটিন ডাউনলোড করে দেখতে হলো কোন কোন সময়ে কোন কোন ক্লাস রয়েছে। আজকে সকাল ১০ টা থেকে বিকেল ৪টা৩০ পর্যন্ত আমার ক্লাস ছিলো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেই। ১০ টা বাজার কিছুক্ষণ আগে আমি ভার্সিটিতে চলে যাই যেয়ে আগে বন্ধুদের সাথে দেখা করি। এরপর ক্যান্টিনে গিয়ে সকালের নাস্তা করি এবং ক্লাসে চলে যাই।


1000012639.jpg

আমার প্রথম ক্লাসটি ছিলো ক্যালকুলাস এন্ড লিনিয়ার। ক্লাসটি শেষ হয় ১১'২০ মিনিটে। ক্লাস শেষ হাওয়ার পর ভার্সিটির মসজিদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হাওয়া আমাদের ভার্সিটির ইরফান ভূইয়ার স্মরণে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। ভার্সিটির সকল শিক্ষার্থী রা ভার্সিটির মসজিদ মসজিদে আল মোস্তফার দিকে যায় এবং কিছুক্ষণ পরেই মিলাদ মাহফিল শুরু হয়ে যায়। মসজিদে আল মুস্তাফার জায়গা অনেক বড়, অনেক মানুষ একসাথে ভেতরে অবস্থান করা যায় যেটি সম্পুর্ন ভার্সিটির শিক্ষার্থী দিয়ে ভরে গিয়েছিল।


1000012488.jpg

এরপর দুপুর ২ টায় আমার ল্যাব ক্লাস ছিলো। আমি ও আমার বন্ধুরা মিলে ল্যাব ক্লাসে যাই। আমাদের ল্যাব ক্লাস ২ ঘন্টা ৩০ মিনিটের হয় অর্থাৎ দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা ৩০ পর্যন্ত ল্যাব ক্লাস করার পর অনেক বেশি ক্লান্ত হয়ে যাই। তারপরেও সব বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হাওয়ার ফলে সবাই মিলে ভার্সিটির গ্যালারিতে বসে আড্ডা দেই। সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে সবাই বাসায় ফিরে আসি।

আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

বেশ লম্বা অনাকাঙ্ক্ষিত বিরতির পর আবারও ভার্সিটির ক্লাস করা, বন্ধুদের সাথে দেখা হওয়ার বিষয়ে জেনে ভালো লাগলো। আবারো কিছুটা মন খারাপ ও হলো শহীদ ইরফান এর কথা মনে করে! সকলের অংশগ্রহণ এ বিশাল ভাবেই দোয়া মাহফিল করা হয়েছে। উনার আত্মার শান্তি কামনা করি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

গত দিন আপনার ঢাকায় ফেরার পোস্ট টা দেখেছিলাম। সত্যি কী একটা ঝামেলা গেল। প্রায় দেড় মাসের বেশি সময় বন্ধ ছিল সব ক‍্যাম্পাস। প্রথম দিনটা ক‍্যাম্পাসে বেশ ভালোই কেটেছে দেখছি আপনার। ধন্যবাদ ভাই আমাদের সাথে প্রতিটা মূহূর্ত শেয়ার করে নেওয়ার জন্য
আপনাকে।।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ছাত্র আন্দোলন এর কারণে সব জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আপনি দেখতেছি পাঁচচল্লিশ দিন পর শিক্ষাপ্রতিষ্ঠানে গেলেন। আর নিজের শিক্ষা প্রতিষ্ঠানে অনেকদিন পর গেলে বন্ধু-বান্ধব দেখলে অন্যরকম ভালো লাগে। এটা শুনে বেশ ভালো লাগলো বন্ধুবান্ধব মিলে ভালো সময় কাটিয়েছেন। খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

নিজের শিক্ষা প্রতিষ্ঠানে অনেক দিন পর গেলেন এই কারণে আলাদা একটা অনুভূতি আসলো আপনার। কিছুদিন আগে ছাত্র আন্দোলনের কারণে একটু সমস্যা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। আসলে প্রিয় বন্ধু এবং চেনা জায়গাতে কিছুদিন না থাকলে হঠাৎ করে গেলে নিজের কাছে ও একটু ভিন্নরকম লাগে। ভালো লাগলো প্রিয় মানুষদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে শুনেন। ভালো থাকবেন ভাই সব সময়।

এই পোস্টটি @philhughes এর মাধ্যমে টিম 7 দ্বারা আপভোট/সমর্থিত হয়েছে। আমাদের দল সম্প্রদায়ে যোগ করে এমন সামগ্রী সমর্থন করে৷

image.png

🌼ধন্যবাদ করুন! 🌼

আমি এই ব্লগে অনেক পছন্দ করি। নিচে সহজ থেকে জটিল, খুব শীঘ্র থেকে ধীর এমন বিভিন্ন পদ্ধতিতে আমি বাংলায় লিখি। যদিও, ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় লেখা আমার একটা চাপ।

তবে, স্নিগ্ধ থেকে জল্লাদি, হাস্যরসে থেকে অন্তরয় এমন বিভিন্ন পদ্ধতিতে আমি ছোট ও বড় হারতে, লাশ থেকে অস্ত এর যাত্রায় সাইন দেই।

আপনি আমার ব্লগটি সহজ থেকে জটিল, শীঘ্র থেকে ধীর এমন যে কোনো ধরনের পদ্ধতি বা ভাষায় অনুবাদ করলে আমার জন্য একটা চাপ।

সুতরাং, যে শিখি না ও যা অলক্ষ্যে হোয় বা মুগ্ধ হোয় এমন সকল পরিচারক, ভাত্রী, দাস, নানাইন, ফেরারি, শিকারি, শিকারী, গাছ-আবরণ, মেলা, প্রজাপতি ও যে সহধর্মিনী, ভাই, দিদি, কাকা, চাচা, খালা, শ্বশুড়, আত্রি ও সহযাত্রী...

ভাই, এরা সকলেই মিটে পড়েন।