আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-33 || ছানার ঝাল চপ রেসিপি

in hive-129948 •  2 years ago 

1679320901820.jpg

1679320901991.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। খুব শীঘ্রই আসছে রমজান মাস। আর রমজান মাস উপলক্ষে এবারে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এটা দেখে ভীষণ ভালো লাগলো। তাছাড়া এমনিতেও আমি চপ খেতে খুবই পছন্দ করি। তবে আসলে প্রতিযোগিতা টা দেখেই ভেবেছি সবার কাছ থেকে কতই না ইউনিক ধরনের চপ দেখতে পারবো। আর যখন রমজান মাস আসবে সবার ওই রেসিপিগুলো ফলো করে তৈরি করার চেষ্টা করব। কিন্তু আপাতত প্রতিযোগিতার জন্য কি তৈরি করা যায় সেটাই ভাবছি। তখনই আমি ভাবলাম যদি ছানা দিয়ে চপ তৈরি করা যায় তাহলে মনে হয় ভালো লাগবে। যদিও আমি কখনো তৈরি করিনি। আমি ভেবেছি ছানা দিয়ে তৈরি করলেও সেটা যেন একটু ঝাল তৈরি করি তাহলে মনে হয় ভালো লাগবে। এইজন্য ছানার চপের ভেতরে কাঁচামরিচ অ্যাড করলাম। প্রথমে তৈরি করার আগে ভাবছিলাম কি রকম হবে খেতে। যদিও চপটা তৈরি করতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল। কিন্তু তৈরি করার পর সত্যিই অনেক ভালো হয়েছিল খেতে। খাওয়ার পর আমার নিজের ভীষণ ভালো লেগেছিল। তাছাড়া আমাদের পরিবারের সবাই খুব ভালোভাবেই খেয়েছে। মানে প্রতিযোগিতার জন্য অনেক সুন্দর একটা রেসিপি খেতে পেরেছি। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে।

1679320901728.jpg

রান্নার উপকরণ :

উপকরণপরিমাণ
লিকুইড দুধ৫০০ গ্রাম
আলু সেদ্ধবড় গুলো ৩টা
পাউরুটি১ টা
ডিম১ টা
পেঁয়াজ কুচি১ কাপ
কাঁচামরিচ৬/৭ টা
শুকনো মরিচ৩ টা
ভিনেগার২ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়ো১ টেবিল চামচ
চাট মসলা১ টেবিল চামচ
লবণস্বাদমতো
মরিচ গুঁড়ো৩ চা চামচ
হলুদ গুঁড়ো১.৫ চা চামচ
রসুন২ চা চামচ
রাঁধুনি মসলা১চা চামচ
তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

1679227500072.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি লিকুইড দুধ একটি পাতিলে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। এরপর দুধটাকে আগে একটু ফুটিয়ে নিব।

1679227537598.jpg

ধাপ - ২ :

এরপরে দুধটা ফুটে উঠলে এর মধ্যে পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিলে দুধটা ছানা কেটে যাবে।

IMG_20230317_152147.jpg

ধাপ - ৩ :

এরপরে ছানাটাকে একটা ছাকনিতে ছেঁকে ভালোভাবে পানি আলাদা করে নিলাম।

1679227566142.jpg

ধাপ - ৪ :

এরপরে সিদ্ধ করা আলু গুলোকে একটি বাটিতে নিয়ে নিলাম। এরপরে একটা কাটা চামচের সাহায্যের ম্যাশ করে নিলাম ।

1679227783758.jpg

ধাপ - ৫ :

এরপর আমি ব্লেন্ডারের জাগে পেঁয়াজ কুচি, রসুন বাটা এবং শুকনো মরিচ দিয়ে দিলাম।

1679227596585.jpg

ধাপ - ৬ :

এরপর এই সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম।

IMG_20230317_153105.jpg

ধাপ - ৭ :

এবার আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ‌। এরপর এর মধ্যে পরিমান মত তেল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে মিক্স করে বাটা মসলাগুলো দিয়ে দিলাম।

1679227616992.jpg

ধাপ - ৮ :

এরপর এই মসলাগুলোকে একটু নেটে ছেড়ে মিশিয়ে নিলাম।

1679227628134.jpg

ধাপ - ৯ :

এরপর এখানে অন্য সব মসলাগুলো একসাথে দিয়ে দিলাম। সবগুলো মসলা নেটে চলে ভালোভাবে কষিয়ে নিলাম।

1679227652782.jpg

ধাপ - ১০ :

এরপরের মধ্যে ম্যাশ করা আলু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।

1679227672552.jpg

ধাপ - ১১ :

এরপরে এরমধ্যে ছানা দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।

1679227689902.jpg

ধাপ - ১২ :

এভাবে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করব।

1679227709689.jpg

ধাপ - ১৩ :

এরপর হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম। চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিলাম।

IMG_20230317_154526.jpg

ধাপ - ১৪ :

এরপরে আমি একটা পাউরুটিকে ভেঙে ছোট ছোট টুকরো করে নিলাম। এরপর একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিলাম।

1679227762971.jpg

ধাপ - ১৫ :

এরপরে পাউরুটি ব্লেন্ড করে ব্রেডক্রাম্ব তৈরি করে নিলাম।

1679227802084.jpg

ধাপ - ১৬ :

এরপরে আমি একটি বাটিতে ডিম ভেঙে নিয়ে নিলাম। এরপরে এরমধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম।

1679227828700.jpg

ধাপ - ১৭ :

এরপরে আমি তৈরি করা ছানারপুর হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম। এরপর এর মধ্যে একটা কাঁচামরিচ বসিয়ে দিলাম।

1679227848672.jpg

ধাপ - ১৮ :

এরপরে গোল করে সমান করে নিলাম। এভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিলাম।

1679227870540.jpg

ধাপ - ১৯ :

এরপরে তৈরি করার চপগুলোর একটা নিয়ে ডিমের মিশ্রণে দিয়ে দিলাম।

1679227891642.jpg

ধাপ - ২০ :

এরপর ডিমের মিশ্রণ থেকে উঠিয়ে ব্রেডক্রাম্বে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে গড়িয়ে ব্রেডক্রাম্ব লাগিয়ে নিলাম।

1679227907055.jpg

ধাপ - ২১ :

এভাবে আমি সবগুলো চপ ব্রেডক্রাম্বে গড়িয়ে নিলাম।

IMG_20230317_160925.jpg

ধাপ - ২২ :

এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপরের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে চপগুলো দিয়ে দিলাম।

1679227938202.jpg

ধাপ - ২৩ :

এরপরে নেড়েছেড়ে ভালোভাবে ভেজে নিব। এরপর ভাজা হয়ে গেলে ছাকনি দিয়ে ছেঁকে চুলা থেকে নামিয়ে নেব। এভাবে সবগুলো চপ একসাথে ভেজে নিব।

1679227967425.jpg

শেষ ধাপ :

এইভাবে পুরো রেসিপিটি তৈরি শেষ করে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।

1679320901893.jpg

1679320902122.jpg

1679320901959.jpg

1679320901991.jpg

1679320901778.jpg

1679320902088.jpg

1679320901858.jpg

1679320902056.jpg

1679320901728.jpg

1679320901820.jpg

1679320902025.jpg

1679320901927.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিযোগিতার মাধ্যমে খুবই ইউনিক ইউনিক কিছু রেসিপি শিখতে পারছি। আপনাকে ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি খুব সুন্দর করে চপ তৈরি করেছেন। যেটা দেখতে লোভনীয় লাগছে। আপনি তো বললেন খেতেও মজা হয়েছে। প্রতিটা ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে।

আসলেই প্রতিযোগিতার কারণে আমরা অনেক নতুন নতুন জিনিস শিখতে পারি।

আপু আপনার রেসিপিটি খুবই সুন্দর হয়েছে। কালার দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে ।আসলে আপু পরিবেশন টাই সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক ইউনিক চপ রেসিপি দেখতে পারছি। রেসিপিটি দেখে মনে হচ্ছে খুবই লোভনীয় হয়েছে।

আসলেই রেসিপিটি খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। আপনার মন্তব্য পড়ে আরো ভালো লাগলো।

ওয়াও, ছানার ঝাল চপ রেসিপি দেখে তো জিভে পানি চলে এলো আপু। দুধ দিয়ে ছানা করেও চপ তৈরি করা যায় দেখছি। আপনার রেসিপিটা আমার কাছে খুব ইউনিক লেগেছে আপু। দেখেই মনে হচ্ছে চপ গুলো খেতে খুব সুস্বাদু লেগেছিল। যাইহোক এমন ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

চেষ্টা করেছি সুন্দরভাবে পুরো রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক শুভেচ্ছা আপনাকে। ঝাল ঝাল চপ খেতে আমার কাছে খুব ভাল লাগে।আপনি চিজ দিয়ে চপ বানালেন।দেখতে বেশ লোভনীয় হয়েছে। খেতেও দারুন হয়েছে আশাকরি। খেতে পারলে হতো।😋ধন্যবাদ আপু।শুভকামনা রইলো।

আসলেই খেতে খুবই সুস্বাদু হয়েছে।
পারলে আপনাদের সবার জন্য কিছু পাঠিয়ে দিতাম।

দেখেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আপু আপনার তৈরি করা চপ গুলি। ছানার ঝাল চপ তৈরি করেছেন আপনি তবে সব থেকে ভালো লেগেছে চপের পুর এর মধ্যে একটা করে কাঁচা লঙ্কা দারুণ দেখতে হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা নতুন রেসিপি শিখতে পারলাম।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে