আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আমি আমার স্বরচিত কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আমি মাঝে মাঝেই লেখালেখি করি। কবিতা লিখতে বেশ ভালোই লাগে। অবসর সময়ে প্রায়ই আমি কবিতা লেখি। তাই আজ আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাইকে ভালো লাগবে। বেশ কয়েকদিন থেকে তেমন কবিতা লেখা হচ্ছেনা তাই আজকে ভাবলাম একটি কবিতা লেখা যাক। তাই আজকে আমি একটি কবিতা লিখলাম কবিতার শিরোনাম দিলাম "এ শহর নয়কো আমার"।
বন্ধুরা আসুন এখন কবিতাটি সম্পর্কে দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করি। জীবনের তাগিদে নিজের শহর ছেড়ে অন্য কোনো শহরে থাকাকে কেন্দ্র করেই এই কবিতাটি লেখা। পড়াশোনার তাগিদে আমিও ঢাকায় থাকি কিন্তু এই শহরের যান্ত্রিকতা, ব্যস্ততা আমাকে বারবার বোঝায় যে এ শহর আমার নয়। এই শহরে এতো ভীড় এও কেউ কারো নয়। এই শহরে কত কিছুই না ঘটে যায় তবুও নিজ শহরের মতো আপন অন্য কোনো শহর হয়না। তাই পড়াশোনার তাগিদে বাইরে থাকাকে কেন্দ্র করে লিখেছি এই শহর সম্পর্কে যেই শহর আমার নয় তবুও এখানে থাকতে হয়।
এ শহর নয়কো আমার,স্থবিরতায় অলংকরণ,
হাজার ধ্বনি শুল্ক কতো?অস্তিত্বের বিবরণ?
এ শহরে জোসনা কাদে,বর্ষায় মায়ার ভীর,
পথচলার সঙ্গী কে?কে-ই বা নিশির পীর?
কেহ বলে উন্মাদ,কেহ বলে ভ্রান্ত বীর,
একলা পাখি কয় তাহারে,দেখিয়াছো কি চিড়?
আলো নাকি আধার?কিসে বড় হাহাকার?
নিস্তব্ধতায় বিদীর্ণ ,উপমার বেশে নিকৃষ্টতা।
এ শহর নয়কো আমার,স্বপ্ন দেখা বারণ।
১ পয়সার দাম কতো?ভক্ষণের সংহরন?
এ শহরে কালো মেঘ,চিলের ডানা কাটা,
অন্তর্নিবিষ্ট মৃত্যুর কারণ?
প্রতিক্ষার ছলে সত্যের আশা?
বোকা পাখির কতোনা আরাধনা,
সে কইলো পাখিরে,নিষ্ফল এই প্রয়াস,
গোলকধাঁধার অন্ত নাই,অগোচর পথের জাল।
এ শহর নয়কো আমার, শঙ্খনীলে বিহরণ,
কতো-ই বা বোঝার ভার? কোন লগ্নে বিচরণ?
এ শহরে রংধনুর মেলা,সব ই মিথ্যে জাহির,
নীলাম্বরীর পাপড়ি ঘিরে,মৌমাছিরা অনীর।
আমার মায়ের অনুপ্রেরণায় আমার লেখালেখির জগতে আসা। যদিও মায়ের ইচ্ছে পূরণ করতে পারিনা তবে মাঝে মাঝে সময় পেলে কবিতা লেখার ট্রাই করি। আম্মুর পদ্য কবিতাগুলো আমার কাছে দারুণ লাগে। কি চমৎকার করে স্বরবৃও ছন্দে লিখেন। ৮ ৬ মাত্রার এই কবিতাগুলো আমি নিয়মিত ফলো করি এবং সেভাবে লেখার চেষ্টা করি,তবে দু একটি মাত্রা এদিক সেদিক হলে আম্মুর কাছে ঠিক করে নিই। আমার মায়ের লেখা কবিতার অনেক ভক্ত পাঠক আমি দেখেছি দেশ এবং দেশের বাইরেও, যা আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আমার বাংলা ব্লগ পরিবারেও অনেকেই আম্মুর লেখা কবিতাগুলো ভীষণ পছন্দ করে, এটি আমার কাছে অনেক গর্বের। আপনাদের অনুপ্রেরণা পেলে আগামীতে আরো মজার মজার কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো।
এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এককথায় অসাধারণ অনবদ্য ভাই। আপনার মায়ের এই গুণটা আপনি পেয়েছেন বলতেই হয়। কবিতায় আপনার শব্দপ্রয়োগ লেখার ধরণ দেখলেই বোঝা যায় এটা জন্মগত। কবিতা টা দারুণ লিখেছেন আপু। আসলে যারা নিজের শহর ছেড়ে বিভিন্ন প্রয়োজনে অন্য শহরে থাকে তারা এই কবিতা টা খুব ভালোভাবে অনূভব করতে পারবে। চমৎকার লিখেছেন কবিতা টা। ধন্যবাদ আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনি শহরকে কেন্দ্র করে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।এ শহর নয়কো আমার কবিতাটি অসাধারণ হয়েছে। মানুষ বিভিন্ন কাজে এবং পড়ালেখার কারণে এক শহর থেকে অন্য শহরে যায়। আর শহরের পরিবেশ এবং চলাফেরার কারণে মানুষ নিজেকে মেলে ধরতে পারে না ঠিকমতো। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসম্ভব সুন্দর একটি কবিতা লিখেছ যা আমার কাছে মনে হয়েছে অসাধারণ, অতুলনীয় অনাবদ্য। তোমার কবিতার শব্দচয়ন গুলো অনেক অনেক সুন্দর। আমি তো পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। আগামীতে আরও সুন্দর সুন্দর কবিতা তোমার কাছে প্রত্যাশা করছি। অনেক অনেক দোয়া ও শুভকামনা তোমার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit