হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমার দ্বিতীয় সেমিস্টারের দ্বিতীয় ক্লাস ছিলো । আজকের সারাদিন দ্বিতীয় ক্লাসের পাশাপাশি ভার্সিটিতে কাটানো সময় আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।
আজকে আমার দ্বিতীয় সেমিস্টারের দ্বিতীয় দিনের ক্লাস ছিল। আজকে আমার ১১'১১ থেকে ১'৪০ পর্যন্ত spl ল্যাব ছিলো। আবার ১:৫০ থেকে ৩:১০ পর্যন্ত ইংরেজি ক্লাস ছিলো। আমি বাসা থেকে সাড়ে দশটার সময় রওনা দেই। ১০:৫০ এর মধ্যে আমি ভার্সিটি পৌঁছে যাই। ক্লাস শুরু হওয়ার ১০ মিনিট আগে আমি ক্লাসে প্রবেশ করি। আজকে আমাদের ল্যাব প্রথম ক্লাস ছিলো তাই ম্যাম এসে আমাদের আগের ics কোর্সের আগের ব্যাসিকগুলোর কিছু সমস্যা সমাধান করায়। সবাই মিলে সেগুলো সলভ করলাম।
এরপর আমাদের দ্বিতীয় ক্লাস শুরু হয় ১'৫০ এ। প্রথম ক্লাসটি শেষ হাওয়ার সাথে সাথে ২য় ক্লাসে প্রবেশ করি। ইংরেজি ক্লাসে আজকে সবার পরিচয় পর্ব নেয়া হয়। সবাই সবার সাথে পরিচয় হয়ে নেই এবং নিজেদের পরিচয় ম্যাম এর সাথে এবং ম্যাম নিজের পরিচয় আমাদের সাথে শেয়ার করে নেন। ৩'১০ এ আমাদের ইংরেজি ক্লাস ও শেষ হয়ে যায়।
ক্লাস শেষে ভার্সিটির গ্যালারিতে বসে বন্ধুরা মিলে কিছুক্ষণ আড্ডা দেই। এরপর ভার্সিটির মাঠে ক্রিকেট খেলতে চলে যাই। প্রায় অনেকদিন পরেই ভার্সিটিতে ক্রিকেট খেললাম। আমি মাঝে মাঝে ভার্সিটিতে ক্রিকেট খেলে থাকি। আজকে সব ফ্রেন্ডরা মিলে ক্রিকেট খেলতে চাইল তাই সবাই ক্লাস শেষ করে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্রিকেট খেলতে চলে যাই। আমরা সবাই মিলে দুই দলে ভাগ হয়ে একটি ক্রিকেট ম্যাচ খেলে ফেলি।
আমাদের ভার্সিটিতে এবার ২০২৪ সালে নতুন যারা ভর্তি হয়েছে এদের অরিয়েন্টেশন আগামী ২ ফ্রেবুয়ারি তাই ভার্সিটির মাঠে এক দিকে ওরিয়েন্টেশনের আয়োজন শুরু হয়েছে। আমরা ক্রিকেট খেলছিলাম একদিকে ও আরেকদিকে অরিয়েন্টেশনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আগামী ২ ফেব্রুয়ারি যারা প্রথম সেমিস্টার এ ভর্তি হয়েছে তাদের অরিয়েন্টেশন বেশ জমকালো ভাবেই হতে চলেছে।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।