লোকেশন: https://what3words.com/drudgery.ambivalent.debility
নমস্কার ও আদাব,
আশা করি সবাই ভালোই আছেন।
সন্ধামালতী ফুলকে প্রায় সবাই চিনি। অনেকে একে সন্ধামনি নামেও চিনে থাকতে পারেন। এটি অনেক সুন্দর একটি ফুল। এই ফুল অনেক রং এর হতে পারে(যদিও আমি এক রং এর ই দেখেছি)। আমার দেখা এই ফুলের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি।
লোকেশন: https://what3words.com/drudgery.ambivalent.debility
আমাদের সুপারি বাগানে এই ফুলের বেশ কিছু গাছ আছে। আমাদের বাগানে অনেক দিন থেকেই এগুলো দেখে আসছি। সন্ধাবেলায় যখন ফুলগুলো ফুটে থাকে তখন সত্যিই অপূর্ব দেখায়। সন্ধামালতীর পাতাগুলো ক্ষত৷ স্থানে লাগালে উপকার পাওয়া যায়। তাছাড়া ফুলগুলো নাকের কাছে ধরলে এর সুভাস উপভোগ করা যায়।
লোকেশন: https://what3words.com/drudgery.ambivalent.debility
উপরের এই সবগুলো ছবি-ই সন্ধাবেলায় তোলা। এর জন্য আমকে মুঠোফোনের ফ্লাশলাইট ব্যবহার করতে হয়েছে।
দিনের বেলায় ফুলগুলো বন্ধ হয়ে থাকে এবং গুটির মতো দেখায়। সূর্য ডোবার সাথে সাথে ফুলগুলো ফুটতে শুরু করে।
দিনের বেলায়
দিনের বেলায়
লোকেশন:
https://what3words.com/drudgery.ambivalent.debility
ছবি | সন্ধামালতী |
ফটোগ্রাফার | @bdmanik72 |
ডিভাইস | Redmi note7s |
ক্যামেরা | 48 MP, f/1.8, (wide), 1/2.0", 0.8µm, PDAF 5 MP, f/2.2, (depth) |
আমাদের এখানে ফুলটিকে সন্ধ্যামণি বলে। গোলাপি রঙ ছাড়াও এটির হলুদ রঙ হয় আরো হয়তোবা অনেক রকম কালারের হতে পারে।তবে আমি এইদুটি কালারেরই দেখেছি।
একটি মাত্র ফুল দিয়ে খুব সুন্দর পোস্ট করেছেন ।তবে আরো কিছু ফুল থাকলে পোস্টটি আরো সুন্দর লাগতো।সর্বোপরি চমৎকার একটি ফুলের পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই।
ভবিষ্যতে আরো সুন্দর করার চেষ্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতদিন আমি নার্সারিতে গিয়েছিলাম সেখানে সন্ধ্যামণি ফুলের চারটা কালার আমি দেখেছি আপনি যে ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলে দেখতে খুবই সুন্দর লাগছে সেই সাথে আপনি আরো সুন্দর করে বর্ণনা দিয়েছেন আপনার জন্য শুভকামনা থাকলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই সুন্দর এই মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit