DIY || "এসো নিজে করি" বিশেষ ক্রিসমাস সপ্তাহ || সুতা দিয়ে হাতের তৈরি এমব্রয়ডারি কাজ ১০% @shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago  (edited)

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর সবাইকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রতিদিনের মত আজকে আমি আপনাদের সবার সাথে সুন্দর একটা জিনিস নিয়ে চলে আসলাম। আজকে সুন্দর একটা কাপড়ের মধ্যে আমার বাংলা ব্লক লিখে ফুল তুলে আপনাদের সাথে শেয়ার করব। এই ছোট ছোট নকশী ফুল গুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আশা করবো আমার এই ছোট্ট রুমাল আর্ট আপনাদের সকলের খুবই ভালো লাগবে। কারণ বিভিন্ন রকম সুতা দিয়ে আর্ট করার কারণে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আর সেলাই করতে আমারও খুবই ভালো লেগেছে। তাই আমার করা সেলাইর কাজটা আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের সকলের খুবই পছন্দ হবে।

IMG-20211226-WA0001.jpg

উপকরণ :

কাপড়
সুঁই
সুতা
কাঁচি
কলম

IMG_20211225_144451_mfnr.jpg

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি অনেক সুন্দর একটা কমলা কালারের কাপড় নিয়ে নিলাম। তারপর সেই কাপড়ের মাঝখানে বড় করে একটা লাভ কলম দিয়ে এঁকে নিলাম।

IMG_20211225_144706_mfnr.jpg

IMG_20211225_150045_mfnr.jpg

IMG_20211225_150025_mfnr.jpg

ধাপ ২ :

তারপর সেই বড় লাভের দুপাশে ছোট-বড় করে কিছু বৃত্ত কলম দিয়ে এঁকে নিলাম। তখন মৃত গুলোর কারণে লাভটা আরো অনেক সুন্দর দেখায়।

IMG_20211225_150326_mfnr.jpg

IMG_20211225_150618_mfnr.jpg

IMG_20211225_150658_mfnr.jpg

ধাপ ৩ :

তারপর সেই গোল বৃত্ত গুলোর মাঝখানে ছোট ছোট করে কিছু দাগ টেনে নিলাম। যাতে হাতে সেলাই করতে অনেক সুবিধা হয়।

IMG_20211225_150927_mfnr.jpg

IMG_20211225_151157_mfnr.jpg

IMG_20211225_151204_mfnr.jpg

ধাপ ৪ :

তারপর সেই বড় লাভের ভিতর আমার বাংলা ব্লগ কলম দিয়ে লিখে নিলাম। যাতে পুরো টা অনেক সুন্দর করে সেলাই করে নিতে পারি।

IMG_20211225_151730_mfnr.jpg

IMG_20211225_152008_mfnr.jpg

IMG_20211225_152303_mfnr.jpg

ধাপ ৫ :

তারপর সেই লাভের একপাশে গোল বৃত্ত গুলোর ভিতর কিছুটা হলুদ সুতা দিয়ে ছোট ছোট করে ফুল তৈরী করে নিলাম। যখন হলুদ ফুল গুলো দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211225_152836_mfnr.jpg

IMG_20211225_153225_mfnr.jpg

IMG_20211225_160335_mfnr.jpg

ধাপ ৬ :

তারপর একটার পর একটা কালো সুতো দিয়ে সুন্দর ভাবে ফুল তৈরি করে নিলাম। তখন গোল ফুল গুলো দেখতে অনেকটা ছোট গোলাপ ফুলের মতো মনে হয়।

IMG_20211225_160835_mfnr.jpg

IMG_20211225_172345_mfnr.jpg

IMG_20211225_172634_mfnr.jpg

ধাপ ৭ :

এইভাবে অপরপাশের বৃত্ত গুলোকেও সুন্দরভাবে ভরাট করে নিলাম। তখন দু'পাশের কালো আর হলুদ সুতার ফুল দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211225_220421.jpg

IMG_20211226_122107_mfnr.jpg

ধাপ ৮ :

তারপর টিয়া কালার দিয়ে লাভ এর অপর দাগগুলোকে উল্টা সেলাই দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিলাম। তখন পুরো লাভের দুপাশ দেখতে আরো অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211226_123954_mfnr.jpg

IMG_20211226_125127_mfnr.jpg

IMG_20211226_130108_mfnr.jpg

ধাপ ৯ :

তারপর সেই বড় লাভ তার নিচের অংশে বরাট গুলোর দু'পাশের ছোট ছোট করে পাতার মতো করে সেলাই করে নিলাম।

IMG_20211226_133024_mfnr.jpg

IMG_20211226_134154_mfnr.jpg

IMG_20211226_135413_mfnr.jpg

ধাপ ১০ :

তারপর লাভের উপর অংশে ছোট ছোট করে পাতার মতো করে সেলাই করে নিলাম। তখন সেই বড় লাভ তাকে দেখতে আরও অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211226_140042_mfnr.jpg

