হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সবার আগে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই সবাইকে। আমরা যারা স্পোর্টস লাভার এবং ফুটবল খেলা পছন্দ করি তাদের জন্য কালকের রাত ও আজকের রাত অনেক গুরুত্বপূর্ণ ছিলো। বর্তমানে ইউ সি এল অর্থাৎ ইয়েফা চ্যাম্পিয়নস লিগ চলছে। কালকে রাত একটায় খেলা ছিল রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি। আমি ম্যানচেস্টার সিটি সাপোর্ট করি কালকের ম্যাচে। ম্যানচেস্টার সিটি ক্লাবটি আমার অনেক ভালো লাগে কারণ এই ক্লাবে আমার অত্যন্ত প্রিয় একটি খেলোয়াড় কেবিন ডি ব্রুইনে খেলে। আজ আমি আপনাদের মাঝে কালকের ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচটির রিভিউ নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভাল লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।
বাংলাদেশ সময় রাত একটায় খেলাটি শুরু হয়। এটি প্রথম লেগ এর খেলা এই ম্যাচটি রিয়াল মাদ্রিদ এর হোমগ্রাউন্ডে খেলা হয়। বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচটি অফিশিয়ালি শুরু হয়। খেলার দুই মিনিটের ভেতরেই রিয়াল মাদ্রি ডি বক্সের বাইরে একটি ফাউল করে। খেলা শুরু হাওয়ার দুই মিনিটে বার্নান্দো সিলভা ফ্রি কিক থেকে ম্যাচ এর প্রথম গোল করে। চমৎকার একটি ফ্রি কিকের মাধ্যমে চমৎকার প্রথম গোলটি বার্নান্দো সিলভার মাধ্যমে ম্যানচেস্টার সিটি এক গোলের লিডে এগিয়ে যায়।
এরপর ম্যাচের ১২ তম মিনিটে কামাভিঙ্গা এর একটি শর্ট রুবিন ডাইসের পায়ে লেগে ম্যানচেস্টার সিটিকে ওন গোল হজম করতে হয়। প্রথম গোলটি হাওয়ার দুই মিনিট পর এই অর্থাৎ ম্যাচের ১৪ তম মিনিটে রিয়াল মাদ্রিদের রদ্রিগো চমৎকার একটি গোল করে। রদ্রিগো এর এই গোলটির মাধ্যমে রিয়াল মাদ্রিদ এক গোলের লিডে চলে যায়। ম্যাচের ১১ মিনিট পর্যন্ত স্কোর ছিল রিয়াল মাদ্রিদ ০ এবং ম্যানচেস্টার সিটি ১। কিন্তু ম্যাচের ১৪ তম মিনিটেই স্কোর রিয়াল মাদ্রিদ ২ এবং সিটি ১। এই স্কোরলাইন নিয়েই প্রথম অর্ধের খেলা শেষ হয়।
এরপর দ্বিতীয় অর্ধ এর খেলা শুরু হয়। দ্বিতীয় অর্ধ এর শুরু থেকেই ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ এর উপর ডমিনেট করেছিল। ম্যাচের ৬৬ তম মিনিটে বানান তো সিলভার অ্যাসিস্টে ফিল ফোরডেন ডি বক্সের বাইরে থেকে চমৎকার একটি গোল করে। ফিল ফোর্ডেনের এই গোলটির মাধ্যমে ম্যানচেস্টার সিটি আবার ম্যাচে ফেরে। ফোডেনের গোলটির মাধ্যমে স্কোর দাঁড়ায় রিয়াল মাদ্রিদ ২ এবং ম্যানচেস্টার সিটি ২। ফোডেন গোলটি দেওয়ার ঠিক ৫ মিনিট পরে ভারডিওল সিটির হয়ে প্রথম গোল করে। ভারডিওল এর গোলটির মাধ্যমে সিটি আবার ১ গোলের লিডে চলে যায়। এই গোলটির মাধ্যমে স্কোর দাঁড়ায় সিটি ৩ এবং মাদ্রিদ ২।
ম্যাচের ৭৯ মিনিটে মাদ্রিদের হয়ে ভালভারদে একটি চমৎকার গোল করে। এই গোলটিতে এসিস্ট করে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র এর এসিস্টে চমৎকার একটি গোল করে দলকে সমতায় ফেরায় ভালভারদে। এরপর মাদ্রিদ চমৎকার কয়েকটি সুযোগ ক্রিয়েট করে কিন্তু শেষ পর্যন্ত ৩ ৩ গোলে ড্র নিয়ে ম্যাচটি শেষ হয়। যেহেতু ম্যাচটি ছিলো রিয়াল মাদ্রিদ এর হোমগ্রাউন্ডে তাই আমার মতে ম্যাচটি রিয়াল মাদ্রিদের অনন্ত একটি গোল ডিফারেন্স এ ম্যাচটি জেতা উচিত ছিলো। যাইহোক ২য় লেগে সিন্ধান্ত হবে পরের রাউন্ডে কে যাবে। ২য় লেগে ম্যান সিটির হোম গ্রাউন্ডে খেলা তাই এই ম্যাচটি ম্যান সিটি জেতার সম্ভাবনা অনেক বেশি। এই ম্যাচটির ম্যান অফ দা ম্যাচ হয় ফিল ফোডেন।
আজকের মতো এখানেই শেষ। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি রিয়াল মাদ্রিদ সাপোর্ট করি তবে ডি ব্রুইনা আমার অনেক পছন্দের। গতকাল ভেবেছিলাম মাদ্রিদ লিড নিয়ে শেষ করবে ফাস্ট লেগ। কিন্তু সেটা আর হলো কোথায় আফসোস। সিটি এককথায় অসাধারণ খেলছে। বার্নাব্যুতে এসে এইরকম ডমিনেট করে খেলা অনেকদিন পর দেখলাম। দেখা যাক পরের লেগে কী হয়। বেশ দারুণ করেছেন ম্যাচ রিভিউ টা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ম্যাচ রিভিউটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit