ঈদ উদযাপন|| শেষ পর্ব|

in hive-129948 •  9 months ago 

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। সবাইক ঈদ মোবারক৷ঈদের শুভেচ্ছা সবার মনে ছড়িয়ে যাক। আশা করছি সবার ঈদ ভালো কেটেছে। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি গতকাল আপনাদের মাঝে ঈদ উদযাপন পর্ব ১ আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আজ আমি আপনাদের মাঝে আমার ঈদ উদযাপন সম্পর্কে আরো কিছু কথা ভাগাভাগি করে নেবো। আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG_20240411_194408.jpg

কাল আমি আপনাদের মাঝে দুপুর থেকে বিকেল অব্ধি ঘুমিয়ে কাটানো। বিকেল পাঁচটায় আমি ঘুম থেকে উঠি। এর মধ্যেই আমার ফ্রেন্ডরা আমাকে কল দিচ্ছিল তাদের সাথে কথা বলি এবং গ্রুপে সবাইকে বলে দেই ১০-১৫ মিনিটের মধ্যে নীলফামারী বড় মাঠে আসতে। আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নীলফামারী বড় মাঠের উদ্দেশ্যে রওনা দেই। কিছুক্ষণের মধ্যেই আমি নীলফামারী বড় মাঠে পৌঁছে যাই এবং সেখানে আমার সব বন্ধুদের সাথে দেখা করি।


IMG_20240411_174303.jpg

এরপর একে একে আমাদের সব বন্ধুরা নীলফামারী বড় মাঠে আসে এবং আমরা একসাথে নীলফামারী বড় মাঠে আড্ডা দিতে থাকি। আমাদের মত অনেকেই নীলফামারী বড় মাঠে এসেছিল। ঈদের সময় আমাদের নীলফামারী বড় মাঠের আমেজেই থাকে অন্যরকম। আমরা নীলফামারী বড় মাঠের এক পাশে সকল বন্ধুরা মিলে আড্ডা দেই। ঈদের আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করে নেই। বন্ধুদের সাথে আলিঙ্গন এর মাধ্যমে আমাদের ঈদের আনন্দ যেন আরো বেড়ে গিয়েছিল।


IMG_20240411_172351.jpg

IMG_20240411_172328.jpg

আমরা বন্ধুদের সাথে একা একা ছবি তুলতে থাকি। এবং বেশ কিছু গ্রুপ সেলফি তুলি। এরপর নীলফামারী বড় মাঠের আশেপাশে ঘুরতে থাকি। নীলফামারী বড় মাঠে ঈদের আনন্দটা আমরা একে অপরের সাথে ভাগাভাগি করে নিয়েছিলাম। কিছুক্ষণ পরে নীলফামারী পৌর মার্কেটে গিয়ে সবাই মিলে আইসক্রিম খাই। এর মধ্যে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল।


IMG_20240411_182028.jpg

IMG_20240411_181301.jpg

মাগরিবের আজান দেওয়ার পরে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল তখন আমরা নীলফামারী বড় মাঠে গিয়ে মাঠের এক পাশে বসে অনেকক্ষণ আড্ডা দেই। এরপর আমরা চলে যাই ডিসি মোড়ের ওই দিকে। নীলফামারী বড় মাঠ থেকে ডিসি মোর পাশেই। নীল খামারে কালেক্টরেট স্কুলের পিছনে ডিসির বাড়ি অবস্থিত সেখানে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করে একটি রাস্তা সাজানো হয়েছিল। আমরা সব বন্ধুরা মিলে সেখানে যাই। সেখানে সব বন্ধুরা গিয়ে অনেক সুন্দর ডেকোরেশন এর মধ্যে সবাই সিঙ্গেল ছবি ও গ্রুপ ছবি তুলি।


20240411_201657.jpg

20240411_201112 (1).jpg

এরপর আমরা সেখান থেকে চলে যায় নীলফামারীর ঐতিহ্যবাহী নামকরা চা যেখানে পাওয়া যায় জায়গাটির নাম হল কালিতলা। আমরা সব বন্ধুরা মিলে অটো করে নীলফামারী কালিতলায় চা খেতে যাই। নীলফামারীর মধ্যে নীলফামারী কালীতলার চা টি অনেক বিখ্যাত। এখানে আমাদের মত অনেকেই চা খেতে এসেছিল। আমরা সবাই কালী তলায় যাই ও মালাই চা খাই। এখানকার সবগুলো চা ই অনেক ভালো হয়ে থাকে কিন্তু আমাদের সব থেকে ভালো লাগে মালাই চা। চা খাওয়া শেষে আমরা সেখানে বসে কিছুক্ষণ আড্ডা দেই। এরপর আবার অটো করে নীলফামারে বড় মাঠে ফিরে আসি। এরপর হামড়ে বড় মাঠের এক পাশে প্রায় ৩০ মিনিটের মত আড্ডা দিয়ে আমরা সবাই বাড়ি ফিরে আসি।


আজকের মতো এখানেই শেষ। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাদের ঈদ উদযাপনের প্রথম পর্ব আমি দেখেছি। খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন আপনজনদের সাথে। বন্ধুদের সাথে গল্প করার মজাই আলাদা। মাগরিবের আজানের পর আপনারা ঠিক সেটাই করেছেন। সবকিছু জেনে বেশ ভালো লাগলো আমার।

বন্ধুদের সাথে কাটানো ঈদ আনন্দ খুব ভালোভাবেই উপভোগ করেছ। আসলে ঈদের এই আনন্দ খুশি পরিবারের পাশাপাশি বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে, অনেক তৃপ্তি পাওয়া যায়।

আপনার ঈদ উদযাপনের প্রথম পর্ব দেখেছিলাম। আজকে পরের পর্ব দেখে বেশ ভালো লাগলো। বন্ধুদের সাথে পুরো দিনটা খুব সুন্দর ভাবে উদযাপন করেছেন। নীলফামারীর বড় মাঠে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন সবাই মিলে। নীলফামারী কালিতলায় চা খেয়েছেন সবাই মিলে। রাস্তাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ছবিগুলো দেখে ভালো লাগলো।