IMG_20211226_150208_mfnr.jpg

IMG_20211226_151734_mfnr.jpg

ধাপ ১১ :

তারপর সেই লাভের ভিতরে থাকা আমার বাংলা ব্লগ কে সাদা সুতা দিয়ে সুন্দরভাবে উল্টা সিলাই করে নিলাম। তখন আমার বাংলা ব্লগ এভাবে সেলাই করতে থাকি ।

IMG_20211226_152629_mfnr.jpg

IMG_20211226_155748_mfnr.jpg

IMG_20211226_153924_mfnr.jpg

ধাপ ১২ :

তারপর সাদা সুতো দিয়ে পুরো আমার বাংলা ব্লগ অনেক সুন্দর করে সেলাই করে নিলাম। তখন ছোট রুমালটা দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211226_160843_mfnr.jpg

IMG_20211226_162121_mfnr.jpg

IMG_20211226_162313_mfnr.jpg

শেষ ধাপ :

এইভাবে আমার ছোট রুমালটা সেলাই করা শেষ হয়ে গেল। আশা করবো আমার সেলাই করা এই রুমাল আপনাদের সকলের খুবই পছন্দ হবে।

IMG-20211226-WA0003.jpg

IMG-20211226-WA0004.jpg

IMG-20211226-WA0002.jpg

রুমাল সহ আমার একটি ছবি

IMG-20211226-WA0000.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি আপনি অনেক সুন্দর এবং আমার ভালো লেগেছে। তুমি আপনি বলুন যে আমার বাংলা ব্লগ লিখে দিয়েছেন এবং তার পরে সুতা দিয়ে অসাধারন হাতের কাজ করেছেন।

তবে উপকরণগুলোর মধ্যে

সুজ ও জুতা

এই 2 টি উপকরণ এর ব্যবহার দেখতে পেলাম না। মনে হচ্ছে কোন ভুল হয়েছে

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
ভুলে সুই সুতা উঠে নাই।
কিন্তু এখন ঠিক করে দিয়েছে
আপনাকে ধন্যবাদ আমার ভুলটা ধরে আমাকে বলার জন্য

আপনি সুতা দিয়ে অনেক একটি কাগজ তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য
কিন্তু আমি এটা কাপড় দিয়ে রুমাল তৈরি করেছি।
কাগজ তৈরি করি নাই ভাইয়া

আপু আপনার ছোট্ট রুমাল আর্টটি খুব সুন্দর হয়েছেন। আপনি তো খুব সুন্দর হাতের কাজ করেন। আপনার হাতের সেলাইয়ের রুমালটা খুব চমৎকার লাগছে দেখতে। এভাবে রুমাল সেলাই করলে খুব ভালো লাগবে দেখতে। ফুলগুলো বিশেষ করে চমৎকার লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি হাতের কাজের রুমাল তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য
সেলাই করতে আমার খুবই ভালো লাগে। তাই এই ছোট্ট একটা রুমাল সেলাই করে আপনাদেরকে দেখালাম

ওয়াও সুতা দিয়ে হাতের তৈরি এমব্রয়ডারি খুব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছে। যার কারণে আমরা খুব সহজে এটি বাজানো শিখতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

  • সুতার মাধ্যমে কাপড়ে এত সুন্দর একটি নকশা তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। "আমার বাংলা ব্লগ কমিউনিটি" একথাটি লিখছেন বলে আরো অনেক সুন্দর দেখাচ্ছে। সত্যি কথা বলতে কি আমার এটি অনেক ভালো লেগেছে। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে সুতা দিয়ে আমাদের সকলের প্রিয় কমিউনিটির নাম লিখেছেন। সত্যিই আমার কাছে আপনার এই কাজ অনেক ভালো লেগেছে, আপনি আপনার এই কাজের মাধ্যমে সৃজনশীলতার পরিচয় আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

সুতা দিয়ে খুবই সুন্দর একটা জিনিস তৈরি করেছেন আপু। আপনি অনেক সুন্দর করে আমাদের কমিউনিটির নাম এমব্রয়ডারি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
আমাদের কমিউনিটির নাম লিখতে পেরে আমারও খুব ভালো লেগেছে

সুতা দিয়ে আপনি চমৎকার একটি এমব্রয়ডারি করেছেন কাপরের উপর এটি খুব দারুন লাগছে দেখতে বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন আপনি শুভ কামনা রইলো।

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

সুতা দিয়ে আমার বাংলা ব্লগের সুন্দর একটি দৃশ্য আপনি তৈরি করেছেন দেখতে অসাধারণ লাগছে সত্যিই আপনার দৃশ্যটি প্রশংসার দাবীদার আপনার দৃশ্যটি তৈরি করতে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে একদম নিখুঁত ভাবে তৈরি করেছেন আপনার জন্য শুভকামনা থাকলো

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য